02/11/2025
■৩৩টা গুলি ছোঁড়া হয়েছিল ! ২৩টা গুলি শরীর ভেদ করে বেরিয়ে গেছিল , ৭টা গুলি শরীরে আটকে ছিল !
▪︎১৯৮৪ 'র ৩১শে অক্টোবর , সেদিন ছিল বুধবার !
দুপুর ২.২০ নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়েন এশিয়ার মুক্তিসূর্য , শ্রীমতি ইন্দিরা গান্ধী ।
▪︎সেদিন সকাল ৯টা বেজে ১০ মিনিট নাগাদ , দিল্লির সাফদারজং_রোডের বাসভবনে শ্রীমতি গান্ধী বাগানের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলেন । তিনি তখন ব্রিটিশ অভিনেতা পিটার_আস্তিনভ 'কে সাক্ষ্যাৎকার দিতে যাচ্ছিলেন ।
▪︎তখনই বিশ্বস্ত দেহরক্ষী বেয়ান্ত সিং ও সাতওয়ান্ত সিং -এর গুলিতে ঝাঁঝরা হন শ্রীমতি গান্ধী ! দ্রুত তাঁকে দিল্লির এইমস্ -এ নিয়ে যাওয়া হয় !
▪︎দুপুর সাড়ে বারোটা নাগাদ BBC জানায় , শ্রীমতি গান্ধী সংকটজনক !
▪︎পুত্র রাজীব তখন পশ্চিমবঙ্গ সফরে । সফরসঙ্গী প্রণব মুখার্জি এবং ওই দলে তৎকালীন যুব কংগ্রেস নেত্রী Mamata_Banerjee'ও ছিলেন
▪︎সফর বাতিল করে দুপুর তিনটে নাগাদ দিল্লি ফিরলেন রাজীব ।
▪︎সন্ধ্যা ৬.৪৫ -এ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন রাজীব গান্ধী ।
■রাত ৮টা দূরদর্শনের সাংবাদিক সালমা সুলতান খবর সম্প্রচার করে বললেন ,
▪︎শ্রীমতি গান্ধী শহিদ হয়েছেন !
■" I am alive today, I may not be there tomorrow . . . I do not care whether I live or die . . . I have lived a long life and I am proud that I spent the whole of my life in the service of my people . . . I shall continue to serve till my last breath and when I die, every drop of my blood will strengthen India and keep a united India alive...”
(গুলিবিদ্ধ হওয়ার কিছুদিন আগে এক জনসভায় বলেছিলেন শ্রীমতি ইন্দিরা গান্ধী !)