29/11/2025
বারাসাত সাংগঠনিক জেলায় এসসি-ওবিসি সেলের নতুন সভাপতি অসিত হালদার, ২০২৬ নির্বাচনের প্রস্তুতি জোরদার
নিজস্ব সংবাদদাতা বারাসাত : তৃণমূল কংগ্রেসের 'পাখির চোখে' ২০২৬ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যজুড়ে সাংগঠনিক রগবদল ত্বরান্বিত হয়েছে। এরই অংশ হিসেবে বারাসাত সাংগঠনিক জেলার এসসি ও ওবিসি সেলের সভাপতি পদে নতুন মুখ হিসেবে অসিত হালদার নিযুক্ত হয়েছেন। এই জেলায় প্রচুর সংখ্যক এসসি, ওবিসি বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের বাসিন্দা রয়েছে বলে এই নিয়োগের গুরুত্ব বেশি। অসিত হালদার এর আগে দলের নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের সভাপতি হিসেবে সক্রিয় ছিলেন। তার দক্ষতা ও কাজের খতিয়ান দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের তৃণমূল কংগ্রেস তাকে এসসি-ওবিসি সেলের দায়িত্বে নিয়োগ করেছে। বারাসাতে নমঃশূদ্র লোকসংস্কৃতি উৎসবে তার সফল তত্ত্বাবধানও এই নিয়োগের পটভূমি তৈরি করেছে।
তৃণমূল ভবনে এসসি-ওবিসি সেলের রাজ্য সভাপতি ডক্টর তাপস মণ্ডলের সঙ্গে অসিত হালদারের সাংগঠনিক বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ভোলানাথ বিশ্বাস, সমীর দাস সহ অন্যান্য নেতৃত্ব । দলীয় সূত্র জানায়, ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে শক্তিশালী করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া এসআইআর-এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল আয়োজনের নির্দেশও রাজ্য সভাপতি দিয়েছেন। বৈঠকের পর অসিত হালদার বলেন, “মমতাদিদির নির্দেশ মেনে বারাসাতের এসসি-ওবিসি ভাই-বোনেদের সক্রিয় করে সংগঠনকে আরো শক্তিশালী করব।
মতুয়া সম্প্রদায়ের সমর্থন দিয়ে ২০২৬-এ তৃণমূলের জয় নিশ্চিত করব। এসআইআর-এর বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ জোরদার করব।” ডক্টর তাপস মণ্ডলও সংগঠনের প্রস্তুতি ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন।এই উদ্যোগ তৃণমূলের এসসি-ওবিসি ভোটব্যাঙ্ক মজবুত করার কৌশল হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে বারাসাতের মতো সংবেদনশীল এলাকায়।
All India Trinamool Congress Abhishek Banerjee Kolkata Police Kolkata Municipal Corporation