T24 Gaming

T24 Gaming Hi , I'm owner of T24 Gaming. this Update Page

আমারও একজন ভালোবাসার পাত্র হচ্ছেন তাহেরী 🥰🥰🥰🥰 যাই হোক কিছু যুবক তাদেরকে ইসলামিক ভাবে নিজেরা মডেল হিসাবে মানে,,, এটা আমি ...
25/04/2023

আমারও একজন ভালোবাসার পাত্র হচ্ছেন তাহেরী 🥰🥰🥰🥰 যাই হোক কিছু যুবক তাদেরকে ইসলামিক ভাবে নিজেরা মডেল হিসাবে মানে,,, এটা আমি সাপোর্ট করি,,,।
ইন্টারনেটের খারাপ সাইটগুলো থেকে কিছু যুবক তাহেরি দের কে নিয়ে ব্যস্ত থাকে এটাই আল্লাহর দরবারে শুকরিয়া,,, , ।

তবে
ইসলামের যারা বড় ধরনের ক্ষতি করেছেন তন্মধ্যে অন্যতম হচ্ছেন এই তাহেরি। ইসলাম কে হাসির পাত্র বানানো, গোমরাহির পায়তারা হিসেবে নৃত্য যিকির,মানুষকে শিরক শিখানো, বিনোদনের জন্য যাবতীয় মিথ্যা ডায়লগ ইত্যাদি। যেমনঃওতহু,,,ওতহু,,,,ওতহু,ঢেলে দিয়,(নাউযুবিল্লাহ)

আল্লাহর ধন রাসুলরে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া,রাসুলের ধন খাজা পাইয়া খেলছে খেলা আজমিরে এইসব কথা শয়তান ও বলতে পারেন না যা মানুষকে শিরকের দিকে আহবান করে।যারা এইসব ফেতনা বাজদের সমর্থন করেন তারা একটু ভাবেন।

এইসব ফাসেকী সমর্থনের জন্য মহান রব এর কাঠ গড়ায় দাড়াতে হবে।যারা তাহেরির ভণ্ডামি সমর্থন করেন না তারাও কিন্তু আগামীকাল মৌলভী বাজারের মাহফিল এ ভীড় করবেন।এতে তাহেরিরা মনে করতে পারেন হাজারো মানুষের পূর্ণ সমর্থন রয়েছেন।যা বড় ধরনের ক্ষতি হতে পারে।

সত্য মিত্যার পার্থক্য কারী হিসেবে নাযিল কৃত মহান আল কোরান অধ্যয়ন করেন বুঝতে পারবেন তাহেরিদের এই সব সমর্থন যোগ্য কিনা।
আসুন ঈমানী দায়িত্ব হিসেবে তাহেরিদের বয়কট করি।

আল আকসা আমাদের ক্ষমা করে দিও😭😭😭😭আমাদের আর ঈমানের অনুভূতি নেই। আমরা এখনো ইফতারে খেজুর খাওয়ার সুন্নাত পালনেই সন্তুষ্ট হয়ে ...
09/04/2023

আল আকসা আমাদের ক্ষমা করে দিও😭😭😭😭
আমাদের আর ঈমানের অনুভূতি নেই।
আমরা এখনো ইফতারে খেজুর খাওয়ার সুন্নাত পালনেই সন্তুষ্ট হয়ে আরামে ইবাদত করে রমজান মাস পার করে দিচ্ছি।
অথচ তুমি রক্তা-ক্ত!
আমাদের ঈমান সালাউদ্দিন আইয়ুবির ঘোড়ার পায়ের ধুলোর চেয়েও নগন্য!
আমরা সংখ্যায় অধিক কিন্তু আমরা পানিতে ভাসমান খড়কুটোর মতো।
আমরা কিয়ামতের নানান আলামত খুঁজে বেড়াই অথচ আমরা নিজেরাই কিয়ামতের আলামত হয়ে আছি!
হে আকসা
হে আমাদের প্রথম কাবা
আমরা পঁচে গেছি পথভ্রষ্ট হয়ে গেছি!
আমাদের চোখে পানি নেই কলবে ঈমান নেই।
তোমায় নিয়ে অন্তরে কোনো পেরেশানি নেই 😢
আমরা ভোগ বিলাসে ব্যস্ত ঈদ শপিংয়ে ব্যস্ত!
আমরা কতই না হতভাগা।😥😥হে আল্লাহ গত সতেরো রমজান বদর দিবস মুসলমানদের বিজয়ের দিন। আপনি মেহেরবানী করে আল আকসায় বিজয় দান করুন আমিন 🤲🤲🤲 😭😭😭😭

এই কথাগুলো হয়তো আপনার কাজে আসতে পারে 👉👉👉👉👉👉👉👉👉👉🙏✨  গাধাকে সৃষ্টি করার পরে সৃষ্টিকর্তা বললেন : "তুই আজীবন কঠোর পরিশ্রম ক...
08/04/2023

এই কথাগুলো হয়তো আপনার কাজে আসতে পারে 👉👉👉👉👉👉👉👉👉👉🙏

✨ গাধাকে সৃষ্টি করার পরে সৃষ্টিকর্তা বললেন :
"তুই আজীবন কঠোর পরিশ্রম করবি, অন্যের বোঝা বয়ে বেড়াবি। তোর মাথায় কোনো বুদ্ধিও থাকবেনা। তোকে আয়ু দিলাম ৫০ বছর।

👉 গাধা : সে কি !! এত কষ্ট করে আমি এত দীর্ঘদিন বাঁচতে চাইনা। প্লিজ, আমার আয়ু কমিয়ে ২০ বছর করে দিন।

👉 সৃষ্টিকর্তা : যাহ, তাই দিলাম।

👉 কুকুরকে বললেন : "তুই হবি মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, কিন্তু মানুষের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকবি। তোর আয়ু হবে ৩০ বছর।" শুনে, কুকুর বলল : দয়া করে একটু শর্ট করে ঐটা ১৫ করান। এতদিন বাঁচতে চাইনা। এইবারও রাজি হয়ে গেলেন।

👉 এরপর উনি বানরকে বললেন : "হে বানর, তোর একমাত্র কাজ হবে লাফিয়ে লাফিয়ে এক গাছ থেকে আরেক গাছে যাওয়া, আর তামশা দেখিয়ে মানুষকে বিনোদন দেওয়া। তোর আয়ু দিলাম ২০ বছর।

👉 সে আবেগে কেঁদে বলল : দিবেনই যখন ১০ বছর দেন, আমি এত বড় জীবন দিয়ে কি করব??

👉 এইবার মানুষকে বলল : "তুমি হবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। সবচেয়ে জ্ঞানী এবং বিচক্ষণ। তোমার আয়ুও হবে ২০ বছর।" সে তো খুশিতে পাগল হয়ে গেল,কিন্তু এত মহত জীবন নিয়ে মাত্র ২০বছর??

👉 সে করজোরে প্রভুকে বলল : একটা কাজ করা যায়না?আপনি আমাকে গাধার ফেরত দেওয়া ৩০ বছর,
কুকুরের ১৫ বছর,
বানরের ১০ বছর দিয়ে দেন।

👉 সৃষ্টিকর্তা বললেন : নিজের ভালো পাগলেও বোঝে, তুই বুঝলি না। যাহ, দিলাম।

সেই থেকে মানুষ সুন্দর ভাবে বাঁচে ২০ বছর,
পরের ৩০ বছর গাধার মত সংসারের বোঝা টানে,
তার পরের ১৫ বছর ছেলে মেয়ে যা দেয় তাই খেয়ে পরে বেঁচে থাকে কুকুরের মতো, আর তার পরের দশ বছর বানরের মত, কখনো এক সন্তানের বাসা তো কখনো আরেক সন্তানের বাসায় ঘোরে আর নাতি নাতনিদের বিনোদন দেওয়াই হয় তাদের প্রধান দায়িত্ব।

এখানেই রাখলাম ভালো থাকবেন। 🥰🥰🥰🥰🌹👉🙋‍♂️

>>>>>রোজা নিয়ে কিছু কথা
07/04/2023

>>>>>রোজা নিয়ে কিছু কথা

লম্বা করে লিখলে অনেকের পড়তে অসুবিধা হয় তাই ছোট করে লিখে ফেললাম 📢📢📢📢📢📢📢বড়শিতে আটকানোর আগে যদি মাছকে বোঝানো হতো উপরে মা...
04/04/2023

লম্বা করে লিখলে অনেকের পড়তে অসুবিধা হয় তাই ছোট করে লিখে ফেললাম 📢📢📢📢📢📢📢

বড়শিতে আটকানোর আগে যদি মাছকে বোঝানো হতো উপরে মানুষ আছে" মানুষের কাছে দা, বটি, ছাই, হলুদ মরিচ লবন
কড়াই গরম তেল" আগুন আছে। যাতে করে তাকে ফ্রাই করা হবে"
তখন মাছ কখনো বিশ্বাস করতো না" করলে এই বড়শির ধারের কাছেও আসতো না"
তেমনি আমাদেরকেও বার বার সতর্ক করা হচ্ছে, মৃত্যুর পর কবরের আজাব, হাশরের মাঠ, পুলসিরাত, জান্নাত-জাহান্নাম আছে"
আমরা বিশ্বাস করি না, যদি করতাম তাহলে আমাদের চরিত্র কখনো এতটা কুৎসিত হতো না" আমরা হতাম পবিত্র মানুষ"
আমরা ঘুষ, সুদ, হারাম আয় থেকে দূরে থাকতাম" অবৈধ প্রেম ভালোবাসা, পরকীয়া, শিরক ও বিদআত থেকে দূরে থাকতাম"
এই মাছটির মতো আমাদেরও একদিন সত্যের মুখোমুখি হতে হবে নিশ্চিত জেনে রাখুন"
আল্লাহ আপনি আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন"

👉কুয়েত এর সবচেয়ে ধনী ব্যাক্তি নাসসি আল-খিরকি মারা গিয়েছেন।😔😔😔😔😔😔😐📢📢📢📢ইন্না-লিল্লাহী ও ইন্না ইলাইহী রাজিউন!!! ধন সম্পদ দ...
02/04/2023

👉কুয়েত এর সবচেয়ে ধনী ব্যাক্তি নাসসি আল-খিরকি মারা গিয়েছেন।😔😔😔😔😔😔😐📢📢📢📢

ইন্না-লিল্লাহী ও ইন্না ইলাইহী রাজিউন!!!
ধন সম্পদ দুনিয়া সুখ শান্তি। যারা মৃত্যুর কথা মনে না করে শুধু ধন সম্পদ এর জন্য ব্যস্ত থাকেন!

তাদের কে মৃত্যুর কথা স্মরণ করিয়ে কুয়েত এর সব চেয়ে ধনী ব্যক্তি নাসসি আল খিরকি মারা গিয়েছেন। স্বর্নের বাড়ি, স্বর্নের গাড়ি, স্বর্নের বিমান,, সহ তিনি

ধন সম্পদের পাহাড় রেখে গেছেন।
সাথে কিছু নিয়ে যেতে পারেন নাই ?এই পৃথিবী কারো জন্য স্থায়ী ঠিকানা নয়!!!

কিন্তু তাঁর অর্জিত পুন্য ছাড়া কিছুই নিতে পারেন না।
তাই শুধু টাকা বা ধন সম্পদের পেছনে না দৌড়ে
যদি আল্লাহ এবং তাঁর রাসুলের নির্দেশনুযায়ী

জীবন পরিচালনা করি এবং সৎপথে নিজেকে নিয়োজিত করি, তবে সেটাই হবে নিঃসন্দেহে বুদ্ধিমানের কাজ।
আল্লাহ তায়ালা আমাদেরকে বুঝার তৌফিক দিন।

আমীন 🤲🤲🤲

পোস্ট টা লিখতে লিখতে কখন যে চোখের কোনে পানি জমে গেলো বুজতেই পারিনি..  🙂**কিয়ামতের দিন**রাসূল (স:) থাকবেন সবচেয়ে ব্যস্ত ।...
02/04/2023

পোস্ট টা লিখতে লিখতে কখন যে চোখের কোনে

পানি জমে গেলো বুজতেই পারিনি.. 🙂

**কিয়ামতের দিন**

রাসূল (স:) থাকবেন সবচেয়ে ব্যস্ত । পুলসিরাত, মিযানের পাল্লা,হাউসে কাউসার একসাথে ছুটাছুটি করতে থাকবেন 'ইয়া উম্মাতি'! 'ইয়া উম্মাতি'! বলে।

জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম উনাকে তুলবেন কবর থেকে।

রাসূল (স:) জিজ্ঞেস করবেন,'কী ব্যাপার জিব্রাইল! আমার উম্মাত কী উঠেছে?'

ওইদিকে আবার মূসা কালিমুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরশের খুটি ধরে আছেন আর বলছেন 'ইয়া নাফসি! ইয়া নাফসি!'

সেদিন ইমামুল আম্বিয়ার মুখে থাকবে 'উম্মাতি! উম্মাতি!' আর, সেদিন তাঁর পায়ে থাকবে দৌড় আর মুখে থাকবে আওয়াজ!

রাসূল সাল্লাল্লাহু আলাইসি ওয়াসাল্লাম খুব অশান্ত ছোটাছুটি করছেন। হঠাৎ উনার মনে পড়ে, আমার উম্মাত ক্লান্ত, পিপাসার্ত নয়তো! ছুটে যান হাউজে কাউসারে। হ্যাঁ, এইতো পিপাসার্ত উম্মাত। নিজের হাতে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন আর বলবেন পান করো। আর কখনো তৃষ্ণার্থ হবে না।

হঠাৎ মনে হবে মিযানের সামনে দাড়ানো উম্মাতের কথা। ছুটে যাবেন সেখানে। দেখবেন উম্মাতের বাম পাল্লা ভারি হয়ে যাচ্ছে।

পেরেশান, তিনি হয়রান!!!

অতঃপর দৌড়ে যাবেন দুরূদের পিটারার সামনে। যেখানে তাঁর জন্য পড়া দুরূদ উম্মাতের নামসহ একটা বক্সের মধ্যে জমা আছে। সেখান থেকে দুরূদ নিয়ে ডান পাল্লায় দিতে থাকবেন যতক্ষণ না তা বাম পাল্লা থেকে ভারি হয়ে যায়।

মাক্বামে মাহমুদের পাশে উনার জন্য আসন পাতা থাকবে৷

আল্লাহ বলবেন۔ 'হে নবী বসুন।'

তিনি উত্তরে বলবেন, 'না বসবো না।'

আল্লাহ্ বলবেন - 'জান্নাতে যান!'

নবী (স:) বলবেন- 'না, যাবো না!'

আল্লাহ্ বলবেন- 'জান্নাতের পোশাক পড়ুন!'

নবী (স:) বলবেন- 'না, পড়বো না!'

আল্লাহ্ বলবেন - 'বোরাকে উঠুন!'

নবী (স:) বলবেন- 'না, উঠবো না। আমি চলে গেলে উম্মাতের কী হবে?'

কিয়ামতের দিন মানুষ তার ভাই থেকে, সন্তান থেকে, পিতা-মাতা থেকে পালিয়ে বেড়াবে।

কিয়ামতের দিন এক রাসূল (স:) ছাড়া কেউ কাউকে চিনবেনা।

অতএব রাসূল এর সূন্নাত ও আদর্শ অনুসারে জীবন তৈরি করা। আল্লাহ সবাই কে হেদায়াত দান করুক আমিন 🤲

আমাদের পুরনো দিনের স্মৃতির পাতার এক উজ্জ্বল নক্ষত্র। 🌹🌹🌹🌹🌹🌹২০১৪। subrata shom স্যারের জন্ম না হলে (শিক্ষাগুরুর মর্যাদা )...
26/03/2023

আমাদের পুরনো দিনের স্মৃতির পাতার এক উজ্জ্বল নক্ষত্র। 🌹🌹🌹🌹🌹🌹২০১৪।

subrata shom স্যারের জন্ম না হলে (শিক্ষাগুরুর মর্যাদা ) কথাটার বাস্তব রূপ দেখতে পারতাম না । আমার সৌভাগ্য যে আমি Subrata Shom স্যারের ছাত্র ছিলাম।
বিদ্যালয়ের শতভাগ ছাত্র স্যারের ভক্ত। থাকবেই বা না কেন? স্যারের বেতের চেয়ে কথার জোর বেশি। কি নেই স্যারের মধ্যে? মায়া, শাসন, বুঝানো, সহযোগিতা, ছাত্রদের সাথে মিশে যাওয়া, শ্রেণিকক্ষ উৎফুল্ল রাখার কৌশল, দুর্বল ছাত্রদের প্রতি আলাদা যত্ন নেওয়া এক কথায় অল ইন ওয়ান আমাদের প্রিয় স্যার। স্যারের জন্মদিনে অনেক অনেক শুভ কামনা। আব্বার পরেই স্যারকে বেশি আপন মনে হয়।

26/03/2023

🥰🥰🥰🥰🥰 হে আল্লাহ আমি চাইলেও পারতাম,,,,, স্ট্যাটাস দিয়ে মনের ভাব প্রকাশ করতে,,,,স্ট্যাটাস দিয়ে মনের ভাব প্রকাশ করতে পারবো না ,,,, তোমাকে পাওয়ার জন্য কত কিছু ত্যাগ করতে হয়েছে আমার,,,, তোমাকে পাওয়ার জন্য প্রয়োজন হলে নিজের জানটাও কুরবান করে দেব,,,,, তুমি ছাড়া আর কেউই ১০০ভাগ জানেনা আমাকে,,,,, আমি শুধু আমিই ,,,,অনেক কিছু লেখার ছিল,,,,, কিন্তু তুমি তো সবকিছু জানো,,,,, আচ্ছা তাহলে রাখছি । 🥰🥰🥰🥰🥰

একবার পড়ুন আপনার উপকারে আসতে পারে 🥰🥰🥰🌹🥰🥰🥰🥰🌹১.  মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা প...
23/03/2023

একবার পড়ুন আপনার উপকারে আসতে পারে 🥰🥰🥰🌹🥰🥰🥰🥰🌹

১. মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।

২. মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন, উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।

৩. মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তা কিনে দেন, তাদের উভয়ের ভালবাসা সমান, তবে মায়ের ভালবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে। জানিনা কেন বাবা পিছিয়ে।

৪. ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে ‘মা’ বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনও খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলেমেয়েদের কাছ থেকে ভালবাসা পাওয়ার ক্ষেত্রে, প্রজন্মের জন্য, বাবা কেন পিছিয়ে আছে জানি না।

৫. আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা-কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম, নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন।

৬. মায়ের অনেক সোনার অলঙ্কার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে।

৭. বাবা সারাজীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে, কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন।

৮. মা বলে, আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামাকাপড়ের কথাও ভাবেননি। দুজনেরই ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না।

৯. বাবা-মা যখন বুড়ো হয়ে যায়, তখন বাচ্চারা বলে, মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে, বাবা অকেজো।

১০. বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড। আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে। অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত, এই কারণেই তিনি পিছিয়ে আছেন...!!!!

সালাম জানাই সকল প্রবাদের প্রতি 📸🥰🥰🥰🥰🌹🌹। %%%%%%😎😎😎😎😎🥰🥰🥰🌹🌹🌹

🙏🙏😍🥰🙏😍🥰😭😭😭😭😭😭মিনা কার্টুনের মিনারও আজ বিয়ে হয়ে গেছে সেও আজ ঘর-সংসার সামলাতে ব্যস্ত। • টম আর জেরিতো এখন বার্ধক্যজনিত রো...
18/03/2023

🙏🙏😍🥰🙏😍🥰😭😭😭😭😭😭

মিনা কার্টুনের মিনারও আজ বিয়ে হয়ে গেছে সেও আজ ঘর-সংসার সামলাতে ব্যস্ত।
• টম আর জেরিতো এখন বার্ধক্যজনিত রোগে ভুগছে।
• মিস্টার বিন এখন ব্যস্ত হলিউড নিয়ে। •সিসিমপুরের ইকরি, সিকু, হালুম, টুকটুকিও আজ ভার্সিটিতে পড়ে।
• "ইত্যাদি" তেও আজ রসকস নেই।
• "Boost" কিনলে আজ ব্যাট ফ্রি দেয়না।
• চিপসের প্যাকেটের সাথেও আজ স্টিকার, খেলনা, সৈন্য ফ্রি দেয় না।
• নোকিয়া ফোনের সাপটাও আজ বুড়ো হতে হতে মৃত প্রায়। বাকি রইল কেবল ঈদ --• ঈদেও আজকাল তেমন আর আনন্দ নেই।
• স্মৃতির পাতায় আজ ধূসর শৈশব
ছোটবেলায় ভাবতাম কবে বড় হবো। আজ বড়ো হয়ে ভাবছি,সেই ছোটবেলা টা যদি আরেকটি বার ফিরে পেতাম।😥

16/03/2023
হে আল্লাহ আমরা যারা এখনো মা-বাবা হই নাই,,,, আমাদেরকে বাস্তব জ্ঞান দান করুন,,,, আমাদের থেকে কুসংস্কার দূর করুন,,, আমাদেরক...
06/03/2023

হে আল্লাহ আমরা যারা এখনো মা-বাবা হই নাই,,,, আমাদেরকে বাস্তব জ্ঞান দান করুন,,,, আমাদের থেকে কুসংস্কার দূর করুন,,, আমাদেরকে পরিবারের ন্যায় বিচার প্রতিষ্ঠা করার সুযোগ দান করুন,,,, আমাদেরকে এমন মা বাবা হওয়ার যোগ্যতা দান করুন,,,,,

বৃদ্ধ বয়সে যেন আমাদের ঠিকানা বৃদ্ধাশ্রম না হয়। 🥰🥰🥰🥰🥰 কোথায় আছে আজ মা বাবার ক্ষমতা,,,, কাল সন্তানদের ক্ষমতা,,,,,।

তাই আসুন আমরা যারা এখনো মা বাবা হই নাই,,,,, তারা শিশু পরিচালনার সর্বোচ্চ জ্ঞানের অধিকারী হই। আমিন🥰

আল্লাহ আমাদের বোনদের ঈমানের হেফাজত করুক,, এবং পর্দায় চলার তৌফিক দান করুক  আমিন। , আমি হলাম ১৪ ফেব্রুয়ারির পর তোমার গর্...
04/03/2023

আল্লাহ আমাদের বোনদের ঈমানের হেফাজত করুক,, এবং পর্দায় চলার তৌফিক দান করুক আমিন। ,

আমি হলাম ১৪ ফেব্রুয়ারির পর তোমার গর্ভে রাতের.. আধাঁরে লুকিয়ে জন্ম নেয়া সেই হতভাগা সন্তান।

বল তো মা আমি কে ... 😭

জানো মা? তুমি চলে আসার পর আমার সাথে কি হয়েছিলো? তুমি যখন কাপর দিয়ে ঢেকে আমায় ফেলে আসলে, আমি চোখ খুলে দেখি তুমি নেই। এদিক ওদিক সব দিক তোমায় খুজলাম, চারিদিক অন্ধকার, বুঝে নিলাম তুমি নেই। 😢

আমি তো তোমায় 'মা' ডাকতে শিখিনি তখনো,
কিন্তু আমি জানতাম আমার চিৎকার শুনে তুমি দৌড়ে ছুটে আসবে। তাই চিৎকার করে কাঁদতে লাগলাম।😭😭

জানো 'মা' আমার চিৎকারে তুমি এলেনা ঠিকই,
কিন্তু রাস্তার কুকুরগুলো আমার কান্না শুনে ঠিকই আমায় খুজে নিলো। আমি ভাবলাম কুকুর গুলো বুঝি আমায় তোমার কাছে নিয়ে যাবে।😇😇

কিন্তু না মা! তোমার কাছে নেওয়ার জন্য না। ওরা এসেছে আমায় খাওয়ার জন্য। একটা দুইটা কুকুর না ''মা" অনেক কুকুর! কি ধাঁরালো দাঁত ওদের?😭😭

আমায় দেখেই ওদের মুখ দিয়ে লালা পড়ছিলো। প্রথমে একটা কুকুর এসে নখ দিয়ে আমার নরম পাজঁর গুলো ছিড়লো।
তারপর আরো দুইটা কুকুর মাথাটা নিয়ে কি টানাটানিই না করছিল, তখন কি যন্ত্রনাই না মা হচ্ছিলো, তুমি বুঝবেনা মা!
বুঝলে কি আর আমায় ফেলে যেতে?😪😪

জানো 'মা'! ওরা যখন আমায় টানাটানি করছিলো, একটা সময় আমার যন্ত্রনাটাও কমে গেল। কমবে না কেন বল?
আমার তুলতুলে নরম খাঁচাটি ভেঙে প্রান পাখিটা তো ততক্ষণে উড়ে গেছে।😥😢😭

জানিনা কে তোমায় ভালবাসি বলে কাছে টেনে নিয়ে আমায় জন্ম দিয়ে গেল। ও না হয় অমানুষ ছিল, কিন্তু তুমি তো মা! তবে তুমি কেমনে পারলে আমায় আবর্জনার স্তূপে ফেলে দিতে?😓😒😒

যদি নিজের মান সম্মানের কথা এতই ভাবতে, তবে মানুষরূপী ঐ পশুটির কাছে গিয়ে আমাকে জন্ম দিলেই বা কেন.? কেনই বা এমন মানুষের কাছে নিজের সব কিছুই উজাড় করে দিলে.? 😒

ভালবাসার অর্থ কি মা বিবাহের পূর্বে এক বিছানায় রাত্রি যাপন করা? ভালবাসার অর্থ কি মা আমার মত নিষ্পাপ সন্তানকে লোকের অগোচরে জন্ম দিয়ে কুকুর দিয়ে খাওয়ানো.?, 😭😭

তবে শোন মা! এমন ভালবাসা পাওয়ার আগেই ভারাক্রান্ত হৃদয়ে আমি দুনিয়া থেকে বিদায় নিলাম! আমি হাশরের দিন তোমার জন্য সুপারিশ করবো মা। আল্লাহ তায়ালা তোমায় যাতে ক্ষমা করে দেয়। 😊😊

কি করবো বলো? তুমি আমার কথা না ভাবলেও আমি তোমার কথা ঠিকই ভেবে রেখেছি।
মা! তোমার কাছে শুধু একটা অনুরোধ, যদি সন্তানকে লোকের সামনে আনতে এতই লজ্জা করে তোমার, তবে আর কখনো আমার মত অবৈধ সন্তানেরর জন্ম দিওনা!

Address

Delhi

Website

Alerts

Be the first to know and let us send you an email when T24 Gaming posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share