21/04/2022
দেশে যখনই দাঙ্গা হবে,
সঙ্গে সঙ্গে ভারতীয় অর্থ মন্ত্রণালয়ের দিকে নজর দেওয়া শুরু করে দিন।। দেখবেন কোনো না কোনো একটা কেলেঙ্কারি হতে চলেছে।।
CNBC চ্যানেলে একটা ছোট্ট খবর পরিবেশন করা হয়েছে,, অধিকাংশ মানুষের দৃষ্টি এড়িয়ে গেছে,, অন্যান্য চ্যানেলে এই বিষয়টি সম্বন্ধে কোনো আলোচনা নেই-----
24 শে ফেব্রুয়ারি 2022 সালে LIC (ভারতীয় জীবন বীমা নিগম) এর মোট ভ্যালুয়েশন দেখানো হয়েছিল 16 লাখ কোটি INR।।
এরপর 13 ই এপ্রিল 2022 সালে LIC কম্পানীর মোট ভ্যালুয়েশন দেখানো হয় 11 লাখ কোটি INR।।
আজ,, 21 শে এপ্রিল 2022 এ দেখলাম LIC কম্পানীর সর্বমোট ভ্যালু দেখানো হয়েছে - 6 লাখ কোটি INR।।
বহুদিন থেকেই কানাঘুষা চলছে,, LIC আম্বানিকে উপহার হিসেবে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে।।
আম্বানির নিজস্ব চ্যানেল CNBC এর খবর অনুযায়ী LIC এর মার্কেট ভ্যালু মাত্র 6 লাখ কোটি।।
মাত্র 2 মাস আগে যে কম্পানীর ভ্যালু 16 লাখ কোটি ছিলো,, সেই কম্পানীর ভ্যালু 2 মাসের মধ্যে 10 লাখ কোটি কমে গিয়ে,, মাত্র 6 লাখ কোটিতে নেমে এলো কিভাবে ??
জনগণকে বুলডোজারের খেলায় মাতিয়ে রেখে,, সরকার LIC এর মার্কেট ভ্যালু কমিয়ে দিতে চলেছে।।
কয়েকদিন পর মার্কেট ভ্যালু 1 অথবা 2 লাখ কোটিতে নামিয়ে দেওয়া হবে,, তারপর টুক করে আম্বানি বাবু,, 26 লক্ষ কোটির কম্পানী,, 1/2 কোটিতে পকেটে ঢুকিয়ে নেবে।।
LIC বিক্রি হয়ে যাওয়ার চান্স 99.9% রয়েছে।। এক ঝটকায় দেশের কয়েক কোটি মানুষ পথে বসে যাবে।।
সংগৃহীত
😢😢😢