Rastriya Samachar TV

Rastriya Samachar TV SAB KA SATH SAB KA BAAT

10/08/2025

**পূর্ব ভারতের হাজার হাজার কর্মসংস্থান বৃদ্ধির উদ্দেশ্যে প্রতিষ্ঠা দিবস উদযাপন**


নিজস্ব সংবাদদাতা কলকাতা:-- ভারতের অন্যতম বিশ্বস্থ প্রতিষ্ঠান HNS GOLD গত ৯ বছর ধরে সুনামে কারবার করে চলেছে। তাদের ৯ম মার্সিকী প্রতিষ্টা বার্ষিকীতে কম্পানির সিইও সুনীল কুমার একে, পরিচলক সাজিশ সাথ্যনন্দন ও কম্পানির প্রধান উপদেষ্ঠা অভিজিৎ মজুমদার সহ সকলেই কম্পানির কর্মসূচি তুলে ধরেন। গত ৯ বছরে, HNS Gold সারা ভারতে ৭ লক্ষেরও বেশি গ্রাহককে সেবা দিয়েছে, যা আস্থা, স্বচ্ছতা এবং আর্থিক ক্ষমতায়নের প্রতীক হয়ে উঠেছে। পুরনো, অব্যবহৃত বা বন্ধক রাখা সোনা ও রূপা কেনার জন্য সর্বোচ্চ বাজারমূল্যে তাৎক্ষণিক পেমেন্ট এবং বিনামূল্যে খাঁটি পরীক্ষার জন্য আধুনিক জার্মান তৈরি ক্যারেট রিডিং প্রযুক্তি ব্যবহারের জন্য সুপরিচিত।

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে, সিইও ও প্রতিষ্ঠাতা সুনীল কুমার একে বলেন:"আমাদের যাত্রা শুরু হয়েছিল একটি সহজ লক্ষ্য নিয়ে – মানুষের সোনার প্রকৃত মূল্য পাওয়ার অধিকার নিশ্চিত করা, যাতে প্রয়োজনে তারা প্রতারণা বা লুকানো খরচের শিকার না হয়। ভারতে আমরা বহু গ্রাহককে তাদের সোনার অর্ধেক মূল্যে বিক্রি করতে বাধ্য হতে দেখেছি। HNS Gold-এ আমরা ১০০% মূল্য, শূন্য গলন এবং মাত্র ৫ মিনিটে তাৎক্ষণিক পেমেন্ট নিশ্চিত করি – যাতে আর্থিক জরুরী পরিস্থিতিতে গ্রাহকরা ক্ষমতায়িত হতে পারেন।”

তথাকথিত ভারতবর্ষে প্রচুর এই ধরনের কোম্পানি সাধারণ মানুষকে পরিষেবা দেবার নাম করে প্রতারণা করছে সেই কারণে HNS Gold সঠিক পরিষেবার দেবার বদ্ধপরিকর। এই বছর পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামে ৫০টি নতুন শাখা চালু হবে। যার ফলে পূর্ব ভারতের হাজার হাজার যুবক-যুবতী সরাসরি কর্মসংস্থানের সুযোগ হবে।

সাংবাদিক সম্মেলনে প্রতিষ্ঠাতা ও সিইও সুনীল কুমার একে বলেন HNS Gold সম্পূর্ণভাবে সরকারি নিয়ম মেনে চলে, স্বচ্ছ ব্যবসায়িক প্রক্রিয়ায় কাজ করে এবং গত ৯ বছরে লক্ষ লক্ষ ভারতীয়ের আর্থিক সংকট সমাধানে ভূমিকা রেখেছে। Gold Private Limited পুরনো ও নতুন সোনা এবং রূপার গয়না ও কয়েন কেনা, গ্রাহকের গোল্ড লোন পরিশোধে সহায়তা করা, এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিনামূল্যে খাঁটি পরীক্ষার মতো সেবা প্রদান করে থাকে। কোম্পানি তাৎক্ষণিক ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে অর্থ প্রদান করে, গলন বা লুকানো কাটছাঁট ছাড়াই এবং সর্বদা গ্রাহককে অগ্রাধিকার দেয়।

22/04/2025

পহলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃতদের তালিকায় রয়েছে বেহালার বিতান অধিকারীর নাম

10/03/2025

উড়ান আয়োজিত কৃষ্ণনগর বসন্ত উৎসব। ব্যান্ড ফসিলস - রূপম ইসলাম। মিডিয়া পার্টনার রাষ্ট্রীয় সমাচার টেলিভিশন নেটওয়ার্ক।

**Please Like, Share & Subscribe Our Channel**

#বন্ধু All India Radio News Kolkata Municipal Corporation All India Trinamool Congress Abhishek Banerjee Kolkata Police Narender Modi - Unofficial Mamata Banerjee Narendra Modi

07/02/2025

রামকৃষ্ণ মিশন মহাকুম্ভ মেলার সেক্টর ১৯-এ শ্রী রামকৃষ্ণ মিশন মন্দির ক্যাম্প

05/02/2025

মহাকুম্ভের পুণ্যস্নানে মাহিন্দ্রা বাবা ও কিন্নড় আখড়া

04/02/2025

ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়ে পূর্ণ অর্জন করছে লক্ষ লক্ষ পূর্ণার্থী

02/02/2025

প্রয়াগরাজের মাটি থেকে সরাসরি "মহাকুম্ভ ২০২৫"

31/01/2025

মহাকুম্ভ উপলক্ষে প্রয়াগরাজ ভারত সেবাশ্রম সংঘের বিশেষ আয়োজন

গ্রাউন্ড জিরো থেকে সরাসরি
Samir Green Das

28/01/2025

*পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস নমঃশূদ্র উদ্বাস্তু আইটি সেল এর পক্ষ থেকে ৭৬ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন।।*

সারা দেশের পাশাপাশি হাওড়া জেলা জুড়ে পালিত হল ৭৬ তম প্রজাতন্ত্র দিবস। রবিবার সকাল ৯ টায় বেলুড় বাজারে তৃণমূল কংগ্রেস নমঃশূদ্র উদ্বাস্তু আইটি সেল এর উদ্যোগে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয় । দেশ ভক্তি গান ও নাচের তালে অনুষ্ঠানটি আরো মনোরম হয়ে ওঠে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানব জয়সওয়াল সভাপতি হাওড়া জেলার হিন্দি সেল , সমীর দাস পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের রাজ্য সম্পাদক ও আইটি সেল ইনচার্জ,
সুব্রত মুখার্জি কাউন্সিলর উত্তরপাড়া পৌরসভা, সোফিয়া খান রাজ্য সম্পাদক মায়োনিটি সেলে,অনুষ্ঠানের আহ্বায়ক চৈতালি চ্যাটার্জী ও সৌম ঘোষ । এছাড়া উপস্থিত ছিলেন হাওড়া কর্পোরেশনে একাধিক কাউন্সিলর ও হাওড়া জেলা সহ বিভিন্ন জেলার একাধিক নেতৃত্ববৃন্দ।
এই অনুষ্ঠানের আহ্বায়ক চৈতালি চ্যাটার্জী তার মূল্যবান বক্তব্যে সকল দেশবাসীর ধন্যবাদ এবং শুভেচ্ছা জানান।
সেই সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সাধারণ মানুষের উন্নয়নের কাজ ত্বরান্বিত হচ্ছে বলেও আশা প্রকাশ করেন। একে একে সকল অতিথিরা তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন এবং সবশেষে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।।

21/01/2025


*১১তম বঙ্গ কৃতি সম্মান- ২০২৫*
*********************************************
কলকাতা প্রেস ক্লাবে বিশাল আরম্ভরে অনুষ্ঠিত হয়ে গেল ১১তম বঙ্গ কৃতি সম্মান-২০২৫। রিপোর্টারস এ্যান্ড ফটোগ্রাফার এ্যাশোসিয়েশন, গ্ল্যামার গ্লো ফ্যাশান ও অলক ফাউন্ডেশানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সুনীল ধারার সুমধুর কন্ঠে গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উক্ত অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন প্রধান অতিথি গায়ক ও অভিনেতা সুনীল ধারা, বিশেষ অতিথি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার SC/ST/& OBC এ্যামপ্লয়িজ কাউন্সিলের প্রেসিডেন্ট আনন্দ বিশ্বাস, সংস্থার চেয়ারম্যান সুভাস চক্রবর্তী, সভাপতি দেবযানী ঘোষ, সহঃ সভাপতি সঞ্জয় তাওয়ার, সংস্থার প্রতিষ্ঠাতা ও সম্পাদক অনুপ কুমার বর্ধন, সহঃ সম্পাদিকা শুভ্রা নায়েক ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন। শুরুতে সংস্থার পক্ষ থেকে এ বছরের ক্যালেন্ডার প্রকাশিত হয়। তারপর মূল অনুষ্ঠান সম্মান প্রদান শুরু হয়। এবারে মোট বারো জনকে সম্মানিত করা হয়। তারা হলেন যথাক্রমে দেবযানী ঘোষ , দেবকুমার দে, সুনীল ধারা; মৌসুমী বর্ধন, আনন্দ বিশ্বাস, সংগীতা দাস, গোপাল দেবনাথ, মালবি বসু দাস, শাইলো দে বিশ্বাস, রাজদীপ দাস, অরূপ গুহ, সন্দ্বীপ পাল।

তাছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবব্রত রায় চৌধুরী, রিয়া দাস, আকাশ চ্যাটার্জী , প্রতাপ দাসগুপ্ত, সম্রাট বাসু সহ আরো অনেকে।

সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ও সম্পাদক অনুপ কুমার বর্ধন ও সহযোগীতায় সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন।

14/09/2024

বৃষ্টির মধ্যেই মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দাঁড়িয়ে জুনিয়র চিকিৎসকেরা
বিস্তারিত পড়ুন কমেন্টে

Address

Wz 60 B Street No 3 Gurunanok Nagor MBS Nagor
Delhi
1100018

Alerts

Be the first to know and let us send you an email when Rastriya Samachar TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rastriya Samachar TV:

Share