15/08/2025
আজ ১৫ই আগস্ট স্বাধীনতা দিবসের পবিত্র দিনে, যখন আমরা শহীদদের ত্যাগ ও দেশের স্বাধীনতার মহিমাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি, তখন কদমতলার এই প্রচণ্ড গরমে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে চলা প্রতিটি শ্রমজীবী, কর্মঠ ও পরিশ্রমী মানুষের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসার প্রতীক হিসেবে প্রান্তজয়ী ওয়েলফেয়ার সোসাইটি তাদের হাতে তুলে দেয় ঠাণ্ডা আম পান্না—যা শুধু তৃষ্ণা নিবারণের একটি পানীয় নয়, বরং প্রতিটি গ্লাসে মিশে থাকে আমাদের সম্মান, শ্রদ্ধা ও যত্নের অনুভূতি; যাতে স্বাধীনতার আনন্দময় পরিবেশে মিশে থাকে মানবতার মিষ্টি স্বাদ এবং প্রতিটি হৃদয়ে জাগ্রত হয় ঐক্য, সহমর্মিতা ও পারস্পরিক ভালোবাসার অঙ্গীকার।🇮🇳🙏🏻