Yash Vibezone

Yash  Vibezone See You Soon

জিবে জল আসবেই 😮আহ্ শান্তি ❤️
17/04/2024

জিবে জল আসবেই 😮
আহ্ শান্তি ❤️

হার্দিক পান্ডিয়া ব্যাটিংয়ে নামলেন।হুট করে তখন মুম্বাই স্টেডিয়ামে শুনা গেলো "হার্দিক, হার্দিক, হার্দিক বলে মানুষের চিৎকার...
12/04/2024

হার্দিক পান্ডিয়া ব্যাটিংয়ে নামলেন।
হুট করে তখন মুম্বাই স্টেডিয়ামে শুনা গেলো "হার্দিক, হার্দিক, হার্দিক বলে মানুষের চিৎকার"।
কি আজিব! কি আশ্চর্য!
এক ম্যাচ আগেও যে ফ্যানরা হার্দিককে ট্রল করছিলো, আজকে হুট করে তারা হার্দিক হার্দিক বলে গলা ফাটাচ্ছে কেন ??
উত্তরটা "বিরাট কোহলি"।

হার্দিক ব্যাটিংয়ে নামার সময় বিরাট কোহলি মুম্বাইয়ের দর্শকদের ইশারা করে বলছিলেন "হার্দিককে সাপোর্ট দাও"।
স্রেফ কোহলির একটা ইশারা। বাকি কাজটা মুম্বাই সমর্থকরা ঠিকঠাক'ভাবে করে নিছে।
হার্দিক পান্ডিয়াও ক্রিজে আসার পর প্রথম বলেই মারলেন ছক্কা। খেললেন ৬বলে ২১ রানের ফিনিশিং নক।

অস্ট্রেলিয়ার স্মিথ যখন বল টেম্পারিংয়ের শাস্তি কাটিয়ে মাঠে ফিরছিলেন, তখন দর্শকরা স্মিথকে অনেক বাজেভাবে কথা শুনাচ্ছিলো।
একজন বিরাট কোহলি তখন'ও স্মিথের পাশে থেকে মাঠে দর্শকদের বলছিলেন " স্মিথকে সাপোর্ট দাও"।
স্মিথ মাঠেই তখন বিরাটকে ধন্যবাদ জানান।
এজন্য "স্পিরিট অফ ক্রিকেট" পুরষ্কার ও জিতেন বিরাট।

দুনিয়াতে বহু বহু প্লেয়ারের অনেক অনেক ফ্যান আছে। কিন্তু বিশ্বাস করুন, একজন বিরাট কোহলির ফ্যান হওয়াটা ভাগ্যের বিষয়। এরকম মন মানসিকতার ক্রিকেটার বিশ্ব আগে কখনোই দেখেনি।
"বিরাট তুমি সত্যিই অসাধারণ"।


Address

India, Raichur
Devdurg
584111

Alerts

Be the first to know and let us send you an email when Yash Vibezone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share