13/07/2022
একজন নক্ষত্রের বিদায়😢
إنا لله وإنا إليه راجعون. موت العالم موت العالم
موتُ العالِمِ ثُلمَةٌ في الإسلامِ لا يَسُدُّهُ شيءٌ ما اختَلَفَ اللَّيلُ والنَّهارُعن أبي الدَّرداءِ رَضِيَ اللهُ عنهُ قال: قال صَلَّى اللهُ عَلَيْهِ وَعلى آلِهِ وَصَحْبِهِ وَسَلَّمَ: «وَمَوْتُ الْعَالِمِ مُصِيبَةٌ لَا تُجْبَرُ، وَثُلْمَةٌ لَا تُسَدُّ، وَهُوَ نَجْمٌ طُمِسَ، مَوْتُ قَبِيلَةٍ أَيْسَرُ مِنْ مَوْتِ عَالِ
একজন হক্কানী আলেমের মৃত্যু যেনো জগতের মৃত্যু।
♦️বিষাদ সংবাদঃ খবরটা শুনে স্তব্ধ হয়ে গেলাম। নফসকে সান্ত্বনা দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছি।
তিনি হাজার বছরে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দেছে দেহলভী রহ. এর পরে এমন এক ব্যক্তি যিনি কিনা একসাথে মুহাদ্দীস,মুফাসসীর, মুফতী,নাহুবীদ,বালাগাত,মানতীকসহ ইসলামের সকল শাখার উপরে একই সাথে তালিম দিতেন তিতি ইশারায় নাহু,সরফ পড়াতেন। তার কাছ থেকে পড়েই একই সাথে মুহাদ্দীস,মুফাসসীর, মুফতী,নাহুবীদসহ সব কিছু হওয়া যেত। যার নজিরবিহীন বললেই চলে। একমাত্র শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দেছে দেহলভী রহ. ছাড়া।
অত্যন্তঃ দুঃখ ভারাক্রান্ত হৃদয়ের সাথে জানাতে হচ্ছে যে, আজ ২৫ জিলকদ ১৪৪৩ হিজরী, বৃহস্পতিবার বিশ্বের সর্বজন শ্রদ্ধেয় রূহানি ব্যক্তিত্ব,
তিনি বদিউজ্জামান সাঈদ নূরসী (রহ.) রুহানী ছাত্র ছিলেন। তুরস্কের ইলমি জগতের উজ্জ্বল নক্ষত্র, এই শতাব্দীর শ্রেষ্ঠ আলিম, মুজাদ্দিদে মিল্লাত, মুজাহিদুল ইসলাম,সূফী, দরবেশ, নকশাবন্দীয়া তরিকার পীরে কামেল, শাঈখ আল্লামা হযরত মাহমূদ উস্তাদ ওসমানোলু এফেন্দী নকশবন্দী ক্বদ্দাসাল্লাহু রূহাহু,ইস্তাম্বুলে মুসলিম উম্মাহকে একা করে দিয়ে ৬০ লক্ষ ছাত্র রেখে এই ফানী ধরণী ত্যাগ করে হক বারী তায়ালার ডাকে সাড়া দিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিঊন। ইলমের প্রদীপের এই নির্বাপনে উম্মতে মুসলিমা আবার আঁধারে নিমজ্জিত হল। আল্লাহ তায়ালা এই বিচ্ছেদলগ্নে শোকবিহ্বল মুসলিম উম্মাহকে বিশেষতঃ শাইখ রাহিমাহুল্লাহ এঁর পরিজন ও মুরীদানবর্গের ধৈর্য্য ধারণের তৌফিক দান করুন, আমীন।
ق. س
#تركيا
QS
🔰 🔰
★Turkish Scholar and Preacher:
Sheikh Mahmud Ustaosmanoglu, also known as Sheikh Mahmud Effendi, is one of the most popular Islamic teachers in Turkey today. He emphasises the Sunnah an