06/10/2025
তরুণপ্রজন্মের পীরে বাঙ্গাল আল্লামা ছাবির শাহ মা.জি.আ
পীরে বাঙ্গাল মানে বাঙ্গালীদের পীর।
এই উপাধী নিজের আপন দাদা বানিয়ে জামেয়া কুতুবুল আওলিয়া আওলাদে রসূল (দ.) হযরত সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি (রহ.) থেকে শিশুকালে ১৯৫৫-৫৬ সালে পেয়েছেন বর্তমান দরবারে আলীয়া কাদেরিয়া সাজ্জাদানাসীন পীরে বাঙ্গাল আওলাদে রসূল সৈয়্যদ মুহাম্মদ ছাবির শাহ (মা.জি.আ) ।
তিনি বলেছেন-
طیّب اور طاہر کام سنبھالیں گے، صابر بنگال کا پیر بنے گا۔
-তৈয়্যব আওর তাহের কাম সাম্বাঁলেগা,
ছাবির বাঙ্গালকা পীর বনেগা।
অর্থাৎ তৈয়্যব আর তাহের কাজ সামলাবে (বাংলার জমিনে সুন্নিয়ত উর্বর করবেন), ছাবির বাংলার পীর হবে।।
তিনি আরো বলেছেন-
صابر پاکستان کا لیڈر اور بنگال کا پیر بنے گا۔
অর্থাৎ-ছাবির পাকিস্তানের নেতা এবং বাংলার পীর হবে।
আল্লাহ পাক আমাদের জীবন-মৃত্যু নির্ধারণ করে।
কিন্তু আল্লাহর অলীগণ আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহে তারা বলতে পারেন কার তাকদিরে কি লেখা আছে।
অথবা উনাদের বরকতময় জবানে বের হওয়া শব্দ আল্লাহ দরবারে কবুল হয়ে যায়।
(হাদীসে কুদসী - বুখারী শরীফ, হাদীস নং ৬৫০২)
পীরে বাঙ্গাল (মা.জি.আ) হযরত সিরিকোট (রহ.)'র প্রথম উক্তির দিকে গভীরভাবে মনোনিবেশ করুন।
একজন বুযুর্গ ব্যক্তি ৭০ বছর আগে তাঁর ছোট্ট নাতিকে নিয়ে ভবিষ্যৎ সম্পর্কে মুরিদদের এমন এক বিস্ময়কর সুসংবাদ দিলেন, যা আসলে পীরের প্রতি মুরিদদের জন্য এক ধরনের পরীক্ষা হয়ে দাঁড়াল।
আচ্ছা, গাউসে জামান হযরত সৈয়্যদ তৈয়্যব শাহ্ রহ. এবং হুজুরে কেবলা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ মা.জি.আ. - উনারা কি বাংলাদেশের শীর্ষস্থানীয় পীরদের অন্তর্ভুক্ত ছিলেন না? উনাদের মুরিদ কি কম ছিল?
কিন্তু সিরিকোট হুজুর রহ. হুজুর কেবলা সাবির শাহ মা.জি.আ.-কে কেন বিশেষভাবে বাংলার পীর বলে উল্লেখ করলেন!? কখনো এই বিষয়গুলো চিন্তা করেছেন?
পীরে বাঙ্গাল যখন ছোট ছিলেন উনাকে দেখে ইমাম শেরে বাংলা (রহ.) বলেছেন এই বাচ্ছাকে যেমন-তেমন বাচ্ছা মনে করিও না। কখনো এই বিষয়গুলো চিন্তা করেছেন?
দরবারে সিরিকোট হোক বা জামেয়া কিংবা গাউসিয়া কমিটি-সুন্নি অঙ্গনের বাইরে বাংলার ঘরে ঘরে তাদের পূর্ণ পরিচিতি শুরু হয়েছে করোনাকালীন সময় থেকে।
বর্তমানে এ পরিচিতি দিন দিন আরও বিস্তৃত হচ্ছে। একসময় জামেয়া, আঞ্জুমান ও গাউসিয়া কমিটিকে চট্টগ্রামের বাইরে সুন্নি-অসুন্নি কেউ তেমন চিনতো না।
কিন্তু এখন এই তিনটি নামের যেকোনো একটিকে সারা বাংলাদেশের মানুষ চেনে। যারা এখনো চেনে না, তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পীরে বাঙ্গাল (মা.জি.আ) হাতে। এমন এক সময় আসবে, যখন বাংলার প্রতিটি ঘরে অন্তত একজন হলেও দরবারে সিরিকোটের মুরিদ থাকবে।
গত বছর মিলাদুন্নবী (দ.)'র উপলক্ষে যখন সবাই জানলো বড় হুজুর আসবেন না, অনেক মুরিদ সেই বছর পীরে বাঙ্গাল (মা.জি.আ) হাতে বায়াত হওয়নি।তারা মনে করেছিল বড় হুজুর এবার আসলে হবে,কিন্তু এবারো না বড় হুজুর আসলো না। কিন্তু এবার তারা পীরে বাংলার হাতে বায়াত হওয়ার সুযোগ পাচ্ছেন না।
ঐ যে ইমাম শেরে বাংলা (রহ.) বলেছেন এই বাচ্ছাকে যেমন-তেমন বাচ্ছা মনে করিও না।
কিছুদিন আগে কিছু পীর ভাই পরশু এসে মন খারাপ করে ফিরে গেলেন। এতো দূর থেকে এসে এশারের সালাতের পরে বায়াত হওয়ার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু হতে পারেননি। ঐদিন হুজুর বায়াত করাননি। পরে তারা আমাকে বললেন, "ভাই, এতো দূর থেকে এলাম, কিন্তু কিছু হলো না।" আমি বললাম, "আগে পাক্কা নিয়্যত করুন, তারপর ইনশাআল্লাহ হবে।"
উনার সম্পর্কে বিভিন্ন দরবারের পীর ও শাহজাদারা জানেন এবং তারা স্টাডি করেন।
এজন্য কিছু দরবারের শাহজাদারা জামেয়ার দাখিলের মেধাবী ছাত্রদের নিজের দরবারে নিয়ে যান। রাত ১১–১২টা পর্যন্ত তাসাউফের দরস দেন। বড় বড় মুফতি পর্যন্ত ইলমে তাসাউফ পড়তে গিয়ে এমন গর্তে পড়ে যান যেখানে থেকে বের হতে পারেন না, পথভ্রষ্ট হয়ে যান। আর এরা আসছে দাখিলের ছাত্রদের সুফি স্মার্ট করতে। নিজেদের দরবারের মাদ্রাসার ছাত্রদের নিয়ে কোনো খবর নেই।
পীরে বাংলার হাত ধরে বাংলার সুন্নিয়তে বিশাল পরিবর্তন আসবে। ভণ্ড পীর, শাহজাদারা এবং বাতেলদের এই জমিনে কবর হয়ে যাবে।
এমন এক সময় আসবে অন্য দরবারের পীরগণ তাদের মুরিদদের সঙ্গে পীরে বাঙ্গালের দিকে তাকিয়ে থাকবেন।পীরে বাঙ্গাল (মা.জি.আ)'র সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবেন।
কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূলগণ যেভাবে তাদের উম্মতদের রাসূলে পাকের দিকে দেখিয়ে দিবেন।
বাংলাদেশের এমন কঠিন পরিস্থিতি আসবে যে অন্য দরবারের পীরগণও তাদের মুরিদদের পীরে বাঙ্গলার দিকে নির্দেশ করবেন।
ইতিমধ্যেই গত একবছরে সুন্নিদের উপর বাতেলরা যে জুলুম চালিয়েছে, তা মোকাবেলায় আগামীতে দরবারে সিরিকোট নেতৃত্ব দেবে। অন্যান্য দরবারও থাকবে।
তবে নেতৃত্ব দেওয়ার জন্য শুধু দরবারের কোটি মুরিদ, বিশাল ওরস, বিশাল খানেকাহ বা বিশাল বিশাল দালান বা মাজার যথেষ্ট নয়।
নেতৃত্বের জন্য প্রয়োজন অসংখ্য দ্বীনি প্রতিষ্ঠান, ইলম, আলেম, মসজিদ ও খানেকাহ এবং আদববান মুরিদ ।
যা শুধু দরবারে সিরিকোটের সবকিছু আছে এই দেশে।
সময় থাকতে পীরে বাঙ্গালের হাতে হাত দিন।
আগামীর তরুণদের পীর হবেন পীরে বাঙ্গাল।
Mohammed Sazid ভাইয়ার পেজ থেকেu