
17/09/2025
শিল্প, বাস্তুকলা ও সৃজনশীলতার দেবতা, সৃষ্টির বাস্তুকার ও রূপকার শ্রী শ্রী বিশ্বকর্মা পুজোর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
বিশ্বকর্মা পূজা মানে #ভারতীয়_শ্রমিক_দিবস।
পাশ্চাত্যের নৈরাশ্যবাদ ও নৈরাজ্যবাদে সম্পৃক্ত শ্রমিক দিবসের পরিবর্তে সর্বসমাজে উৎসাহ ও উদ্দীপনা সৃজনকারী, বিশ্বকর্মা পূজা হোক আমাদের শ্রমিক দিবস : শ্রম ও শ্রমিক, শিল্প ও শিল্পী, বাস্তুকলা ও বাস্তুকার হোক আমাদের আরাধ্য।