MD ABU BAKAR KHAN

MD ABU BAKAR KHAN Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MD ABU BAKAR KHAN, Digital creator, Dhaka Colony.

▪️আমাদের লক্ষ্য হলো— সব শ্রেণির মানুষের কাছে ইসলামিক বই সহজে পৌঁছে দেওয়া এবং সত্য ও সুন্নাহভিত্তিক জ্ঞানচর্চার পরিবেশ গড়ে তোলা।
▪️যারা ঘরে বসে সহজেই পছন্দের ইসলামিক বই কিনতে চান,তাদের জন্য
Al Munzir Book Shop — একটি নির্ভরযোগ্য ঠিকানা।

06/11/2025

প্রেমে পরলে বইয়ের প্রেমে পরো —
বেইমান হলেও তোমার ভাগ্য গড়ে দেবে ও

মধ্যপ্রাচ্য নভেম্বর সংখ্যার প্রচ্ছদ। সুদান জ্বলছে। বাংলা ভাষায় সুদান নিয়ে কোন ম্যাগাজিনের প্রথম সংখ্যা। গোড়া থেকে সুদানে...
04/11/2025

মধ্যপ্রাচ্য নভেম্বর সংখ্যার প্রচ্ছদ। সুদান জ্বলছে। বাংলা ভাষায় সুদান নিয়ে কোন ম্যাগাজিনের প্রথম সংখ্যা। গোড়া থেকে সুদানের সংকট বুঝতে চাইলে, মধ্যপ্রাচ্য বিকল্পহীন।

সংক্ষিপ্ত পিডিএফ দেয়া হবে দ্রুতই। অল্প ক'দিনের ভেতরই বাজারে পাওয়া যাবে। পাঠের আমন্ত্রণ সবাইকে।

আফসুস কত দুর্ভাগা জাতি আমরা...
02/11/2025

আফসুস কত দুর্ভাগা জাতি আমরা...

ইতিহাস, শিক্ষা ও খিলাফাহর স্বপ্ন: যে বই না পড়লেই মিস!বাংলা ভাষায় ঠিক যে কজন লেখকের লেখা পাঠক হুমড়ি খেয়ে পড়তে শুরু ক...
27/10/2025

ইতিহাস, শিক্ষা ও খিলাফাহর স্বপ্ন: যে বই না পড়লেই মিস!
বাংলা ভাষায় ঠিক যে কজন লেখকের লেখা পাঠক হুমড়ি খেয়ে পড়তে শুরু করে, মুহাম্মাদ আতীক উল্লাহ সাহেব তার অন্যতম। এবারের মেলায় আসছে তাঁর নতুন বই 'দ্বিখণ্ডিত ভালোবাসা'।
গল্প, উপন্যাসের জন্য তিনি বিখ্যাত হলেও এবারের বইটি ঠিক গতানুগতিক উপন্যাস নয়, তবু উপন্যাসের মতোই আপনাকে মুগ্ধতার সাথে ধরে রাখবে শুরু থেকে শেষ পর্যন্ত। প্রতিটি অধ্যায়ে আপনি অনুভব করবেন—আমরা কোথা থেকে এসেছি, কোন বাঁকগুলো আমাদের ইতিহাসকে রূপ দিয়েছে, আর আজকের বাংলাদেশকে আমরা কোথায় দাঁড় করিয়েছি। এই বই সেই ভালোবাসার গল্প—যেখানে কাহিনীর আড়ালে লুকিয়ে আছে বাংলাদেশ ও উপমহাদেশের শিক্ষা, দাওয়াহ ও সংগ্রামের ইতিহাস।
শ্রদ্ধেয় আতীক উল্লাহ হুজুর দীর্ঘদিন ধরে অধ্যয়ন করেছেন মহান মনীষীদের জীবন ও কর্মপদ্ধতি, এবং সেই শিক্ষার আলোকেই তিনি আজকের বাংলার তালিম, তাবলিগ ও ইসলামী শাসন প্রতিষ্ঠার রূপরেখা তুলে ধরেছেন অত্যন্ত সহজ ও সাবলীল ভাষায়।
যারা ইতিহাস বোঝে, চিন্তা করে, আর উম্মাহর ভবিষ্যৎ নিয়ে ভাবতে চায়—তাদের জন্য 'দ্বিখণ্ডিত ভালোবাসা' এক আবেগঘন, জাগ্রতিপূর্ণ পাঠ।
দ্বিখণ্ডিত ভালোবাসা
লেখক : মুহাম্মাদ আতীক উল্লাহ
প্রকাশনী : মাকতাবাতুল আযহার

সেই সঙ্গে জানিয়ে রাখি, Al-Munzir Book Shop বই ক্রয়ের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান।
কপি পোস্ট ওয়াফিলাইফ।

দেওবন্দী ঘরানার প্রখ্যাত আলিম আল্লামা আনোয়ার শাহ কাশ্মিরী রহিমাহুল্লাহও লিখেছেন– 'যেই এলাকার বিচারকার্য কাফিরদের হাতে থা...
21/10/2025

দেওবন্দী ঘরানার প্রখ্যাত আলিম আল্লামা আনোয়ার শাহ কাশ্মিরী রহিমাহুল্লাহও লিখেছেন– 'যেই এলাকার বিচারকার্য কাফিরদের হাতে থাকে, তা দারুল হারব।
অনেকে মনে করে দারুল হারবের পরিভাষা হলো, যেখানে মুসলিমদের নামাজ-রোজায় বাধা দেওয়া হয়; এই সংজ্ঞার কোনো ভিত্তি নেই।'

ইউসুফ বানুরী লিখেছেন- 'সমস্ত উলামায়ে কেরাম এ-বিষয়ে একমত যে, কোনো এলাকা দারুল ইসলাম হওয়ার মাপকাঠি এর মুসলিম জনসংখ্যার পরিমাণের ওপর নির্ভর করে না। দারুল ইসলাম হওয়ার মূল ভিত্তি হলো, আইন প্রয়োগ ও বাস্তবায়নের সাথে।
যেখানে কুফরি ও জাহিলি আইন প্রতিষ্ঠিত এবং শাসকগোষ্ঠী আল্লাহপ্রদত্ত আইনের পরিবর্তে তাগুতি আইন দ্বারা নিজেদের মামলা-মোকদ্দমা ফয়সালা করায়, সেটিকে হাজারবার মুসলিমদের রাষ্ট্র বলা হলেও বাস্তবিক অর্থে তাকে ইসলামী রাষ্ট্র ও দারুল ইসলাম বলতে লজ্জা লাগে।
ইসলামের ঘরেও যদি ইসলামের পা রাখার অধিকার না থাকে, তাহলে সেটি হয়তো মুসলিমদের ঘর বলা যায়, কিন্তু কোনো বিবেকবান মানুষ কি একে ইসলামের ঘর হিসেবে বিবেচনা করবে?'

ইউসুফ লুধিয়ানবী বলেন– 'যে-রাষ্ট্রে ইসলামী আইন চালু আছে, তা দারুল ইসলাম। যেখানে ইসলামী আইন চালু নেই, সেটিকে মুসলিমদের রাষ্ট্র বলা যেতে পারে, কিন্তু শরীয়াহর দৃষ্টিতে তা দারুল ইসলাম নয়।'

– "খিলাফাহ" বই থেকে কিছু অংশ।

ইসলামী শাসনব্যবস্থা, অর্থব্যবস্থা, বিচারব্যবস্থা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে বইটি পড়তে পারেন।

বইটি অর্ডার করতে ইনবক্স করতে পারেন।
Al-Munzir Book Shop বই ক্রয়ের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান।

20/10/2025

Al-Munzir Book Shop

✅যখন সত্য ইতিহাসের পর্দা উন্মোচন করে কাঁপিয়ে দেয় সভ্যতার ভিত্তি!আপনি কী জানেন–কে আসলে পরিচালনা করছে পৃথিবীর রাজনীতি, অর্...
20/10/2025

✅যখন সত্য ইতিহাসের পর্দা উন্মোচন করে কাঁপিয়ে দেয় সভ্যতার ভিত্তি!

আপনি কী জানেন–
কে আসলে পরিচালনা করছে পৃথিবীর রাজনীতি, অর্থনীতি আর যুদ্ধের নাট্যমঞ্চ? রথচাইল্ড, রকফেলার-সহ এলিট পরিবাররা কীভাবে শতাব্দীর পর শতাব্দী ধরে সাম্রাজ্যের পেছনে বসে নিয়ন্ত্রণ করেছে রাজা-রানি, ব্যাংক আর বিপ্লব?ইলুমিনাতি, জেসুইট, ফ্রিম্যাসন আর ট্রাইল্যাটারেল কমিশনের অদৃশ্য জাল কতদূর ছড়িয়েছে আমাদের চেতনায়?বাইবেলের নিসিয়া কাউন্সিল থেকে শুরু করে আজকের হলিউড পর্যন্ত– এই অন্ধকার শক্তির সুতোগুলো কে টেনে নেয়?

কেন ব্যাবিলনের হারুত-মারুতের কাব্বালাহ আজও আধুনিক প্রযুক্তি, বিজ্ঞান ও বিনোদনের আড়ালে লুকিয়ে কাজ করছে?সত্যিই কি আধুনিক বিশ্ব এক অদৃশ্য ডিপ স্টেটের হাতে বন্দী?

আর আমরা, আপনি-আমি– কি এক প্রোগ্রাম করা বাস্তবতায় বসবাস করছি? প্রযুক্তি, এআই তথা মেটাভার্স আমাদের কীভাবে গ্রাস করছে? ইয়াজুজ-মাজুজ কারা? তাদের প্রাচীর কোথায়? তারা কি মুক্তি পেয়েছে?
‘অদৃশ্য সাম্রাজ্য’ বইটি শুধু একটি বই নয়– এটা এক প্রবেশদ্বার, যেখানে ইতিহাস মিলেছে গুপ্ত সংঘের রহস্যের সঙ্গে, বিজ্ঞান জড়িয়েছে ধর্মতত্ত্বে, আর রাজনীতি মিশেছে পরকালীন ভবিষ্যদ্বাণীতে।

এই বইয়ে উন্মোচিত হয়েছে—
১৩ রহস্যময় পরিবারের গোপন ইতিহাস! গুপ্ত সংঘের পেছনের কথা! জাতিসংঘ-সহ ১৯ বৈশ্বিক সংস্থার মুখোশ উন্মোচন! ব্যাবিলনের আত্মা ও কাব্বালাহর পুনর্জাগরণ!ডিপ স্টেট, CIA, ইসরায়েল ও বৈশ্বিক রাজনীতির অদৃশ্য ছায়া ইয়াজুজ-মাজুজ, যুলকারনাইনও গগ-ম্যাগগের প্রাচীর রহস্য!হলিউড, মিউজিক, ও খেলাধুলায় দাজ্জালের প্রতীকি প্রচার!প্রযুক্তির দাসত্ব, নিউরাল কন্ট্রোল ও ‘ডিজিটাল দাসত্বের যুগ’! খিলাফাহ, মাহদী ও কেয়ামতের শেষ যুদ্ধের ভূরাজনৈতিক পটভূমি!পোপতান্ত্রিক রাজনীতি, সৌদির দাসত্ব এবং ভ্যাটিকান প্যালেস রহস্য!

টাইটানিক ষড়যন্ত্র, অলিম্পিক জাহাজ কাণ্ড, ফেডারেল রিজার্ভ প্রতিষ্ঠার কালো ইতিহাস, বিতর্কিত গসপেল নিষিদ্ধ রহস্য, স্ক্রোল লিপি, কুমরান জাতি-সহ সবকিছুর সংমিশ্রণ তথা অতীত, বর্তমান ও ভবিষ্যত নিয়ে বাংলাদেশে এক বিরল কাজ।

প্রশ্ন হলো, আপনি কি সাহস করবেন এই অদৃশ্য সাম্রাজ্যের দরজায় প্রবেশ করতে? আপনি কি প্রস্তুত জানার জন্য— পৃথিবীর ভাগ্য নির্ধারণ করছে কারা? আর সেই পরিকল্পনার চূড়ান্ত পরিণতি কোথায় নিয়ে যাবে মানবজাতিকে?

যদি আপনার মনে প্রশ্ন জাগে–
“আমরা সত্যিই স্বাধীন তো?”
তাহলে অদৃশ্য সাম্রাজ্য আপনার জন্যই লেখা।
অদৃশ্য সাম্রাজ্য'– যেখানে সত্য ইতিহাসের প্রতিটি পৃষ্ঠা খুলে দেয় অন্ধকারের নতুন এক দরজা।

Al-Munzir Book Shop

মধ্যপ্রাচ্যের নবম সংখ্যা। অক্টোবর ২০২৫। খুব দ্রুতই চলে আসবে। নানা চাপে এবার বেশ দেরি হয়ে গেল। তবে, নভেম্বর সংখ্যা সময় মত...
19/10/2025

মধ্যপ্রাচ্যের নবম সংখ্যা। অক্টোবর ২০২৫। খুব দ্রুতই চলে আসবে। নানা চাপে এবার বেশ দেরি হয়ে গেল। তবে, নভেম্বর সংখ্যা সময় মত চলে আসবে।

প্রিয় শায়েখ উ সা মা বি ন লা দে ন কে নিয়ে লেখা চমৎকার একটি বই। মাইকেল শইয়ারের (Michael Scheuer) জন্ম ১৯৫২ সালে নিউ ইয়র্কে...
19/10/2025

প্রিয় শায়েখ উ সা মা বি ন লা দে ন কে নিয়ে লেখা চমৎকার একটি বই।

মাইকেল শইয়ারের (Michael Scheuer) জন্ম ১৯৫২ সালে নিউ ইয়র্কে। তার পরিচয় একাধারে ব্লগার, লেখক, আমেরিকার পররাষ্ট্র নীতির সমালোচক, রাজনৈতিক বিশ্লেষক এবং জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ‘শান্তি ও সুরক্ষা’ কেন্দ্রের প্রাক্তন সহকারী অধ্যাপক। তবে সবকিছু ছাপিয়ে তার কর্মজীবনের সবচেয়ে উল্লেখযোগ্য পরিচয়টি হলো তিনি আমেরিকার কেন্দ্রীয় গো য়ে ন্দা সংস্থা C I A-এর একজন প্রাক্তন কর্মকর্তা। ত্রিশ বছর বয়সে যোগদানের পর থেকে ২০০৪ সালে পদত্যাগ করার আগ পর্যন্ত প্রায় ২২ বছর C I A-তে কাজ করেছেন। আর এই ক্যারিয়ারেও সবচেয়ে উল্লেখযোগ্য দিকটি হলো, তিনি ১৯৯৬ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত C I A-এর কাউন্টার টেরোরিজম সেন্টারে ‘বি ন লা দে ন ইস্যু ইউনিট’-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত একই ইউনিটের বিশেষ উপদেষ্টা হিসেবেও কর্মরত ছিলেন। ‘বি ন লা দে ন ইস্যু ইউনিট’ কিংবা অন্য নামে A l e c Station ছিল উ সা মা বি ন লা দে ন কে ট্র্যাক ডাউন করার জন্য আমেরিকার গোয়েন্দাদের বিশেষায়িত দল।

বিস্তারীত জানতে বইটি এখনি অর্ডার করতে পারেন।
Al-Munzir Book Shop

আপনি কি জানেন, মুসলিম উম্মাহর ইতিহাসে এমন এক যুদ্ধের কথা বলা হয়েছে, যা কিয়ামত পর্যন্ত সবচেয়ে ভয়াবহ হবে?আপনি কি জানেন...
18/10/2025

আপনি কি জানেন, মুসলিম উম্মাহর ইতিহাসে এমন এক যুদ্ধের কথা বলা হয়েছে, যা কিয়ামত পর্যন্ত সবচেয়ে ভয়াবহ হবে?

আপনি কি জানেন সেই যুদ্ধের প্রস্তুতি আমাদের নিতে হবে?

ঐতিহাসিক সেই যুদ্ধের নাম, গাযওয়াতুল হিন্দ। আর এই যুদ্ধের আগমনী বার্তা নিয়েই লেখা হয়েছে বইটি, "গাযওয়াতুল হিন্দ কড়া নাড়ছে আপনার দুয়ারে"।

এই বইটি আপনাকে শুধু একটি যুদ্ধের ইতিহাস সম্পর্কেই জানাবে না, বরং কোরআন ও হাদিসের আলোকে সেই যুদ্ধের বাস্তবতা এবং আমাদের করণীয় সম্পর্কেও ধারণা দেবে।

এটি এমন একটি বই যা আপনার ঈমানকে মজবুত করবে এবং আপনাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে সাহায্য করবে।

সময় এসেছে সত্যকে জানার এবং নিজেকে প্রস্তুত করার। বইটি সংগ্রহ করুন এবং নিজেকে ইতিহাসের এক নতুন অধ্যায়ের জন্য তৈরি করুন।

Al-Munzir Book Shop

 #বুক_রিভিউবই: জিহাদ ফি সাবিলিল্লাহ লেখক: শাইখ খালিদ হক্কানীঅনুবাদ: Abdul Mannan Galib প্রকাশনী: দারুল ইলম মুদ্রিত মূল্য...
16/10/2025

#বুক_রিভিউ

বই: জিহাদ ফি সাবিলিল্লাহ
লেখক: শাইখ খালিদ হক্কানী
অনুবাদ: Abdul Mannan Galib
প্রকাশনী: দারুল ইলম
মুদ্রিত মূল্য: ২৮০৳

▪️জিহাদ: গুরুত্ব ও বিকৃতিঃ

মহান আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল-কুরআনে বলেন,
তোমরা হালকা-ভারী যেভাবে পারো বেরিয়ে পড়ো এবং আল্লাহর পথে নিজেদের ধন-সম্পদ ও জান দিয়ে জিহাদ কর। এটা তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে। (সূরা তাওবা আয়াত: ৪১)

জিহাদ দ্বীনের অপরিহার্য একটি স্তম্ভ এবং একটি ফরজ বিধান। শরীয়তের পরিভাষায় এর অর্থ হলো মুসলিমদের পক্ষ থেকে কুফরী শক্তি, মুরতাদদের বিরুদ্ধে লড়াই, আল্লাহর কালেমাকে সমুন্নত রাখার জন্য যুদ্ধ। জুলুম, শিরক, অন্যায়-অবিচার, তাগুত ও জালিমের বিরুদ্ধে জিহাদ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা প্রতিটি মুসলমানের ঈমানী দায়িত্ব।

অথচ বর্তমান সময়ে জিহাদের প্রকৃত অর্থকে বিকৃত করা হয়েছে। পশ্চিমা আধুনিকতায় মুসলিম সমাজ আজ জিহাদের কারণ, গুরুত্ব ও উদ্দেশ্য সব ভুলতে বসেছে। আর এ কারণেই মুসলিম জাতি আজ ধ্বংসের দোরগোড়ায় পৌঁছেছে।

▪️অনুদিত বইটির বিশেষ দিকঃ

দারুল ইলম কর্তৃক প্রকাশিত 'জিহাদ ফি সাবিলিল্লাহ' বইটি মূল লেখকের পক্ষ থেকে অত্যন্ত সংক্ষিপ্তভাবে রচনা করা হলেও বইটিতে মুহাক্কিক কর্তৃক সংযোজিত টীকা-টীপ্পনি সে সংক্ষিপ্ততার দূরবদ্ধতা দূর করে দিয়েছে। মুহাক্কিকের সাথে অনুবাদক নিজেও কিছু টীকা সংযোজন করেছেন, যা সত্যিই খুব ভালো ছিল।

আমার মনে হয়েছে, বইটির 'উৎসর্গ' অংশটি বিশেষভাবে পাঠকে দৃষ্টি আকর্ষণ করবে। এখানে অনুবাদক তাঁর ভেতরের কবিসত্তাকে গদ্যকবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। তিনি সাহাবি হামজা (রাদিয়াল্লাহু আনহু)-এর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এমন সব উপমায়, যা পাঠকের হৃদয়ে একরকম উত্তাপ জাগাতে সক্ষম। শক্তিশালী গদ্যে মিশে থাকা আবেগ ও ঈমানের স্পন্দন উৎসর্গটিকে বইটির প্রথম অনুপ্রেরণা হিসেবে অনুভূত করায়।

অন্যদিকে, 'শুরুর আগে' অংশে অনুবাদক অনন্য ভাষায় নিজের দৃষ্টিভঙ্গি ও সমসাময়িক বাস্তবতার প্রেক্ষাপট তুলে ধরেছেন।

▪️যদিও দারুল ইলম কর্তৃক প্রকাশিত জিহাদ ফি সাবিলিল্লাহ বইটি অত্যন্ত সংক্ষিপ্তভাবে রচনা করা হয়েছে কিন্তু বইটি মুসলিম সমাজে জিহাদের গুরুত্ব বোঝাতে অপরিহার্য ভূমিকা পালন করবে এবং জিহাদ ত্যাগের পরিণতি সম্পর্কে জানতেও সহায়তা করবে।

▪️আলোচ্যবিষয় ও কাঠামোগত বিশ্লেষণঃ

শাইখ খালিদ হককানীর এই ফিকহী আলোচনায় জিহাদের বিধান কুরআন ও সহিহ হাদিসের পর্যাপ্ত দলিল ও প্রমাণ ব্যাখ্যাসহ উল্লেখ করা হয়েছে। বইটি আটটি অধ্যায় এবং প্রত্যেকটি অধ্যায় বেশ কিছু পাঠে বিভক্ত :

১. জিহাদের ফারজিয়াত
২. জিহাদের বিধান ও পর্যায়
৩. জিহাদ ফরজ হওয়ার শর্তাবলী
৪. জিহাদের লক্ষ্য ও উদ্দেশ্য
৫. জিহাদের ফারজিয়ত নিয়ে সংশয় ও খন্ডন
৬. ফাদলুল জিহাদ ফি সাবিলিল্লাহ
৭. জিহাদ ত্যাগের পরিণতি
৮. শহীদদের প্রকারভেদ

আল্লাহ তা'আলা কুরআনে ৪১ বার জিহাদের কথা উল্লেখ করেছেন। এছাড়াও রাসূলুল্লাহ ﷺ বেশ কিছু হাদিস বলেছেন।

রাসূলুল্লাহ ﷺ বলেন,"যে ব্যক্তি মৃত্যুবরণ করল অথচ সে কখনো জিহাদে অংশগ্রহণ করেনি, এমনকি নিজের অন্তরেও জিহাদের আকাঙ্ক্ষা পোষণ করেনি, সে এক ধরনের নিফাক (কপটতা) নিয়ে মৃত্যুবরণ করল।( মুসলিম: ১৯১০)

এছাড়াও বইটিতে আলোচনা করা হয়েছে জিহাদ কোথায় এবং কেন প্রয়োজন? জিহাদকারীর অবস্থান কী আর জিহাদ ত্যাগকারীর পরিণতি কী? অনুবাদক আব্দুল মান্নান গালিব অত্যন্ত প্রাঞ্জল ভাষায় এর অনুবাদ করেছেন, যা পাঠককে বিষয়বস্তুতে ধরে রাখে।

▪️এই সংক্ষিপ্ত বইটি পাঠককে জিহাদের গুরুত্ব বোঝাতে অপরিহার্য ভূমিকা পালন করবে এবং জিহাদ ত্যাগের পরিণতি সম্পর্কে জানতেও সহায়তা করবে বলে আমি বিশ্বাস করি। শিরক, জুলুম ও জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জিহাদের কোনো বিকল্প নেই। তাই বর্তমান সময়ের সেকুলারিজম, পশ্চিমা সংস্কৃতির গণ্ডি থেকে বেরিয়ে জিহাদের তামান্না বুকে ধারণ করতে সাহায্য করবে এই সংক্ষিপ্ত 'জিহাদ ফি সাবিলিল্লাহ' বইটি।

রেটিং ৮.৫/১০

লিখেছেন Binte Somir Uddin

খিলাফাহর আবশ্যকতা না বুঝলে এর জরুরত বোঝা যাবে না। যদি এক বাক্যে কেউ খিলাফাহর আবশ্যকতা জানতে চায়, তাহলে ইমাম নাসাফীর কথা...
16/10/2025

খিলাফাহর আবশ্যকতা না বুঝলে এর জরুরত বোঝা যাবে না। যদি এক বাক্যে কেউ খিলাফাহর আবশ্যকতা জানতে চায়, তাহলে ইমাম নাসাফীর কথাটি প্রণিধানযোগ্য। তিনি লিখেছেন— 'মুসলিমদের জন্য একজন ইমাম আবশ্যক যিনি শরীয়াহ প্রতিষ্ঠা করবেন, হদ (শাস্তি) কার্যকর করবেন, সীমান্তকে নিরাপদ রাখবেন, সেনাবাহিনীকে সুসজ্জিত করবেন, যাকাত গ্রহণ করবেন, চোর-ডাকাত ও অপরাধীদের দমন করবেন, জুমা ও ঈদের নামাজ কায়েম করবেন, মানুষের মধ্যকার ঝগড়া-বিবাদ নিরসন করবেন, মানুষের অধিকারের পক্ষে সাক্ষ্য গ্রহণ করবেন, অভিভাবকহীন নারী-পুরুষের বিয়ের ব্যবস্থা করবেন এবং গনিমাত বণ্টন করবেন'। [ইমাম নাসাফী, শারহুল আকাইদ, পৃষ্ঠা: ১৪১]
বই - খিলাফাহ : ইসলামী শাসনব্যবস্থা

Address

Dhaka Colony

Telephone

+8801920955481

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD ABU BAKAR KHAN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD ABU BAKAR KHAN:

Share