09/06/2024
গ্রেট লিডার চন্দ্রবাবু নাইডু❤️। ১২ তারিখ শপথ নেবেন মুখ্যমন্ত্রী হিসাবে। এন,ডি,এ সরকারে যাওয়ার কারণে অনেকে এনার প্রতি খারাপ ধারণা করছেন। কিন্তু জানেন কি চন্দ্রবাবু নাইডু মুসলিমদের জন্য কি কি কাজ করতে চলেছেন? তার রাজ্যে মুসলিমদের সংরক্ষণ দেবেন সেটা এন,ডি,এ মিটিংয়ে জানিয়ে দিয়েছেন। দেখুন👇
২০২৪-র লোকসভা ও বিধানসভা নির্বাচনে অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইভুর কমিটমেন্ট:-
1. 4% মুসলিম সংরক্ষণের প্রতিশ্রুতি,
2. হজে যাওয়া ব্যক্তিদের দেওয়া হবে ১ লাখ টাকা,
3. 50 বছরের বেশি বয়সী মুসলমানদের পেনশন দেওয়া হবে,
4. প্রতিটি বড় শহরে ইদগাহ ও কবরস্থানের জন্য আলাদাভাবে জমি বরাদ্দ করা হবে,
5. রাজ্যের রাজধানীতে একটি বিলাসবহুল হজ হাউস তৈরি করা হবে,
6. নূর ভাষা কর্পোরেশন গঠন করা হবে (100 কোটি বাজেট),
7. বিনা সুদে মুসলমানদের 5 লক্ষ টাকা ঋণ দেওয়া হবে,
8. 10 হাজার মসজিদের ইমামদের প্রত্যেককে 10,000 টাকা দেওয়া হবে,
9. শিক্ষিত বুদ্ধিজীবী ইমামদের সরকারী কাজী হিসাবে নিয়োগ করা হবে।
10. প্রতিটি মসজিদের রক্ষণাবেক্ষণের জন্য 5000 টাকা দেওয়া হবে।
সরকার এনডিএ বা ইন্ডিয়ার হোক জনতার উন্নয়ন, পিছিয়ে পড়া এই জাতীর উন্নয়নে যারাই ভুমিকা রাখবে তাদের সবসময় মন থেকে সালাম।
৬০ বছরে কংগ্রেসে সরকার, ১০ বছর বিজেপি এই পিছিয়ে পড়াদের জন্য তো কিছুই করেনি, কংগ্রেস সংখ্যালঘু প্রেম দেখিয়ে পিছন থেকে মেরেছে আর বিজেপি সামনে থেকে।
এবার যদি চাপে পড়েও এই সংখ্যালঘুদের কিছু উন্নয়ন হয় তাহলে এটাই অনেক