Siliguri Crazy Travellers

Siliguri Crazy Travellers জীবন একটাই, বাঁচতে শেখো
(3)

আমাদের Discover করা Place এখন উত্তরবঙ্গের সেরা tourist Place ♥️ Really Proud Moment for Us✌️North Bengal এর পর্যটন কে আম...
23/07/2025

আমাদের Discover করা Place এখন উত্তরবঙ্গের সেরা tourist Place ♥️ Really Proud Moment for Us✌️North Bengal এর পর্যটন কে আমরা যেন এইভাবেই এগিয়ে নিয়ে যেতে পারি

পেহেলগাঁও: উত্তরবঙ্গের নতুন ‘Pahalgam’ যেতে হবে না আর কাশ্মীরে ?

সাম্প্রতিক সময়ের সোশ্যাল মিডিয়ায় দার্জিলিং অঞ্চলের “পেহেলগাঁও” (Pehelgao) নামে পরিচিত এক মনোমুগ্ধকর স্থান ভাইরাল হয়েছে। এই জায়গাটি মূলত মাঝি ধুরা (Majhi Dhura) নামেও পরিচিত, যা ঘুম (Ghoom), সুকিয়া পোঙ্ঘরি এলাকা—মিরিক ও ট্যুরিস্ট রুটের কাছেই অবস্থিত ।

🔸ভাইরাল হওয়ার কারণ

ইনস্টাগ্রাম, ফেসবুক রিল ও ইউটিউব শর্টসে এই জায়গার অপরূপ সৌন্দর্য কেন্দ্র করে স্টান-আপ ভিডিও ছড়িয়ে পড়েছে ।

“Mini Pahalgam” হিসেবে স্বীকৃতি পেয়েছে লোকেদের মন মুগ্ধ করে এমন সব সবুজ ডালান, পাহাড় ও ভিউয়ের কারণে ।

🔸 ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক সৌন্দর্য

ঘুম থেকে মাত্র ১০–১৫ মিনিট দূরে অবস্থিত, যেখানে হিমালয়ের মৃদু রেখা ও সবুজ চা বাগানের মেলবন্ধন চোখে পড়ে। মায়াবী ঝর্ণা, কুয়াশায় ঢাকা পাহাড়েরা ভোর-বিকেলের আলোতে মন ছুঁয়ে যায়।

🔸পর্যটকদের আকর্ষণ

ছবির মতো দৃশ্যপটের কারণে পর্যটক ও ফটোগ্রাফারেরা রাতে বা ভোরে এখানে ভিজিট করে দুর্ধর্ষ দৃশ্য ধরে রাখেন।

ট্যুরিস্ট যারা সেলফি, থাম্বনেল বা ইনস্টাগ্রাম কনটেন্ট বানাতে চান, তাদের কাছে এটি আদর্শ “মিনি পেহেলগাঁও”।

🔸অবকাঠামো ও ভ্রমণ সুবিধা

বর্তমানে পর্যাপ্ত রেস্টরুম, কফি স্টল বা resmi পয়েন্ট না থাকলেও, স্থানীয় ও পথচারীদের প্রচ্ছন্ন স্টলগুলো বিকল্প হিসেবে কাজ করছে।

জমজমাট কোনও পার্ক বা প্লাটফর্ম না থাকলেও, তারই কারণে এটি এখনও সফলভাবে “offbeat” বা অপরিচিত মাত্রায় থেকে যাচ্ছে।

🔸সেরা সময় ও কীভাবে যাবেন

সেরা সময়: শীত ও মনোরম জলবায়ু ধরে রাখে বসন্ত (মার্চ–মে) ও শরৎ (সেপ্টেম্বর–নভেম্বর) মাসে।

যাত্রাপথ: সিলিগুড়ি/নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি বা ট্যুর ভ্যানে ঘুম (Ghoom) হয়ে স্বল্প সময়েই পৌঁছানো যায়।

🔸 নিরাপত্তা ও সতর্কতা

যেহেতু এটি পর্যাপ্ত আলো-বাতাসমুক্ত এলাকা, সকালে যাওয়াই শ্রেয়।

কোনো আধুনিক পার্ক নয়, তাই আবর্জনা না ফেলতে এবং স্থানীয় ওয়াইল্ডলাইফের (যেমন–ছোট সংসার, নানা পাখি) স্বভাব বাঁচিয়ে রাখতে সুপারিশ করা হচ্ছে।

🔸“পেহেলগাঁও” বা “মিনি পাহালগাম” এখন উত্তরবঙ্গে দার্জিলিং ফ্যান্টাম-এর নতুন ব্র্যান্ড, সোশ্যাল মিডিয়ার নতুন ট্র্যান্ড স্পট। যাঁরা শান্তি, সবুজ ও প্রাকৃতিক দৃশ্যের মায়ায় আচ্ছন্ন হতে চান, তাঁদের জন্য এটি আদর্শ offbeat গন্তব্য। তবে দয়া করে ভ্রমণ ছেড়ে যান না—এটি নিজেই আপনার জন্য রূপার স্বর্গ।

আপনার প্ল্যান করলে আমায় জানাবেন! 😊


Geography zone- ভূগোল বলয়


আমি যে জায়গায় দাঁড়িয়ে বলব যে এটা Kashmir তোমরা বিশ্বাস করো যদি বলি এটা Meghalaya তাও তোমরা বিশ্বাস করো। যদি বলি Kaso...
19/07/2025

আমি যে জায়গায় দাঁড়িয়ে বলব
যে এটা Kashmir তোমরা বিশ্বাস করো
যদি বলি এটা Meghalaya তাও তোমরা বিশ্বাস করো।
যদি বলি Kasol সেটাও বিশ্বাস কর।
এবার যদি বলি বিনা Visa বিনা passport নর্থ বেঙ্গলে থেকে Scotland ঘোরাবো সেটা কি বিশ্বাস করবে???

Siliguri Crazy Travellers er Hello Friends Army — ei award tomar jonnei!Tomader bhalobasha r support ei amake ekhane ene...
16/07/2025

Siliguri Crazy Travellers er Hello Friends Army — ei award tomar jonnei!
Tomader bhalobasha r support ei amake ekhane eneche 🏆❤️
Cholun, aro crazy hobo ekshathe! 🚀

Address

KHUDIRAMPALLY
Delhi
734001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Siliguri Crazy Travellers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share