12/02/2025
*আবু জেহেল, আবু উৎবা, সাইবা*
এদের আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস
থাকা সত্ত্বেও এরা সকলেই মুশরিক
ও কাফের।
আবু জেহেল, আবু উৎবা, সাইবা এরা
সকলেই বিশ্বাস করতো যে আল্লাহ হলেন
সৃষ্টিকর্তা, বিশ্বজাহানের মালিক আল্লাহ।
জমিনের মালিক আল্লাহ, জমিনের ভিতরে
যা কিছু আছে তার মালিক আল্লাহ, সাত
আসমানের মালিক আল্লাহ, আরশে আযীম
এর মালিক আল্লাহ,রিজিকের মালিক আল্লাহ।
এরা বিশ্বাস করতো যে হায়াতের মালিক আল্লাহ,
মৃত্যুর মালিক আল্লাহ, মৃত্যুর পর জীবন দেওয়ার
মালিক আল্লাহ।
এরা বিশ্বাস করতো যে কাজের হিসাব অনুযায়ী
আল্লাহ তায়ালা মানুষকে জান্নাত ও জাহান্নাম
দিবেন।
আল্লাহ তায়ালার প্রতি এতো বিশ্বাস থাকা সত্ত্বেও
এরা মুশরিক।
কারণ এরা ও এদের অনুগামীরা বিশ্বাস করতো
যে, সমস্ত কিছু দেওয়ার মালিক আল্লাহ কিন্তু
আল্লাহ তায়ালার থেকে কোনো কিছু চাওয়ার
জন্য এরা মাধ্যমের সাহায্য নিতেন।
এর জন্য এরা সকলেই কাবার ভিতরে উজ্জা, লাত
হুব্বুল ইত্যাদি মূর্তি কে সংরক্ষণ করে রাখতেন
এবং প্রয়োজন অনুযায়ী এদের কাছে মান্নত
করতেন ও এদের মাধ্যমে আল্লাহর সাহায্য চাইতেন।
এদের বিশ্বাস ছিল যে, আল্লাহ তায়ালা সরাসরি
বান্দাকে কিছু দেন না, এর জন্য কোনো মাধ্যম
লাগে, তাই তারা আল্লাহর থেকে কিছু চাওয়ার জন্য লাত,উজ্জা, হুব্বুল ইত্যাদি মূর্তির প্রতি বেশি ভালোবাসা, শ্রদ্ধা ও ভক্তি দেখাত।
আমাদের সমাজে এরকম ঈমানদার মানুষের অভাব আছে কি?
না, বরং এদের সংখ্যা সবচেয়ে বেশি।
বিশ্বাস করুন এরকম ঈমান নিয়ে কবরে গেলে
আপনার হাসর নাসর ও আবু জেহেল, আবু উৎবা,
সাইবার হাসর নাসর আলাদা হবে না।