Farid Rahaman

Farid Rahaman মানুষ বেইমানি করতে পারে মানুষের মেহনত কখনো বেইমানি করতে পারে না তোমরা সবাই পাশে থেকো আমি সবসময় আছি তোমাদের পাশে।❤❤🙏🙏

ধন্যবাদ জানাই সকলকে❤❤ এই ফটোর ইনকাম ১জন ভিক্ষুককে উপহার হিসেবে দেওয়া হবে। এটা শুধু সম্ভব হবে আপনাদের জন্যই     ゚viralシ
11/05/2025

ধন্যবাদ জানাই সকলকে❤❤ এই ফটোর ইনকাম ১জন ভিক্ষুককে উপহার হিসেবে দেওয়া হবে। এটা শুধু সম্ভব হবে আপনাদের জন্যই

゚viralシ

হয়তো অনেকে এড়িয়ে যাবে এই পোস্টটিপুরুষ মানুষ অনেকটা খেজুরগাছের মতো - আদর পায় না, যত্ন পায় না কেউ জল দেয় না, সার দেয...
29/04/2025

হয়তো অনেকে এড়িয়ে যাবে এই পোস্টটি
পুরুষ মানুষ অনেকটা খেজুরগাছের মতো - আদর পায় না, যত্ন পায় না কেউ জল দেয় না, সার দেয় না, গোড়ায় কেউ মাটি দেয় না। নিজের পায়ের তলার মাটি নিজেই শক্ত করে - অযত্নে অব'হেলায় বেড়ে ওঠে।

বেড়ে ওঠার পর তার কাছে প্রত্যাশা অনেক। তার ফল খুব মিষ্টি, তার রসের জন্য হাহাকার। তার রসের গুড় চিনির কয়েক গুণ বেশী উপকারী। রসের জন্য তাকে বছরের পর বছর ক্ষ"তবি"ক্ষত করা হয়। যতদিন বেঁচে থাকে তাকে কাটা হয়, তার রস এক-ফোঁটা এক-ফোঁটা করে নিঙড়ে নেওয়া হয়। রস নেওয়া শেষ হলে তার আর কোনো কদর থাকে না - একাকী অযত্নে পড়ে থাকে।

জীবন শেষ করার পর জ্বালানী-কাঠ হিসাবে তাকে কাজে লাগানো হয়, মাছ ধরার ফাঁদ হিসাবেও সে অনবদ্য।

কিন্তু খেজুর গাছ কোনো অ'ভিযোগ করে না প্র'তিবাদ করে না কিছু প্রত্যাশা করে না, ভালোবাসা চায় না - শুধু ফল দিয়ে যায়, রস দিয়ে যায় আর মাথা উঁচু করে বেঁচে থাকে পরিবারের পুরুষ মানুষটির মতো।

খেজুর গাছসম পুরুষদের জানাই শুভেচ্ছা।
সবাই ভালো সুস্থ ও সুন্দর থাকুক ...

এমন দৃশ্য দেখলে চোখের জল আটকে রাখা যায় না😭😭😭😭😭😭 তুমি আবার ফিরে এসো অপেক্ষায় রইলাম     ゚viralシ
25/04/2025

এমন দৃশ্য দেখলে চোখের জল আটকে রাখা যায় না😭😭😭😭😭😭 তুমি আবার ফিরে এসো অপেক্ষায় রইলাম

゚viralシ

আসসালামু আলাইকুম জুম্মা মোবারক🤲🤲
11/04/2025

আসসালামু আলাইকুম জুম্মা মোবারক🤲🤲

জাগোহেরে যাওয়ার আগে ভাবো,স্বপ্ন এখনো বাকি।পথের বাধা তো আসবেই,সাহস রেখো আঁকি।ঝড়ের মাঝেও দীপ জ্বলে,আলো তার ঠিক জাগে।তুমিও ...
15/03/2025

জাগো

হেরে যাওয়ার আগে ভাবো,
স্বপ্ন এখনো বাকি।
পথের বাধা তো আসবেই,
সাহস রেখো আঁকি।

ঝড়ের মাঝেও দীপ জ্বলে,
আলো তার ঠিক জাগে।
তুমিও জ্বলো, পথ দেখাবে,
সময় যে আর লাগে?
🙏🙏

Assalamu Alaikum 🌙🌙
15/03/2025

Assalamu Alaikum 🌙🌙

Good Night ❤💕😘
15/03/2025

Good Night ❤💕😘

05/03/2025

নমস্কার ডুয়ার্সের বিভিন্ন জায়গায় রিসোর্ট এর জন্য জমি বিক্রয় করা হচ্ছে নাগরাকাটা লাটাগুড়ি জলদাপাড়া ও বিভিন্ন এলাকায়। আপনি কি আপনার পছন্দের জমি কিনতে চাচ্ছেন আজে আমাদের সাথে যোগাযোগ করুন: 8972864140


16/02/2025

বন্ধুরা তোমার সবাই কেমন আছো? ফুলের ভালোবাসা দেওয়ার জন্য চলে এসেছি আমি।

Address

Delhi
110001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Farid Rahaman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share