Kadamtala Live - কদমতলা লাইভ - कदमतला लाइव

  • Home
  • India
  • Dharmanagar
  • Kadamtala Live - কদমতলা লাইভ - कदमतला लाइव

Kadamtala Live - কদমতলা লাইভ - कदमतला लाइव Kadamtala Live is a digital news network. It brings the latest news of Tripura and first on you

Don't copy any post of our page with out our permission



instagram- https://instagram.com/kadamtala_live?utm_medium=copy_link



YouTube- https://youtube.com/channel/UCu44N-bvYRpOXg2EIlN6iBg

  #Model- Wagonr VxiRegistration year -2017Run - 53kLocation- Kadamtala, North TripuraPower steering, Ac, Music system a...
30/08/2025

#
Model- Wagonr Vxi
Registration year -2017
Run - 53k
Location- Kadamtala, North Tripura
Power steering, Ac, Music system available
Price- 3.5L ( Negotiable)
Contact number- 7005624145

25/08/2025

একটা কালো রং এর গরুবাচ্ছা কার বাইকে বাড়ি মারিয়া গেছে কদমতলা বাজারের রেশন দোকানের পাশে ।বাচ্ছাটা এখন ও বাছিয়া আছে। গরুর মালিক পাওয়া যাচ্ছে না।

আগর ব্যবসার ফাঁদ? কদমতলায় দুই যুবককে গণপিটুনি, অভিযুক্তের গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও*উত্তর ত্রিপুরার কদমতলা থানা এলাক...
21/08/2025

আগর ব্যবসার ফাঁদ? কদমতলায় দুই যুবককে গণপিটুনি, অভিযুক্তের গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও*

উত্তর ত্রিপুরার কদমতলা থানা এলাকায় বৃহস্পতিবার সকাল থেকে তীব্র উত্তেজনা বিরাজ করছে। আগরগাছ বিক্রির প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে গিয়ে দুই যুবককে বাইক চুরির অভিযোগে নৃশংসভাবে মারধর করার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা এলাকা। অভিযুক্তের গ্রেফতারের দাবিতে আহতদের পরিবার ও স্থানীয় বাসিন্দারা কদমতলা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন। অভিযোগ, উত্তর হুরুয়া ৫ নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল মালিক আগর ব্যবসার কথা বলে উত্তর ফুলবাড়ি গ্রামের ফজল আহমেদ এবং অসমের কাঁঠালতলীর বাসিন্দা জুবায়ির আহমেদকে হুরুয়া গ্রামে ডেকে নিয়ে যায়। কিন্তু তাঁরা সেখানে পৌঁছনো মাত্রই পরিস্থিতি বদলে যায়। এলাকার কিছু যুবক আচমকা তাঁদের উপর চড়াও হয় এবং বাইক চুরির অভিযোগে বেধড়ক মারধর শুরু করে। এই ঘটনায় দুই যুবকই গুরুতরভাবে আহত হন। খবর পেয়ে ফুলবাড়ি এলাকা থেকে তাঁদের পরিচিত ২০-২৫ জন যুবক ঘটনাস্থলে ছুটে আসেন এবং কদমতলা থানার পুলিশকে খবর দেন। খবর পেয়েই কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের প্রথমে উদ্ধার করে কদমতলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাঁদের ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন।

এদিকে, এই ঘটনার প্রতিবাদে এবং মূল অভিযুক্ত আব্দুল মালিককে অবিলম্বে গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার সকালে আহতদের পরিবার ও এলাকাবাসী কদমতলা থানার সামনে জড়ো হয়ে তীব্র বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীদের হুঁশিয়ারি, অভিযুক্তকে গ্রেপ্তার না করা পর্যন্ত তাঁরা থানার চত্বর ছেড়ে যাবেন না। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র কদমতলা এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে থানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

আজ কদমতলা কালিবাড়ির সামনে প্রায় বাঘের মতো দেখতে একটি বিড়ালকে রাস্তার পাশে নিহত অবস্থায় দেখা যায় অনেকেই এটাকে বাঘের ...
16/08/2025

আজ কদমতলা কালিবাড়ির সামনে প্রায় বাঘের মতো দেখতে একটি বিড়ালকে রাস্তার পাশে নিহত অবস্থায় দেখা যায় অনেকেই এটাকে বাঘের ছোট বাচ্চা বলে ধারণা করছেন আবার অনেকেই বন বিড়াল বলে আখ্যা দিচ্ছেন

আজ ১৫ই আগস্ট স্বাধীনতা দিবসের পবিত্র দিনে, যখন আমরা শহীদদের ত্যাগ ও দেশের স্বাধীনতার মহিমাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি, ...
15/08/2025

আজ ১৫ই আগস্ট স্বাধীনতা দিবসের পবিত্র দিনে, যখন আমরা শহীদদের ত্যাগ ও দেশের স্বাধীনতার মহিমাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি, তখন কদমতলার এই প্রচণ্ড গরমে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে চলা প্রতিটি শ্রমজীবী, কর্মঠ ও পরিশ্রমী মানুষের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসার প্রতীক হিসেবে প্রান্তজয়ী ওয়েলফেয়ার সোসাইটি তাদের হাতে তুলে দেয় ঠাণ্ডা আম পান্না—যা শুধু তৃষ্ণা নিবারণের একটি পানীয় নয়, বরং প্রতিটি গ্লাসে মিশে থাকে আমাদের সম্মান, শ্রদ্ধা ও যত্নের অনুভূতি; যাতে স্বাধীনতার আনন্দময় পরিবেশে মিশে থাকে মানবতার মিষ্টি স্বাদ এবং প্রতিটি হৃদয়ে জাগ্রত হয় ঐক্য, সহমর্মিতা ও পারস্পরিক ভালোবাসার অঙ্গীকার।🇮🇳🙏🏻

৭৯ নম্বর স্বাধীনতা দিবস পালিত হলো কদমতলা পুলিশ স্টেশনে
15/08/2025

৭৯ নম্বর স্বাধীনতা দিবস পালিত হলো কদমতলা পুলিশ স্টেশনে

কাঞ্চনপুর এবং ধর্মনগরের মেইন রাস্তা শিক্ষক স্বল্পতার জন্য লালজুরী ব্লকের সামনে লালজুরী স্কুলের ছাত্র-ছাত্রীরা রাস্তা অবর...
06/08/2025

কাঞ্চনপুর এবং ধর্মনগরের মেইন রাস্তা
শিক্ষক স্বল্পতার জন্য লালজুরী ব্লকের সামনে লালজুরী স্কুলের ছাত্র-ছাত্রীরা রাস্তা অবরোধ করল

06/08/2025
চুড়াইবাড়ি কদমতলা নর্থ ত্রিপুরার বাসিন্দা দীপঙ্কর বিশ্বাসের মানিব্যাগ সহ অনেকগুলা ডকুমেন্ট ও নগদ অর্থ পাওয়া গিয়েছে। উ...
27/07/2025

চুড়াইবাড়ি কদমতলা নর্থ ত্রিপুরার বাসিন্দা দীপঙ্কর বিশ্বাসের মানিব্যাগ সহ অনেকগুলা ডকুমেন্ট ও নগদ অর্থ পাওয়া গিয়েছে।

উপযুক্ত প্রমাণ সহ যোগাযোগ করুন
9954144778

প্রান্তজয়ী ওয়েলফেয়ার সোসাইটি সামাজিক সংস্থার উদ্যোগে কদমতলায়  কার্গিল বিজয় দিবস উদযাপন। বিএসএফ জোয়ানদের দেওয়া হল ...
26/07/2025

প্রান্তজয়ী ওয়েলফেয়ার সোসাইটি সামাজিক সংস্থার উদ্যোগে কদমতলায় কার্গিল বিজয় দিবস উদযাপন। বিএসএফ জোয়ানদের দেওয়া হল সংবর্ধনা।

দেশেরবীর সৈনিকদের শ্রদ্ধা জানিয়ে আজ ইয়াকুবনগর বিএসএফ ক্যাম্পে পালিত হয়  #কার্গিল_বিজয়_দিবস। উদ্ভাবনী সামাজিক সংস্থার...
26/07/2025

দেশেরবীর সৈনিকদের শ্রদ্ধা জানিয়ে আজ ইয়াকুবনগর বিএসএফ ক্যাম্পে পালিত হয় #কার্গিল_বিজয়_দিবস। উদ্ভাবনী সামাজিক সংস্থার উদ্যোগে সঙ্গে আরওবিভিন্ন কর্মসূচি আজ পালিত হয়। পালিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি এবং বকবকি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে খাতা কলম তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ মহোদয়া কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ বিশিষ্ট সমাজসেবী রূপালী অধিকারী মহোদয়া সহ অন্যান্য সমাজসেবীরা।

আজ উত্তর ফুলবাড়ী মাঠে বিগত কয়েকদিন থেকে চলে আসা  #ক্রিকেট_টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে টুলগাও একাদশ কে ...
26/07/2025

আজ উত্তর ফুলবাড়ী মাঠে বিগত কয়েকদিন থেকে চলে আসা #ক্রিকেট_টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে টুলগাও একাদশ কে হারিয়ে জয়ী হয় #চুড়াইবাড়ি একাদশ মাঠে দর্শকের ভিড় ছিলো চোখে পড়ার মতো বিজয়ীদের হাতে ট্রফি এবং প্রাইজ মানি তুলে দেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহিরঞ্জন নাথ এবং উত্তর ফুলবাড়ী পঞ্চায়েতে প্রধান উপপ্রধান সহ অন্যান্যরা।

Address

Kadamtala Thana Road
Dharmanagar
799261

Alerts

Be the first to know and let us send you an email when Kadamtala Live - কদমতলা লাইভ - कदमतला लाइव posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kadamtala Live - কদমতলা লাইভ - कदमतला लाइव:

Share