10/09/2023
ভারতীয় সভ্যতা হয়তো একেই বলে।
বড়দের কি ভাবে সম্মান দিতে হয় G20তে এসে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ঋষি সুনক তা করে দেখালেন, তাও খালি পায়ে। ফটোটা দেখে অনেক কিছু শেখার আছে।
পদমর্যদায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ঋষি সুনক সমান হলেও বয়সে শেখ হাসিনা (জন্ম ২৮শে সেপ্টেম্বর ১৯৪৭) ঋষি সুনক (১২ই মে ১৯৮০) থেকে অনেক বড়, মাতৃসমা।