
25/04/2023
আমারও একজন ভালোবাসার পাত্র হচ্ছেন তাহেরী 🥰🥰🥰🥰 যাই হোক কিছু যুবক তাদেরকে ইসলামিক ভাবে নিজেরা মডেল হিসাবে মানে,,, এটা আমি সাপোর্ট করি,,,।
ইন্টারনেটের খারাপ সাইটগুলো থেকে কিছু যুবক তাহেরি দের কে নিয়ে ব্যস্ত থাকে এটাই আল্লাহর দরবারে শুকরিয়া,,, , ।
তবে
ইসলামের যারা বড় ধরনের ক্ষতি করেছেন তন্মধ্যে অন্যতম হচ্ছেন এই তাহেরি। ইসলাম কে হাসির পাত্র বানানো, গোমরাহির পায়তারা হিসেবে নৃত্য যিকির,মানুষকে শিরক শিখানো, বিনোদনের জন্য যাবতীয় মিথ্যা ডায়লগ ইত্যাদি। যেমনঃওতহু,,,ওতহু,,,,ওতহু,ঢেলে দিয়,(নাউযুবিল্লাহ)
আল্লাহর ধন রাসুলরে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া,রাসুলের ধন খাজা পাইয়া খেলছে খেলা আজমিরে এইসব কথা শয়তান ও বলতে পারেন না যা মানুষকে শিরকের দিকে আহবান করে।যারা এইসব ফেতনা বাজদের সমর্থন করেন তারা একটু ভাবেন।
এইসব ফাসেকী সমর্থনের জন্য মহান রব এর কাঠ গড়ায় দাড়াতে হবে।যারা তাহেরির ভণ্ডামি সমর্থন করেন না তারাও কিন্তু আগামীকাল মৌলভী বাজারের মাহফিল এ ভীড় করবেন।এতে তাহেরিরা মনে করতে পারেন হাজারো মানুষের পূর্ণ সমর্থন রয়েছেন।যা বড় ধরনের ক্ষতি হতে পারে।
সত্য মিত্যার পার্থক্য কারী হিসেবে নাযিল কৃত মহান আল কোরান অধ্যয়ন করেন বুঝতে পারবেন তাহেরিদের এই সব সমর্থন যোগ্য কিনা।
আসুন ঈমানী দায়িত্ব হিসেবে তাহেরিদের বয়কট করি।