Assam Traders and Services

Assam Traders and Services Friends are important in life,But those who fall should not be the ones who carry the fallen.

23/07/2025

যদিওবা যুগৰ আহ্বান কথাটো মিছাও নহয় :
আমি অপেক্ষা কৰি আছো এটা ভয়ংকৰ প্ৰজন্মৰ নাৰীলৈ!!
৭৫% উচ্চ শিক্ষিত ছোৱালী এতিয়াও ২৭ৰ পৰা ৩০ বছৰ বয়সত অবিবাহিত হৈ আছে।
কেৰিয়াৰ গঢ়ি তোলাৰ সময়ত তেওঁলোকে এনে সংকটৰ সৃষ্টি কৰিছে যে... অহা ৫ বছৰত লাখ লাখ ছোৱালী অবিবাহিত হৈ থাকিব, যাৰ ফলত যৌৱনৰ প্ৰয়োজন, আৱেগ, মৰম হেৰুৱাব।
স্বামীৰ হৃদয় জয় কৰাৰ পৰিৱৰ্তে তেওঁলোকে পৃথিৱীত স্বামীৰ লগত প্ৰতিযোগিতা কৰিব আৰু তেওঁলোকৰ পৰা আনুগত্য, কোমলতা, নাৰীত্ব নোপোৱাৰ বাবে স্বামীও অসহ্যকৰ হৈ পৰিব।
তেতিয়া পৰিয়ালটো অথবা সংসাৰখন টিকি ৰখাটো অসম্ভৱ হৈ পৰিব। কাৰণ তেওঁৰ পত্নীয়ে ৩০ বছৰ ধৰি পুৰুষ প্ৰকৃতিৰ লগত প্ৰতিযোগিতা কৰি নিজেই পুৰুষলৈ বিকশিত হৈছে। যদিও তাইৰ সমগ্ৰ শৰীৰটো নাৰীৰ বৈশিষ্ট্য, মানসিকভাৱে তাই এগৰাকী পুৰুষ। স্বামীয়ে শাৰীৰিকভাৱে নাৰী বুলি বিবেচনা কৰিলেও তেওঁ মানসিকভাৱে পুৰুষ।এনে এটা দিন আহি আছে। যিদৰে আধুনিক শিক্ষাত শিক্ষিত হৈ ছোৱালী যৌৱনৰ পৰা বঞ্চিত হ’ব। পৃথিৱীৰ পৰাও বঞ্চিত হ’ব।
হয়তো এই জীৱনৰ আধৰুৱা সপোনবোৰ অপূৰ্ণ হৈয়ে ৰ’ব অথবা পৰজনমলৈ আশাৰে অপেক্ষা কৰিব লাগিব ৷
(সংগৃহীত আৰু অনুবাদমূলক লেখা )

এনেকুৱা মানসিকতাৰ বহুত মানুহ লগ পাইছোঁ। যিয়ে এজনী ছোৱালীৰ বিষয়ে ইয়াত কৈ ভাল চিন্তা কৰিব নোৱাৰে। আপোনাৰ মতামত কমেন্ত কৰি জনাওক👇

20/07/2025
20/07/2025

++++++++++++++++++++++++
তালাক কেন হচ্ছে জানার জন্য গত ৯ মাস ধরে ২৪৫ জন তালাক প্রাপ্ত পুরুষ ও মহিলার সাথে কথা বলেছি কেন তালাক হলো এর ৭২% তালাক হয়েছে ভুল বুঝা বুঝি একে অপরকে অসন্মান করা।

আর ১৮℅ তালাকের কারণ পরকীয়া। ১০% তালাক স্ত্রীর উচ্চ বিলাশিতার কারনে। ৭৮℅ তালাক হয়েছে মেয়ের এবং মেয়ের মার কারণে। ২২℅ পুরুষের দোষে।

মজার বিষয় হলো ৯২℅ তালাক প্রাপ্ত মহিলা পুরুষ তালাকের পরে অনুতপ্ত তারা বলছে সিদ্ধান্তটি ভুলছিলো। তালাক প্রাপ্ত ৮৯℅ মেয়েদের আর বিয়ে হচ্ছে না। ০৪℅ মেয়ে বিয়ের প্রতি অনিহা। ০৭℅ মেয়ে পথভ্রষ্টা। ছেলেদের মধ্যে ৮৫ ℅ বিয়ে করে সংসার করছে।
১৩℅ ছেলে বিয়ের প্রতি অনিহা। ০২ ℅ ছেলে পথভ্রষ্ট।

আরো মাজার বিষয় হলো ৬৭℅ ছেলেই কুমারি মেয়ে বিয়ে করেছে। আর মেয়েরা কুমার ছেলে পেয়েছে ০০১℅। আমি তালাকের বিরুদ্ধে তাই এই জরিপ করেছি। জারা দাম্পত্য জিবন নিয়ে হতাশ তাদের পরামর্শকের কাজ করতে চাই।

প্লিজ তালাক দেওয়ার এগে ভাবুন আবার ভাবুন দেখুন সমজতা করা যায় কিনা। সজতার পথেই সঠিক পথ যা আল্লাহ পছন্দ করেন।

দ্বিতীয় বিয়ের পরে ১২℅ মেয়ের আবারও তালাক হয়েছে। ৮৯% মেয়ে দ্বিতীয় সংসারে অসুখি। অপর দিকে মাত্র ০২℅ ছেলের আবারও তালাক হয়েছে আর অসুখি ০৩℅ পুরুষ।

অবাক করা বিষয় হলো দ্বিতীয় তালাক দেওয়া ছেলেদের স্ত্রী হয়েছিল কোন তালাক প্রাপ্ত মহিলা। আর বিধ্বা মহিলাকে বিয়ে করে চরম সুখি ৯৩℅ পুরুষ।

আশা করি সবাই বুঝতে পেরেছেন।

সংগৃহীত।


24/06/2025

এই মানুহটোক অৱশেষত অতি নিকৃষ্ট ষড়যন্ত্রত ফঁচাই দিলে...

18/06/2025
17/06/2025

বহু পুৰনী ৰেকর্ডিং এটা পুনৰ বিছাৰি পালো, মনোৰঞ্জনৰ বাবে আপোনালোকলৈ আগবঢ়ালো 😁

Ajoni dekhat dunia musolman suali bibahor karone lage Details inbox th kom msg koribo...age 19-28 years.
25/05/2025

Ajoni dekhat dunia musolman suali bibahor karone lage Details inbox th kom msg koribo...age 19-28 years.

11/06/2024

আপনি জানেন কি?
যারা পর্ণ আসক্ত তারা কখনোই দাম্পত্যজীবনে সুখী হয়না।
কারন?

হলো সিনেমা আর বাস্তব এক নয়,বাস্তব জীবনে শুটিং করে জোড়া দেয়া যায়না! সিনেমায় যা দেখানো হয় তা ফেইক।
দেশ টিভির নিউজে দেখলাম পর্ণ দেখে পর্ণ মুভির মতো পারফরম্যান্স আশা করে সেটা পায়না বলে ৭৫% নারী ডিভোর্স চাচ্ছেন! ওরা বুঝতেই চায়না যে সিনেমা আর বাস্তব এক নয়।

আরো কিছু বড় কারন আছে যেমনঃ

♦বডি শেইমঃ
সিনেমায় মূলত সুন্দর নায়ক নায়িকাদের কাষ্ট করা হয়, এবং ফিগার ও গুরুত্ব দেয়া হয়।
যে চরিত্রে অভিনয় করে সেরকম ফিগার দেখে অভিনেতা অভিনেত্রী নেয়া হয়।
কিন্তু বাস্তব জীবনে সবার ওরকম ফিগার হয়না দেখতে সবাই নায়ক নায়িকাদের মতো হয়না একারনে সিনেমায় যেমন দেখে অভ্যস্থ হয় বাস্তবে সেরকম না পেয়ে হতাশায় ভুগে এতে সঙ্গীর প্রতি আগ্রহ হারায় আর প্রকৃত আনন্দ বঞ্চিত হয়।

♦সিনেমার মতে কাল্পনিক আচরন ও পারফরম্যান্স আশা করাঃ
সিনেমায় যেসকল আচার আচরন এপ্রোচ বিহেভিয়ার ও পারফরমেন্স দেখানো হয় সবই অভিনয়। কিন্তু একজন নারী বা পুরুষ যখন এসব দেখে দেখে মাথায় ঢুকে যায় আর ভাবে এগুলাই রিয়েল আর বাস্তবে পারাফর্ম এর ধারে কাছে না থাকে তখন তারা হতাশ হয়। ভাতে তার হয়তো সমস্যা তাই তখন অন্য সঙ্গী খুঁজে মানে পরকিয়া আসক্ত হয়।

♦বহুগামীতাঃ মুভিতে দেখে দেখে তারা একজনে সন্তুষ্ট হয়না, তারা অন্য সঙ্গী তে মজতে চায় কারন দির্ঘদিন এসব দেখে দেখে মনে গেছে যায় যে একেকজনের একেক স্বাদ তাই তারা অন্য সঙ্গীতে আসক্ত হয়।

♦ইনসিষ্ট বা পরিবারের সদস্যদের প্রতি আকর্ষনঃ
এ বিষয়ে লিখতেও লজ্জা লাগছে কারন এটা খুবই ভয়ানক ও লজ্জাজনক একটা বিষয় যে এসব মুভি দেখে তারা নিজের পরিবারের সদস্য যেমন খালা মামি চাচী কাজিন এমনকি নিজের মা বোনের প্রতিও লোলুপ দৃষ্টি দেয়!!!
এমন অন্তত ৩ জন আমাকে নক করে পরামর্শ চেয়েছিলো।

♦ বিকৃত আচরনঃ
মুভিতে অনেক বিকৃত আচরন দেখানো হয় যা বাস্তবতা বিবর্জিত এবং অসম্ভব। আর যখন এরকম আচরনে অনভ্যস্ত সঙ্গী তা প্রত্যাখ্যান করে তখন সংসারে অশান্তি হয় এমন অনুযোগ অভিযোগ অনেক পেয়েছি পরামর্শ দিয়েছি বুঝিয়েছি।

♦ সমলিঙ্গের প্রতি আকর্ষনঃ
আজকাল নিউজফিডে প্রায় ই দেখবেন আমাদের গ্রামের মেয়েরা মেয়েদের বিয়ে করছে, একদিন তো একজন ধর্মপ্রচারক এবং ফেসবুকে বিশাল বড় পেইজের এডমিন আপু আমাকে নক দিলো সে তার রুমমেটের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়েছে বহুদীন যাবত, এ থেকে মুক্তি চায় কারন সে জানে এটা জঘন্য অপরাধ।
এইসবই কিন্তু পর্ণ মিভির কুফল।

এমন আরো বহু বিষয় আছে যা বর্ননা করলে আরো হীতে বিপরীত হবে তাউ বলছিনা।
মূলকথা হইলো পর্ণ দেখলে এরকম নানান বিকৃত ও ভুল বিষয় শিখে মানুষিক সমস্যায় আক্রান্ত হবে। যখন সঙ্গীর কাছ থেকে আশানুরূপ সাপোর্ট পাবেনা তখন দুখের সাগরে ভাষবে।
দাম্পত্যকলহ হবে, অশান্তি হবে, ছাড়াছাড়ি হবে।

তাই পর্ণ কে না বলুন।।🖤

🍀 এই নিষিদ্ধ সিনেমা থেকে যারা বের হতে পারছেনা
তাদের জন্যে কিছু টিপস আছে সেগুলি অনুশীলন করলে বের হতে সহজ হবে
১/ আপনার অন্তরে আল্লাহর ভয় আনতে হবে
পাচঁ ওয়াকত নামাজ পড়তে হবে আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে
২/ আপনাকে মন থেকে বের করে দিতে হবে
মোবাইলে কোন প্রকার খারাপ এবং অসলীশ কোন ভিডিও রাখা যাবে না
৩/ খারাপ কোন গ্রুপে এড থাকা যাবেনা
বন্ধুদের সাথে খারাপ ভিডিও আদান প্রদান করা থেকেও বিরতি রাখতে হবে
৪/ বেশি বেশি ওয়াজ ও হাদীস শুনুন

আমার লেখা যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন
নিয়মিত গল্প পড়তে পেইজে লাইক দিয়ে সাথে থাকুন, ধন্যবাদ 💓

30/08/2023

- ছোটবেলার সেরা ১৩ টি ধারনা...🙂👍

১. পৃথিবীতে দুইটা দেশ আছে ইন্ডিয়া
আর বিদেশ।

২. বিয়ে করলে বাচ্চা হয় নাইলে হয় না।

৩. সাড়ে বারোটার পর বাজে সাড়ে একটা,
সাড়ে একটার পর সাড়ে দুইটা।

৪. কারো মাথার সাথে যদি নিজের মাথা
একটা গুঁ*তা খায় তাইলে শিং ওঠে, দুইটা
খাইলে আর ওঠে না।

৫. কোন ফলের বিচি খাইয়া ফেললে
পেটের মধ্যে সেই ফলের গাছ হয়।

৬. সিনেমার মধ্যে নায়ক নায়িকারা
নিজের গলায় গান গায়।

৭. "আই লাভ ইউ" খুব খা*রাপ একটা শব্দ,
একেবারে অ*শ্লীল।

৮. টিভির পেছনে উকি দিলে ভেতরে মানুষ
দেখা যাবে।

৯. যে যত ভালো ছাত্র তার রোল তত কম
আর যত খারাপ তত বেশি... এইটা কেমন
সিস্টেম?

১০. সিনেমার গানের মধ্যে নায়ক নায়িকা
এত তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে কেমনে?
নিশ্চয়ই একটার উপর আরেকটা পরে
থাকে, হুট করে উপরেরটা খুলে ফেলে
দেয় কোনো সময়।

১১. আপনি শুয়ে থাকলে উপর দিয়ে
কেউ আপনাকে ডিঙিয়ে গেলে আপনি
আর বড় হবেন না।

১২.হাটলে চাঁদ ও পিছু পিছু হাটে ।

১৩. কালো পিঁপড়া মুসলমান, আর লাল পিঁপড়া হিন্দু্।😑

🙂🥺

Join and Earn
27/01/2023

Join and Earn

15/12/2022

Dam he sunlou

10/12/2022

Address

Delhi
201306

Alerts

Be the first to know and let us send you an email when Assam Traders and Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Assam Traders and Services:

Share