24/08/2022
কাঞ্চনপুর প্রতিনিধি:- কাঞ্চনপুর মহকুমায় মিজোরাম থেকে আগত ব্রু পরিবাররা উদ্বাস্তু হয়ে 1997 সালে আসে । উওর এপুরা কাঞনপুর ও পানিসাগর মহকুমায় । আজ কাঞনপুর মহকুমার এই চারটি শিবির থেকে 160 পরিবার রিসেটলমেন্ট করা হয় । ধলাই জেলার উলতাছড়া ( গন্ডা তৈসা) জানা যায় নব জয়পাড়া হইতে 65 পরিবার, নাই সিংপাড়া হইতে 76 পরিবার, হাজাছড়া হইতে 11 পরিবার ও আসা পাড়া হইতে 8 পরিবার । মহকুমার শাসক শুভাশিস আচারিয়া এবং এস,ডি,পি,ও অভিনাশ পরশ রায় ফ্ল্যাগ মার্চ করে বিদায় দেন । সাতটি বাস গাড়ি দিয়ে উদ্বাস্তুরা উল্টা ছড়া উদ্দেশ্যে রওনা হন । মহকুমা শাসক হইতে জানা যায় কাঞ্চনপুর মহকুমায় সর্বমোট পরিবার ছিল 5478 পরিবার এরমধ্যে 2156 পরিবার রেসেটলমেন্ট হয়ে যায় । কাঞ্চনপুর মহাকুমার হইতে উলতাছড়া, হাদু কলপাড়া, বঙ্গফা পাড়া পানিসাগর, ওয়েস্ট কালা জারি এই জায়গা গুলিতে 1589 রেসেটলমেন্ট হয় । কাঞ্চনপুর মহাকুমার ভান্ডারী মা এলাকায় 567 পরিবার রেসেটলমেন্ট দেওয়া হয় বলে জানায় । রয়েছে আর 3322 পরিবার এরমধ্যে 1583 পরিবার রেসেটলমেন্ট হওয়ার লিস্ট তৈরি হয়েছে বলে জানান । বাকি রয়েছে 1739 পরিবার এরমধ্যে গছিরাম পাড়ায় 1000 পরিবার রিস্টেলমেন্ট দেওয়া হবে বলে জানান । বাকি 739 পরিবারগুলো south-,গোমতি, west কালাযারী, ধলাই তে রিসেটলমেন্ট করা হবে বলে জানা যায় ।
মহকুমা শাসক আরো জানান 1739 পরিবারের সদস্য যারা নাম নথিভুক্ত করেন নি 31 আগস্ট এর ভিতরে নাম নথিভূক্ত করার জন্য । বিশ্বস্ত সূত্রে জানা যায় 31 আগস্ট এর ভেতরে যারা নাম নথিভূক্ত করবেন না তাদের সেটেলমেন্ট প্যাকেজ হইতে বঞ্চিত হতে পারে । ব্রো উদ্বাস্তুরা ত্রিপুরা মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি কে ধন্যবাদ জানাই ।