হ্যাঁ আমি বামপন্থী

হ্যাঁ আমি বামপন্থী সাম্যবাদ

সবাই আসুন
31/01/2025

সবাই আসুন

16/05/2022

😂😂😂😂

কিম জং উন, যে একজন স্বৈরাচারী রাষ্ট্রনায়ক, এই খবর নিশ্চিত আপনি পেয়েছেন!তবে এই স্বৈরাচারী! ....  কোনো দেশ আক্রমণ করেছেন?ক...
05/05/2022

কিম জং উন, যে একজন স্বৈরাচারী রাষ্ট্রনায়ক, এই খবর নিশ্চিত আপনি পেয়েছেন!
তবে এই স্বৈরাচারী! ....
কোনো দেশ আক্রমণ করেছেন?
কোনো দেশের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়ে পুতুল সরকার গঠনের চেষ্টা করেছেন?

কিছু বছর আগের ঘটনা।
কলকাতা'য় একটি মহিলা সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তর কোরিয়ার এক প্রতিনিধি।
সেই সময় একটি মেয়ের উপর পৈশাচিক নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল কলকাতা ....
বক্তৃতায় ঐ প্রতিনিধি বলেছিলেন-
আমরা উত্তর কোরিয়ার মেয়েরা r**e কথাটির সাথে খুব পরিচিত নই। দুর্ভাগ্যের বিষয় আপনার দেশে মেয়েদের আজও এই বিভৎসতার বিরুদ্ধে লড়তে হবে ....
ঐ দেশের নাগরিকদের শিক্ষা,স্বাস্থ্য নাগরিক জীবনের চাহিদা ........কতোটা অনিশ্চিত?
করোনা-র এই করাল গ্রাস থেকে কিভাবে রক্ষা করতে পারছে নিজের দেশকে?

তবুও পশ্চিমি দুনিয়া ও তার বাজনাদার সংবাদ মাধ্যম আক্রমণ হেনে চলেছে ......
সে মাঝে মধ্যেই জাপান উপসাগরে মিসাইল নিক্ষেপ করে জানান দেয় তার শক্তির .....
থেকে থেকেই হুঙ্কার দিয়ে বলে ওঠে -উড়িয়ে দেব ওয়াশিংটন.....
বশ্যতা... স্বীকার করতে চায়না বলে!
নাকি, সে স্বৈরাচারী এ জন্যই যে দেশের অভ্যন্তরে corporate পুঁজির ব্যবসা বিস্তারে সে আজও বাধা .....

একদিন ইরাকের বুক থেকে দেশী-বিদেশী করপোরেট পুঁজিকে উৎখাত করে তেল সহ প্রাকৃতিক গ্যাস nationalization করেছিলেন সাদ্দাম হোসেন। বাড়িতে বাড়িতে বিনা মূল্যে গ্যাস পেয়েছিল জনগণ....আর ঠিক সেই অপরাধে কুৎসার বন্যা বইয়ে দিয়েছিল করপোরেট পুঁজি ও তার বাজনাদার সংবাদমাধ্যম।

আজ ইরাক,মধ্যপ্রাচ্যে,ল্যাটিন আমেরিকা,আফ্রিকা'র বহু দেশ ধ্বংস ! আমেরিকা,ইংল্যান্ড,ফ্রান্স,জার্মানি .....এদের বোমারু বিমান হামলা চালিয়ে ......
তবুও ওরা স্বৈরাচারী নয় ......

৩০'র দশকে একটি আন্তর্জাতিক সেমিনারে অংকের প্রশ্নে 'কম দামে ফসল কিনে পরে চাহিদায় সময় বেশি দামে বিক্রি .....'সংক্রান্ত একটি প্রশ্নে, রাশিয়ার কিশোর ছাত্ররা অবাক বিস্ময়ে জানতে চেয়েছিল..পুলিশ ওদের arrest করে না কেন?
কিংবা দেশের কৃষি বা শিল্প উৎপাদন বাড়ানোর জন্য শুধু মাত্র আধিকারিকদের সাথে নয়, কৃষক শ্রমিকের অভিজ্ঞতা ঘন্টায় পর ঘন্টা শুনতেন সোভিয়েত রাশিয়ার মহান নেতা কমরেড স্টালিন।

অত্যন্ত পশ্চাদপদ জারের রাশিয়া কমরেড স্টালিন'র নেতৃত্বে কিভাবে হিটলারের মোকাবিলা করেও কৃষি,শিল্প,বিজ্ঞান ও প্রযুক্তির অতিদ্রুত বিকাশের মাধ্যমে আমেরিকার ঘাড়ে নিঃশ্বাস ফেলতে পেরেছিল ....
অধিকাংশ সংবাদমাধ্যম এই সমস্ত ইতিহাস তুলে ধরার সময় পাইনা, সময় হয় না।

এই ভয়ংকর দুর্দিনে আমার গরিব দেশের ফকির প্রধানমন্ত্রী মোদীর জন্য 8458 কোটি টাকা মূল্যের বোয়িং 777 বিমান এর ব্যবস্থা হলেও .....
এ সমস্ত অর্থহীন খবর সংবাদমাধ্যম থেকে দ্রুতই হারিয়ে যায়।
গোয়েবল্ এর সেই কথা- বারবার বলো, জোরের সাথে বলো......মিথ্যা সত্যতে পরিণত হবে।

তাহলে, আজ কর্পোরেট পুঁজির তল্পিবাহক রাষ্ট্র এবং তার বাজনাদার অধিকাংশ সংবাদমাধ্যম যা পরিবেশন করে ......
সত্য খুঁজে নেবার দায়িত্ব আপনার।

লিখনেঃ .

01/05/2022

এটা শ্রীলংকার ভিডিও
যখন দেওয়ালে পিঠ ঠেকে যায় তখন হাতটা ✊(মুঠো) করে সামনে আগিয়ে যেতে হয় আর নাহলে মৃত্যু কোলে ঢোলে পরতে হয়। যেখানে সব শেষ ঠিক সেখান থেকেই বামপন্থার শুরু।
বিপ্লবের কোন মধ্যবর্তি স্থান হয় না হয় পায়ের নীচে না হয় মাথার ওপর।

27/04/2022

ফ্যাসিস্টের বন্দুক, গুলি,লাঠির সামনে এভাবেই প্রতিরোধ চলবে।
প্রতিবাদে প্রতিরোধ আজ ত্রিপুরাতে

27/04/2022

লাল ঝান্ডা প্রতি ভালোবাসাটা হৃদয় থেকে আসে ❤️ লাল সেলামম কমরেড✊✊❤️✊✊লাল সেলাম।

27/04/2022

27/04/2022

SHUTUP CHOR

25/04/2022
24/04/2022

❤️❤️❤️

দেশে যখনই দাঙ্গা হবে,সঙ্গে সঙ্গে ভারতীয় অর্থ মন্ত্রণালয়ের দিকে নজর দেওয়া শুরু করে দিন।। দেখবেন কোনো না কোনো একটা কেলেঙ্ক...
21/04/2022

দেশে যখনই দাঙ্গা হবে,
সঙ্গে সঙ্গে ভারতীয় অর্থ মন্ত্রণালয়ের দিকে নজর দেওয়া শুরু করে দিন।। দেখবেন কোনো না কোনো একটা কেলেঙ্কারি হতে চলেছে।।

CNBC চ্যানেলে একটা ছোট্ট খবর পরিবেশন করা হয়েছে,, অধিকাংশ মানুষের দৃষ্টি এড়িয়ে গেছে,, অন্যান্য চ্যানেলে এই বিষয়টি সম্বন্ধে কোনো আলোচনা নেই-----

24 শে ফেব্রুয়ারি 2022 সালে LIC (ভারতীয় জীবন বীমা নিগম) এর মোট ভ্যালুয়েশন দেখানো হয়েছিল 16 লাখ কোটি INR।।

এরপর 13 ই এপ্রিল 2022 সালে LIC কম্পানীর মোট ভ্যালুয়েশন দেখানো হয় 11 লাখ কোটি INR।।

আজ,, 21 শে এপ্রিল 2022 এ দেখলাম LIC কম্পানীর সর্বমোট ভ্যালু দেখানো হয়েছে - 6 লাখ কোটি INR।।

বহুদিন থেকেই কানাঘুষা চলছে,, LIC আম্বানিকে উপহার হিসেবে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে।।

আম্বানির নিজস্ব চ্যানেল CNBC এর খবর অনুযায়ী LIC এর মার্কেট ভ্যালু মাত্র 6 লাখ কোটি।।

মাত্র 2 মাস আগে যে কম্পানীর ভ্যালু 16 লাখ কোটি ছিলো,, সেই কম্পানীর ভ্যালু 2 মাসের মধ্যে 10 লাখ কোটি কমে গিয়ে,, মাত্র 6 লাখ কোটিতে নেমে এলো কিভাবে ??

জনগণকে বুলডোজারের খেলায় মাতিয়ে রেখে,, সরকার LIC এর মার্কেট ভ্যালু কমিয়ে দিতে চলেছে।।

কয়েকদিন পর মার্কেট ভ্যালু 1 অথবা 2 লাখ কোটিতে নামিয়ে দেওয়া হবে,, তারপর টুক করে আম্বানি বাবু,, 26 লক্ষ কোটির কম্পানী,, 1/2 কোটিতে পকেটে ঢুকিয়ে নেবে।।

LIC বিক্রি হয়ে যাওয়ার চান্স 99.9% রয়েছে।। এক ঝটকায় দেশের কয়েক কোটি মানুষ পথে বসে যাবে।।
সংগৃহীত
😢😢😢

Address

Dhantola

Telephone

+918918998683

Website

Alerts

Be the first to know and let us send you an email when হ্যাঁ আমি বামপন্থী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category