Don Ali

Don Ali ✍️ Inspiring minds through words | 🇧🇩 Voice of the new generation | 📚 Storyteller | 🎯 Truth seeker | Welcome to the official page of Don Ali!

I’m a writer and public thinker who speaks out on society, time, and truth. On this page, you’ll find:

Analytical posts on social and national issues ✍️

Inspirational stories and life reflections 🎯

Opinion pieces on trending topics 📢

A bit of cricket and football passion ⚽🏏


My mission:
To awaken awareness, support truth, and inspire people to stand up against injustice through words.

📩 Contact: [email protected]

Anwar TV
31/07/2025

Anwar TV

31/07/2025

🔮 বাংলাদেশের রাজনীতি ২০২৬-২০৩০: একটি বাস্তবভিত্তিক ভবিষ্যদ্বাণী

বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা, জনগণের মুড, সামাজিক পরিবর্তন, এবং আন্তর্জাতিক পরিস্থিতির পটভূমিতে দাঁড়িয়ে নিচের ভবিষ্যৎচিত্রটি আঁকা হলো।
এটি কোনো গুজব নয়, কোনো পক্ষপাতমূলক চিন্তা নয়—এটি একজন সচেতন নাগরিকের ভবিষ্যতের প্রতি দূরদৃষ্টিসম্পন্ন পর্যবেক্ষণ।
২০৩০ সালে দাঁড়িয়ে মিলিয়ে দেখবেন, সময়ের অনেক চিহ্ন হয়তো আজকের ভবিষ্যদ্বাণীকেই সত্য প্রমাণ করবে।

---

🧩 ২০২৬-২০২৭: দলীয় বিভক্তি ও রাজনীতিতে ভাঙনের বছর

নবগঠিত রাজনৈতিক দল NCP একসময় যেভাবে মানুষের আশা তৈরি করেছিল, ঠিক সেভাবেই নেতৃত্বের দ্বন্দ্ব ও সুবিধাবাদী রাজনীতির কারণে দলটি ভেঙে পড়বে।

রাজনৈতিক অভিজ্ঞতা ও তৃণমূল ভিত্তি না থাকায় তারা দেশজুড়ে সংগঠন টিকিয়ে রাখতে ব্যর্থ হবে।

নতুন প্রজন্মের হতাশা আবারও পুরোনো রাজনৈতিক শক্তিগুলোর দিকে মুখ ফেরাতে শুরু করবে।

---

🏛️ ২০২৮: পুরোনো দলগুলোর পুনর্জাগরণ ও নতুন মেরুকরণ

আওয়ামী লীগ, এক দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকার পর, বড়সড় রদবদলের মুখে পড়বে।

সিনিয়র নেতাদের একাংশ সরে গিয়ে নতুন, তরুণ নেতৃত্ব উঠে আসবে।

দলটি পুনর্গঠনের চেষ্টা করলেও জনগণের আস্থার সংকট কাটানো কঠিন হয়ে পড়বে।

BNP-এর জনপ্রিয়তাও একই সময়ে নিম্নমুখী হবে।

বারবার আন্দোলনে ব্যর্থতা ও নেতার অভাবে সাধারণ জনগণের ভরসা দুর্বল হতে থাকবে।

দেশে ধর্মীয় আবেগকে পুঁজি করে একসময় যেভাবে জামায়াতে ইসলামী ফেরার চেষ্টা করেছিল, তা ধীরে ধীরে ম্লান হতে থাকবে।

শিক্ষা, মিডিয়া ও প্রযুক্তির প্রসারে নতুন প্রজন্মের মাঝে ধর্মনিরপেক্ষ রাজনৈতিক চেতনা শক্তিশালী হবে।

---

🔥 ২০২৮ পর্যন্ত: অস্থিরতা ও প্রতিরোধের সময়কাল

আন্দোলন, হরতাল, প্রেসক্লাব-কেন্দ্রিক প্রতীকী কর্মসূচি এবং ছোটখাটো সংঘাত চালু থাকবে।

সরকারবিরোধী ক্ষোভ থাকলেও বিকল্প রাজনৈতিক প্ল্যাটফর্মের অভাবে জনগণ বিভ্রান্ত থাকবে।

অনলাইন ভিত্তিক ছোট ছোট রাজনৈতিক আন্দোলন/গ্রুপ জনপ্রিয়তা পেলেও, তারা মাঠের রাজনীতিতে ঢুকতে পারবে না।

---

🕊️ ২০৩০: শান্তিপূর্ণ পরিবর্তনের দরজা খুলবে

জনগণ আর আন্দোলন বা প্রতিশ্রুতি শুনতে চায় না, তারা চায় বাস্তব পরিবর্তন।

সেই কারণেই বর্তমানে নিষিদ্ধ থাকা কোনো একটি রাজনৈতিক শক্তি, নতুন, তরুণ, শিক্ষিত নেতৃত্ব নিয়ে ফিরে আসতে পারে।

তারা রাজনীতির ভাষা বদলাবে, সামাজিক গণমাধ্যম ও সরাসরি জনগণের সাথে যুক্ত থেকে একটি স্বচ্ছ ভাবমূর্তি গড়ে তুলবে।

২০৩০ সালের নির্বাচনে দেখা যেতে পারে:

BNP ও জামায়াত জোটে অংশগ্রহণ করছে, তবে প্রধানত BNP বিরোধী দল গঠনের দিকে যাচ্ছে।

সরকার গঠন করছে নতুন নেতৃত্বে ফিরে আসা একটি পুরোনো দল, যাদের হাতেই থাকবে স্থিতিশীলতার চাবিকাঠি।

---

🌿 ২০৩০-২০৪০: স্থিতিশীলতা, প্রযুক্তি, এবং রাজনৈতিক পরিপক্বতার দশক

এই দশকে:

দেশ অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে যাবে, বিশেষ করে গাল্ফ দেশ, চীন, এবং ইউরোপের বিনিয়োগে।

রাজনীতিতে ধর্ম ও পরিবারতন্ত্রের প্রভাব কমবে, এবং যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচিত হবে।

প্রযুক্তিনির্ভর প্রশাসন, স্বচ্ছ ই-গভর্ন্যান্স, এবং যুব নেতৃত্ব বাংলাদেশকে নতুন জায়গায় পৌঁছাবে।

শিক্ষিত প্রবাসী বাংলাদেশিরা দেশের রাজনীতিতে ভূমিকা রাখতে শুরু করবে।

ইউসূফ সরকারকে এর চরম মূল্য দিতে হবে Anwar TV
31/07/2025

ইউসূফ সরকারকে এর চরম মূল্য দিতে হবে
Anwar TV

30/07/2025

🌸 Happy Friendship Day 🌸

আজ ফেসবুক জুড়ে বন্ধুত্বের প্রশংসায় মুখরিত নিউজফিড...
কিন্তু আমার বন্ধুত্বের পাতায় আজ নীরবতা।

কারও অহংকার, কারও অবহেলা—সব মিলিয়ে আজ বন্ধুত্বের সেই রঙিন চিত্রটা কোথায় যেন ফিকে হয়ে গেছে।
এক সময় যারা প্রতিদিন কথা না বললে দিনটা অপূর্ণ মনে হতো, তারাই আজ অচেনা, অনেক দূরের মানুষ।

এই যুগে শুধু ভালোবাসা নয়, বন্ধুত্বও ছিঁড়ে যায়।
সময়, পরিস্থিতি, ব্যস্ততা—সব মিলে আজ বন্ধুত্বও যেন টিকে থাকার লড়াইয়ে হেরে যাচ্ছে।

তবুও...
সব হারিয়ে যাওয়ার মাঝেও,
সব ভুলে যাওয়ার ভিড়েও—
যদি কারও একজন বিশ্বস্ত বন্ধু রয়ে যায় পাশে,
যে কখনও বদলায় না, মুখ ফিরিয়ে নেয় না…
তাহলে সে-ই হয় দুনিয়ার সবচেয়ে ভাগ্যবান মানুষ। 💙🙂🖤

বন্ধুদের জন্য ভালোবাসা রইল।
আর যারা হারিয়ে গেছে... ভালো থেকো।

Anwar TV 🗣️
30/07/2025

Anwar TV 🗣️

আনোয়ার টিভি'র আনোয়ার ভাই এর নিকট নির্বাচনের দাবি চেয়ে,  ১০% চান্দা দেওয়াসহ মন্তব্য করেন তিনিAnwar TV
29/07/2025

আনোয়ার টিভি'র আনোয়ার ভাই এর নিকট নির্বাচনের দাবি চেয়ে, ১০% চান্দা দেওয়াসহ মন্তব্য করেন তিনি

Anwar TV

29/07/2025

চান্দা ভাইরা বলেছিল যে, তারেক বিন জিয়া ২৮ জুলাই দেশে আসবেন। অনেকেই বলছেন আজ তো ২৯ জুলাই। উনি কি গোপনে দেশে এসেছেন?

আপনাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, তারেক বিন জিয়া দেশে আসেননি। তবে ওনার ২৮ জুলাই দেশে ফেরার যে খবর পাওয়া গিয়েছিল সেটিও মিথ্যে বা গুজব নয়। ২৮ জুলাই বলা হয়েছিল, কিন্তু এটা কোন সালের ২৮ জুলাই তা পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। ধরে নিন এটা অনেকটা ‘ঈদের পরে আন্দোলন’ তত্ত্বের মত আরকি!

Anwar TV

Address

Sector 3, Dwarka
Delhi
110078

Opening Hours

Monday 9am - 12am
Tuesday 9am - 12am
Wednesday 9am - 12am
Thursday 9am - 12am
Saturday 9am - 12am
Sunday 9am - 12am

Telephone

+8801775037721

Alerts

Be the first to know and let us send you an email when Don Ali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Don Ali:

Share