Sj News 24

Sj News 24 এস জে নিউজ ২৪ সত্যের পথে আমরা

03/09/2025

🚨 পুজোর চাঁদা নিয়ে ড্রাইভারদের উপর নির্যাতন!
কেরেনজুরি পেট্রোল পাম্পের সামনে আসাম–আগরতলা জাতীয় সড়কে প্রায় ২ ঘণ্টা অবরোধ।
অভিযোগ – কুমারঘাট ফটিকরায় শক্তি সংঘ ক্লাবের সদস্যরা ড্রাইভারদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় ও মারধর করেছে।

✍️ ড্রাইভারদের দাবি, প্রশাসন যেন চাঁদাবাজি বন্ধ করে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়।

👉 বিস্তারিত দেখুন ভিডিওর মধ্যে।
শেয়ার করে অন্যদেরও সচেতন করুন।

আমাদের ফুলবাড়ী এলাকার একজন অন্যতম ব্যক্তিত্ব শ্রদ্ধেয় আব্দুল হামিদ সাহেব। আজকে উনার এক্সিডেন্টে হাতের উপরের দিকে কিছুট...
02/09/2025

আমাদের ফুলবাড়ী এলাকার একজন অন্যতম ব্যক্তিত্ব শ্রদ্ধেয় আব্দুল হামিদ সাহেব। আজকে উনার এক্সিডেন্টে হাতের উপরের দিকে কিছুটা অংশ ভেঙ্গে যায়।
মহান আল্লাহতালার কাছে উনার দ্রুত সুস্থতা কামনা করছি।

02/09/2025

আজ জেরজেরী এলাকায় গ্রামবাসীর জাগরণ—
ড্রাগাসক্ত যুবককে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিলো জনগণ।
👊 সমাজ বাঁচাতে সবাইকে একসাথে দাঁড়াতে হবে।

#নেশাছাড়োখেলায়আসো

01/09/2025

🔥 আজকের ম্যাচে কদমতলা মাঠ কাঁপিয়ে দিল উত্তর ফুলবাড়ী গ্রাম পঞ্চায়েত!
⚽ পারভেজ ভূঁইয়ার দুর্দান্ত গোলে এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে হারালো পূর্ব ফুলবাড়ীকে।
বিদেশি খেলোয়াড় থাকা সত্ত্বেও একটিও গোল করতে পারেনি পূর্ব ফুলবাড়ী টিম।
পুরো মাঠ আজ উত্তর ফুলবাড়ীর জয়ে নেচে উঠলো আনন্দে। 🏆✨

31/08/2025

🚨 পানিসাগর পদ্মবিল ২ নং ওয়ার্ডের মোহাম্মদ আবুল মিয়ার নামে একের পর এক এফআইআর!
👉 পানিসাগর, কদমতলা ও চুড়াইবাড়ি—এই তিন থানায় মামলা দায়েরের পর স্থানীয় মুসলিম সমাজের প্রবল ক্ষোভ।

⚠️ জানা গেছে, আবুল মিয়া এক বছর আগে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে, যা তার পরিবারও জানতো না। খবর জানার পর পরিবার থেকে তাকে বারিষ্কার করে দেওয়া হয়েছে।

✒️ ত্রিপুরা উলামা সোসাইটির দাবি—অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি প্রদান করতে হবে।
🛑 পানিসাগর পুলিশ প্রশাসনের আশ্বাস—আগামী একদিনের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হবে।

🔊 ধর্ম অবমাননার বিরুদ্ধে মুসলিম সমাজ একজোট ✊

#পানিসাগর #চুড়াইবাড়ি #কদমতলা #ত্রিপুরা_উলামা_সোসাইটি #ধর্মঅবমাননা #ন্যায়বিচার

31/08/2025

📢 ধর্মীয় অনুভূতিতে আঘাত!
উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদ আবুল মিয়া, যিনি প্রায় এক বছর আগে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন, নাম পরিবর্তন না করেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ)-কে নিয়ে সামাজিক মাধ্যমে অবমাননাকর মন্তব্য করেছেন।

🔴 এই ঘটনায় মুসলিম সমাজসহ সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতে গভীর আঘাত লাগে এবং এলাকাজুড়ে অশান্তি ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।
📌 এ প্রসঙ্গে চুরাইবাড়ি থানায় লিখিত FIR দায়ের করা হয়েছে।
✊ পুলিশের আশ্বাস—অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করা হবে এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

---

29/08/2025

✨ সাউথ ফুলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের স্টুডেন্টরা আজ মা-বাবার গর্ব ✨
গৌরব স্যারের দিকনির্দেশনায় কঠোর পরিশ্রম করে স্টুডেন্টরা এখন স্টেট লেভেলে উঠেছে 🏆
তাদের সাফল্যে গর্বিত আমরা সবাই 💐
📍 আগামী ১লা সেপ্টেম্বর ধর্মনগর বিবিআই মাঠে খেলা অনুষ্ঠিত হবে।
এসো মাঠে এসে আমাদের স্টুডেন্টদের উৎসাহ দিই 🙌

28/08/2025

📢 ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল – মোবাইল ও নেশা ছেড়ে কদমতলা মাঠে চল!
⚽ ১লা সেপ্টেম্বর শুরু হচ্ছে জমজমাট ফুটবল টুর্নামেন্ট —
🔥 পূর্ব ফুলবাড়ী বনাম উত্তর ফুলবাড়ী প্রথম ম্যাচেই রোমাঞ্চের ঝড়!

🎉 আসুন পরিবার-বন্ধুদের নিয়ে,
👉 খেলোয়াড়দের উৎসাহ দিন,
👉 খেলার আনন্দ উপভোগ করুন,
👉 আর হয়ে উঠুন কদমতলা ফুটবল উৎসবের অংশীদার!

#খেলা_হোক

26/08/2025

⚡ পারিবারিক সম্পত্তি থেকেই শুরু হলো বড় ঝামেলা...
✒️ সমাধান কি মিলবে আলোচনায় নাকি গড়াবে আদালতে?

#লক্ষীনগর #জমিবিবাদ #ভাইভাইদ্বন্দ্ব #এলাকায়উত্তেজনা #সংবাদআপডেট #স্থানীয়খবর #পারিবারিককলহ #জমিজমা #তাজাখবর #বাংলাখবর

25/08/2025

✨ বিশ্বনবীর জন্মদিনে বিশেষ আয়োজন ✨
দক্ষিণ ফুলবাড়ী হাই স্কুল মাঠে ৫ই সেপ্টেম্বর সকাল ৮টায় অনুষ্ঠিত হবে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত 🕌
আপনাদের সবাইকে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ। 🌸

23/08/2025

😱 সবাই আতঙ্কিত! ফোনে কি ভাইরাস ঢুকেছে?
👉 আসল কারণটা জানলে আপনিও অবাক হবেন।
পুরো ভিডিও দেখুন 👇

22/08/2025

🏆 সাউথ ফুলবাড়ি স্কুলের গর্ব!
২১ জনের মধ্যে ১৭ জন সাব-ডিভিশন আর সেখান থেকে ৪ জন পৌঁছে গেছে জেলা পর্যায়ে।
কবাডিতে বাহারুল ইসলাম ⭐ আর রানিঙ্গে আলিমুদ্দিন, সাবজান বেগম, জোসনা বেগমের দুর্দান্ত সাফল্য।
সব কৃতিত্ব গৌরব স্যারের পরিশ্রমের, তবে ছাত্রছাত্রীদের স্বপ্ন— স্কুলে একজন অভিজ্ঞ কোচ আসুক। ❤️








Address

Chuaribari
Dharmanagar
799262

Telephone

+919863012921

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sj News 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sj News 24:

Share