
19/01/2025
প্রয়াগরাজের কুম্ভ মেলায় আগুন : পুরো কুম্ভ মেলা চত্বরে বাশ এবং কাপড়ের পরিকাঠামো রয়েছে। তাই আগুন ছড়িয়ে গেলে ভয়াবহ বিপত্তি হবে। সেই জন্য দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে দমকলবাহিনী, র্যাপিড অ্যাকশন ফোর্স এবং এনডিআরএফের টিম। আগুন নিয়ন্ত্রণে এসেছে। যেসব অংশে অল্প আগুনের আঁচ আছে সেটাও নেভানোর চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। ঘটনাস্থলে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য পৌঁছে গিয়েছে মেডিক্যাল টিমও। কোনওভাবেই আগুন যাতে আর বাড়তে না পারে এবং ছড়িয়ে না পড়ে, সেই দিকেই নজর দিয়েছেন উদ্ধারকারী সমস্ত দল। আপাতত প্রয়াগরাজে মহাকুম্ভ মেলার যে মেলা চত্বরে আগুন লেগেছে সেখান থেকে সাধারণ মানুষকে নিরাপত্তার কারণে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কেউ আহত হয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে আগুন লাগল, তাও খতিয়ে দেখা হচ্ছে।