13/03/2025
ধর্মনগরের জেল-রোডে অবস্থিত শ্রেষ্ঠা আই হসপিটালে ধর্মনগরের এক সনামধন্য বিশেষজ্ঞ পশু চিকিৎসককে হেনস্থা করা হয়। উনার চোখের অপারেশন না করে উনার হাতে ডিসচার্জ সার্টিফিকেট তুলে দেওয়া হয়। ওখানকার তথাকথিত চক্ষু রোগ বিশেষজ্ঞের উপস্থিতিতে এমন ঘটনা ঘটে।