seikh Ahinoor

seikh Ahinoor Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from seikh Ahinoor, Digital creator, Dankuni.

assalamualaikum
∙──༅༎﷽༎༅──∙ 💖
” শিক্ষা যদি হয় 😊জাতির মেরুদণ্ড,তাহলে কোরআন হচ্ছে 💚💖
🤟মুসলমানের হৃদপিন্ড.! 🤟°𝑨𝒍𝒉𝒂𝒎𝒅𝒖𝒍𝒊𝒍𝒍.হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল”.!🥰” অর্থাৎ 😍 “আমার জন্য আমার আল্লাহ’ই যথেষ্ট”.!!😇
✿•-𝐀𝐥𝐡𝐚𝐦𝐝𝐮𝐥𝐢𝐥𝐥𝐚𝐡-🥰

12/02/2025

*আবু জেহেল, আবু উৎবা, সাইবা*

এদের আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস
থাকা সত্ত্বেও এরা সকলেই মুশরিক
ও কাফের।

আবু জেহেল, আবু উৎবা, সাইবা এরা
সকলেই বিশ্বাস করতো যে আল্লাহ হলেন
সৃষ্টিকর্তা, বিশ্বজাহানের মালিক আল্লাহ।
জমিনের মালিক আল্লাহ, জমিনের ভিতরে
যা কিছু আছে তার মালিক আল্লাহ, সাত
আসমানের মালিক আল্লাহ, আরশে আযীম
এর মালিক আল্লাহ,রিজিকের মালিক আল্লাহ।

এরা বিশ্বাস করতো যে হায়াতের মালিক আল্লাহ,
মৃত্যুর মালিক আল্লাহ, মৃত্যুর পর জীবন দেওয়ার
মালিক আল্লাহ।

এরা বিশ্বাস করতো যে কাজের হিসাব অনুযায়ী
আল্লাহ তায়ালা মানুষকে জান্নাত ও জাহান্নাম
দিবেন।

আল্লাহ তায়ালার প্রতি এতো বিশ্বাস থাকা সত্ত্বেও
এরা মুশরিক।
কারণ এরা ও এদের অনুগামীরা বিশ্বাস করতো
যে, সমস্ত কিছু দেওয়ার মালিক আল্লাহ কিন্তু
আল্লাহ তায়ালার থেকে কোনো কিছু চাওয়ার
জন্য এরা মাধ্যমের সাহায্য নিতেন।
এর জন্য এরা সকলেই কাবার ভিতরে উজ্জা, লাত
হুব্বুল ইত্যাদি মূর্তি কে সংরক্ষণ করে রাখতেন
এবং প্রয়োজন অনুযায়ী এদের কাছে মান্নত
করতেন ও এদের মাধ্যমে আল্লাহর সাহায্য চাইতেন।
এদের বিশ্বাস ছিল যে, আল্লাহ তায়ালা সরাসরি
বান্দাকে কিছু দেন না, এর জন্য কোনো মাধ্যম
লাগে, তাই তারা আল্লাহর থেকে কিছু চাওয়ার জন্য লাত,উজ্জা, হুব্বুল ইত্যাদি মূর্তির প্রতি বেশি ভালোবাসা, শ্রদ্ধা ও ভক্তি দেখাত।

আমাদের সমাজে এরকম ঈমানদার মানুষের অভাব আছে কি?
না, বরং এদের সংখ্যা সবচেয়ে বেশি।

বিশ্বাস করুন এরকম ঈমান নিয়ে কবরে গেলে
আপনার হাসর নাসর ও আবু জেহেল, আবু উৎবা,
সাইবার হাসর নাসর আলাদা হবে না।

10/02/2025

Sunflower 🌻

10/02/2025

Assalamualaikum

08/02/2025

*হে আল্লাহ,*
*সমস্ত প্রশংসা আপনার।*

আমি কত শত গুনাহ করি, গুনাহের মাঝে ডুবে আছি, তবুও আপনি মেহেরবানী করে কত নি'আমত আমাকে দান করেন। আপনি আমাকে দয়া করে আপনার কৃতজ্ঞ বান্দাদের মাঝে শামিল করে নিন।

হে আমার রব,
আমাকে আপনার ফায়সালায়
সন্তুষ্ট থাকার তাওফিক দিন।

আমাকে আপনার পক্ষ হতে রহমত দান করুন।
(সূরা আল-কাহফ:১০)

আমাকে দুনিয়া এবং আখিরাতের
সকল কল্যাণ দান করুন।
(সূরা বাকারাহ:২০১)

আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করুন।
(সূরা নামাল:১৯)

হে আমার প্রতিপালক,
আপনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই।
আপনি পবিত্র মহান। নিশ্চয় আমি সীমালংঘনকারী। (সূরা আল-আম্বিয়া:৮৭)

মুহাম্মাদ ﷺ আপনার প্রেরিত সর্বশেষ রাসূল।

আপনি আমার গুনাহগুলো মাফ করে দিন,
আমার পিতামাতার গুনাহগুলো মাফ করুন,
আমাকে এবং আমার বংশধরদের
সালাত আদায়কারী বানিয়ে দিন।
(সূরা ইবরাহীম:৪০,৪১)

আমাকে হিদায়াত দিন,
আপনার অনুগ্রহ ও নি'আমতপ্রাপ্তদের পথে অটল রাখুন।
(সূরা ফাতিহা:৬,৭)

হে মহান আরশের অধিপতি,
আপনি আমার দুয়া কবুল করুন,
আপনি আমার প্রতি রহম করুন,
আপনি আমাকে ক্ষমা করুন।

ইয়া হাইয়্যু, ইয়া কইয়্যূমু,
ইয়া যুল্ জালা-লি ওয়াল ইকর-ম।

03/02/2025

*রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর কিছু প্রিয় কাজ*

১। বিপদের সময় মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে নিজের কষ্টগুলো আল্লাহকে বলতেন। [মুসলিম- ২৫৩১]

২। খুব খুশি হলে সিজদায় লুটিয়ে পরতেন। [মুখতাসার যাদুল মা'আদ- ১/২৭]

৩। ধোঁয়া ওঠা গরম খাবার, ঠান্ডা না হওয়া পর্যন্ত খেতেন না [বায়হাকি-৪২৮]

৪। সুন্নাত ও নফল সলাতগুলো নিজের ঘরে আদায় করতেন। [বুখারী- ৭৩১]

৫। ঘর থেকে বের হওয়ার সময় এবং ঘরে ফিরে দুই রাকাত সালাত আদায় করতেন। [মুসনাদে বাযযার- ৮৫৬৭]

৬। কখনো দাঁড়িয়ে জুতো পরতেন না। [আবু দাউদ- ৪১৩৫]

৭। যতই ভালো খাবার হোক, কখনো ভরপেট খেতেন না। [তিরমিযী- ২৪৭৮]

৮। ফজরের সলাতের পর সলাতের স্থানে বসে তাসবীহ-তাহলীল করতেন এবং সূর্য উঠার পর দুই রাকাত সলাত আদায় করতেন। [আরশিফু মুলতাকা- ৪৫৬৯]

৯। বাড়িতে অজু করে রুমাল দিয়ে হাত-পা মুছে মসজিদে জামাতে শরিক হতেন। [তাবরানী- ৬১৩৯]

১০। মানুষের মাঝে বিবাদ মিটিয়ে দিতেন। [মুসনাদে আহমাদ- ২৭৫০৮]

১১। রাতে অজু অবস্থায় ঘুমাতেন। [ফাতহুল বারি- ১১/১১০]

১২। মাঝে মাঝে খালি পায়ে হাঁটতেন। [আবু দাউদ- ৪১৬০]

১৩। মাঝে মাঝে বৃষ্টিতে ভিজতেন। [সহীহ মুসলিম- ৮৯৮]

১৪। বৃষ্টি শুরু হলে দু'আ করতেন। [সহীহ বুখারী- ১০৩২]

১৫। রাতে স্ত্রীকে সাথে নিয়ে নির্জনে হাঁটতেন। [বুখারী- ৫২১১]

১৬। স্ত্রীর রান্না করা হালাল খাবারের কখনো দোষ ধরতেন না; কোন কিছু খেতে না চাইলে চুপ থাকতেন। [মুসলিম- ২০৬৪]

১৭। কোনো কিছু জানা না থাকলে স্বীকার করতেন- 'আমি জানি না'। [বায়হাকী- ১৭৫৯৫]

রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর পুরো জীবনই আমাদের জন্য অনুসরণীয়। মা’ শা’ আল্লাহ ... আলহামদুলিল্লাহ ...

ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে আপনার প্রিয় রাসূলের প্রিয় সুন্নাতগুলো আমল করার তাওফিক দান করুন, আমিন

01/02/2025

*মৃত পশুদের মাংস ভক্ষণকারী পাখি শকুনের চরিত্রের মাধ্যমে মহান রব্বুল আলামীন সতর্কতার বাণী দিয়েছেন।*

খেতে খেতে এদের পেট তো ভর্তি হয়ে যায়, কিন্তু ক্ষিদে কমে না। তাই তারা পালাতে শুরু করে। পালাতে পালাতে তারা বমি করে ফেলে। বমি করে আবার খেতে লেগে যায়, কিন্তু সেই আবার একই রকম....তাদের পেট ভরে গেলেও ক্ষিদে কমে না।

তাই তারা বারবার একই প্রথা অবলম্বন করতে থাকে। কিন্তু ক্ষিদে কমে না, কারণ তারা মৃত ও হারাম খাদ্য ভক্ষণ করে।

এটি প্রকৃতির দ্বারা ব্যাখ্যা করা একটি প্রাকৃতিক নীতি বলতে পারেন। যারা হারাম খান তাদের চিন্তা ভাবনা করে দেখা উচিত।

তিনি কিছু লোককে পূর্ণ সুযোগ দিয়েছেন, যতো পারো খাও, কিন্তু আখেরতে সেই মর্যাদা থেকে সর্বদা বঞ্চিত থাকবে। হারাম খাবার তোমার জন্য কষ্ট ছাড়া আর কিছুই নয়।

হারাম খাবার খেয়ে তোমার পেট তো ভরে যাবে, কিন্তু ক্ষিদে মিটবে না।

Address

Dankuni

Telephone

+917811872670

Website

Alerts

Be the first to know and let us send you an email when seikh Ahinoor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to seikh Ahinoor:

Share