Sj News 24

Sj News 24 এস জে নিউজ ২৪ সত্যের পথে আমরা

27/09/2025

📢 প্রাণের আবেদন
চুড়াইবাড়ি থানার লক্ষীনগর গ্রাম পঞ্চায়েতের করিমপাড়ার বাসিন্দা সুরুজান বিবি গত ৪ মাস ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন।
ডাক্তাররা জানিয়েছেন, তাঁর চিকিৎসার জন্য প্রায় ১ লক্ষ টাকা জরুরি প্রয়োজন।

🙏 আসুন সবাই মিলে এগিয়ে আসি।
আপনার ছোট্ট সহযোগিতা সুরুজান বিবির জীবনে নতুন আশার আলো জ্বালাতে পারে।
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। ❤️

📲 PhonePe Number: +91 9863012921

#মানবিকতা #সাহায্যেরআবেদন #চুরাইবাড়ি #লক্ষীনগর

27/09/2025

🩸 আজ কদমতলা বয়েজ ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হচ্ছে।
আসুন, মানবতার সেবায় একসাথে হই। ✨

#রক্তদানমহৎদান #স্বাস্থ্যশিবির #কদমতলাবয়েজক্লাব

23/09/2025

📢 চুরাইবাড়ি বাজারে পুলিশের সাহসী অভিযান!
👉 প্রায় ১০ কেজি গাঁজা উদ্ধার 🚔
মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এই পদক্ষেপ প্রশংসনীয় 👏

#চুরাইবাড়ি #উত্তরত্রিপুরা #পুলিশঅভিযান #মাদকবিরোধী_অভিযান #সাহসী_পদক্ষেপ

22/09/2025

🕊️ একটি ছোট্ট শিশুর বাঁচার লড়াই...
চার বছরের বেশি সময় ধরে প্যারালাইসিসে ভুগছে খাদিমপাড়ার এক শিশু।
আপনার ছোট্ট সহায়তাই হতে পারে ওর নতুন জীবনের আলো। 🙏
#মানবিকতারআহ্বান

21/09/2025

✨ সুসংবাদ ✨
চুরাইবাড়ি বাজারের S.R. MEDICALS-এ নিয়মিত চেম্বার করবেন
ডা. কালিম উ আহামেদ (MBBS, DFAM – IGM Hospital)
💊 মেডিসিন বিশেষজ্ঞ | 🧠 Ex.Neuro Consultant GNRC hospital Guwahati
📅 রোগী দেখা শুরু: আগামী সোমবার, ২২শে সেপ্টেম্বর ২০২৫ থেকে
⏰ সময়: প্রতি সোমবার সন্ধ্যা ৬টা
📍 স্থান: চুরাইবাড়ি বাজার, ধর্মনগর, উত্তর ত্রিপুরা

📞 যোগাযোগ: 8794667416 / 9436534153

👉 আপনার স্বাস্থ্যই আপনার সম্পদ – তাই সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিন।

SRMedicals

20/09/2025

📢 “একজন অসহায় ছেলের পাশে দাঁড়ানো মানেই একজন মায়ের স্বপ্ন বাঁচানো।
রাসুল হোসেনের জীবন রক্ষায় আপনার সামান্য সহযোগিতাই হতে পারে সবচেয়ে বড় দান।” ❤️🙏

#মানবিকতা #সহযোগিতা #চুরাইবাড়ি #লক্ষীনগর৬

19/09/2025

🚛✨ নতুন সুযোগ! BS6 912 LPK ট্রিপার বিক্রি হবে।
যারা কিনতে ইচ্ছুক, তারা এখনই যোগাযোগ করুন। 📞 9066580698

17/09/2025

মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত! ❤️🩸

উত্তর ফুলবাড়ীর এক অসহায় মহিলার জরুরি অপারেশনের জন্য রক্তের অভাব হচ্ছিল। সেই কঠিন সময়ে আমাদের যুব সংঘ ক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এগিয়ে এসে নিজের রক্ত দান করেন। তাঁর এই মানবিক উদ্যোগের ফলে মহিলার অপারেশন সম্ভব হয় এবং জীবন রক্ষা পায়।

আমরা গর্বিত আমাদের ক্লাবের এমন এক মানবপ্রেমী সদস্যকে নিয়ে। নিচে রক্তদান প্রক্রিয়ার কিছু ভিডিও ফুটেজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন এবং অনুপ্রাণিত হোন!

#মানবতা #রক্তদান #যুবসংঘক্লাব #সহমর্মিতা

15/09/2025

🎉 আজ কদমতলা ফাইনালে ফুলবাড়ী চ্যাম্পিয়ন! 🏆
বিশেষ ধন্যবাদ সমাজসেবী আব্দুল মালিক মহাশয়, ওস্তার আলি মহাশয় ও সেলিম মিয়া–এর অকুতোভয় সাপোর্টের জন্য।
ফুলবাড়ীর গর্ব, ঐক্যের জয়! 🌟

#ফুলবাড়ীর_গর্ব #কদমতলা_ফাইনাল #আব্দুলমালিক #ওস্তারআলি #সেলিমমিয়া #খেলাধুলা #গ্রামীণঐক্য

🏆ফাইনাল ম্যাচের দিন – আজকের মহাযুদ্ধ! 🏆ফুলবাড়ী 🆚 রাণীবাড়ী📍 স্থান – কদমতলা মাঠআজ উত্তেজনা, পারফরম্যান্স আর প্রতিদ্বন্দ্...
14/09/2025

🏆ফাইনাল ম্যাচের দিন – আজকের মহাযুদ্ধ! 🏆
ফুলবাড়ী 🆚 রাণীবাড়ী
📍 স্থান – কদমতলা মাঠ
আজ উত্তেজনা, পারফরম্যান্স আর প্রতিদ্বন্দ্বিতায় ভরপুর ফাইনাল ম্যাচ! কে জিতবে? কে হবে চ্যাম্পিয়ন?
এসে খেলাটি উপভোগ করুন, খেলোয়াড়দের উৎসাহ দিন এবং ক্রীড়ার আনন্দ ছড়িয়ে দিন! ⚽

🏆 ফাইনাল ম্যাচের দিন – আজকের মহাযুদ্ধ! 🏆ফুলবাড়ী 🆚 রাণীবাড়ী📍 স্থান – কদমতলা মাঠআজ উত্তেজনা, পারফরম্যান্স আর প্রতিদ্বন্দ...
14/09/2025

🏆 ফাইনাল ম্যাচের দিন – আজকের মহাযুদ্ধ! 🏆
ফুলবাড়ী 🆚 রাণীবাড়ী
📍 স্থান – কদমতলা মাঠ
আজ উত্তেজনা, পারফরম্যান্স আর প্রতিদ্বন্দ্বিতায় ভরপুর ফাইনাল ম্যাচ! কে জিতবে? কে হবে চ্যাম্পিয়ন?
এসে খেলাটি উপভোগ করুন, খেলোয়াড়দের উৎসাহ দিন এবং ক্রীড়ার আনন্দ ছড়িয়ে দিন! ⚽🔥🎉

13/09/2025

📢 পূর্ব কদমতলার রাস্তার দুরবস্থা নিয়ে চরম বেদনা!
৩ নম্বর ওয়ার্ডের অঙ্গনারী স্কুল থেকে ডিজন্দ্র লাল গিরি বারিপর্যন্ত রাস্তাটি বছরের পর বছর মেরামতহীন পড়ে আছে। বর্ষায় কাদা-পানিতে চলাচল প্রায় অসম্ভব। বাজার, স্কুল, চিকিৎসা – সব জায়গায় যেতে মানুষ নিত্যদিন দুর্ভোগের মুখে। উন্নয়নের কথা বলা হলেও সাধারণ মানুষের কষ্ট দেখছে কে? 🚧💔

আমরা চাই – দ্রুত রাস্তা সংস্কার হোক, সাধারণ মানুষের চলাচল সহজ হোক।
আপনারাও পাশে থাকুন, সমস্যার কথা ছড়িয়ে দিন! ✊

#পূর্বকদমতলা #রাস্তারদুরবস্থা #জনসাধারণেরকথা #উন্নয়নচাই #চলাচলেরসুবিধা #কদমতলাবাসী #আমরাওচাইউন্নয়ন

Address

Chuaribari
Dharmanagar
799262

Telephone

+919863012921

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sj News 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sj News 24:

Share