Musa Sir

Musa Sir Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Musa Sir, Video Creator, Satsia, Near Jamadarhat English School, Dhubri.

14/11/2025
02/07/2025

আমাকে ভাঙতে পারোনি,
কারণ আমি কাচ নয়— আগুনে গড়া🔥🧿

29/06/2025

🎨 শুধু ছবি আঁকেই আয় করতে চান? এই ৫টি পথ জানলে ১০০% ইনকাম হবেই!

অনেকেই ভাবে—
"শুধু আঁকাআঁকি করে কি আর টাকা আসে?"
আমি বলি, এটাই শিল্পীর শক্তি!

👇 নিচে দিচ্ছি ৫টি এমন পথ, যা ধরলে আপনি চাইলেই শুধু আর্ট দিয়ে আয় করতে পারবেন — গ্যারান্টি দিয়ে বলছি।

🖌️ ১. ছবি বিক্রি (Original + Commission Art)

✅ নিজের আঁকা ছবি বিক্রি করুন
✅ কেউ যদি নিজের বা প্রিয়জনের ছবি আঁকাতে চায় — নিন Commission
💰 ৫০০–১০,০০০ টাকা পর্যন্ত ইনকাম সম্ভব

👩‍🏫 ২. ছবি শেখানো (Online/Offline)

✅ শিশু বা বড়দের আঁকা শেখান
✅ Zoom/Facebook/Local ক্লাস
🎯 মাত্র ১০ জন ছাত্রেই প্রতি মাসে ১০-১৫ হাজার আয়

📱 ৩. ফেসবুক/ইনস্টাগ্রামে জনপ্রিয় হয়ে Sponsorship পাওয়া

✅ নিয়মিত রিল, পোস্ট, টিপস দিন
✅ একসময় ব্র্যান্ড আপনাকে টাকা দিয়ে প্রমোশন করতে চাইবে
🔥 অনেক আর্টিস্ট মাসে ২০-৩০ হাজার আয় করছেন এইভাবেই!

🖼️ ৪. মেলায় বা গ্যালারিতে ছবি বিক্রি করুন

✅ শিল্পমেলা বা উৎসবে ছবি সাজিয়ে বিক্রি করুন
💰 প্রতি ছবি ১০০০–২০০০০ টাকা পর্যন্ত বিক্রি হয়

🧾 ৫. ডিজিটাল প্রোডাক্ট বা কোর্স বিক্রি

✅ নিজের আর্ট দিয়ে ই-বুক, টিউটোরিয়াল PDF, বা কোর্স বানান
✅ একবার বানালেই বারবার বিক্রি (Passive Income)
🔥 ১০০ জন কিনলেই আয় = ১০০০০+

❤️ শেষ কথাঃ
"আঁকা" যদি আপনার ভালোবাসা হয়,
তাহলে এই ভালোবাসাকে পেশা বানানোর এখনই সময়!

🟢 শেয়ার করুন যেন আরও কেউ এই পথ খুঁজে পায়
💬 আর কমেন্টে লিখুন — “I will earn through art!”
আমি আপনাকে আরো গাইড করব!

22/06/2025

জেনে নিন!
১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।
২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা।
৩. Pictory – লেখা থেকে অটো ভিডিও তৈরি করে।
৪. Copy.ai – মার্কেটিং কপিরাইটিং বা ব্লগ লেখে।
৫. Jasper AI – ব্লগ, বিজ্ঞাপন, ইমেইল লেখায় সাহায্য করে।
৬. Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে।
৭. Quillbot – লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করে।
৮. Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায়।
৯. Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে।
১০. Remove.bg – ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক ক্লিকে।
১১. Leonardo AI – কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে।
১২. Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে।
১৩. SlidesAI – লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায়।
১৪. Runway ML – ভিডিও এডিটিং ও AI ভিজ্যুয়াল এফেক্টে সাহায্য করে।
১৫. Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।
১৬. Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে।
১৭. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে।
১৮. Cleanup.pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে ফেলে।
১৯. Replika – AI ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী।
২০. Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে।
২১. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে।
২২. Voicemod – ভয়েস চেঞ্জ বা ভয়েস ইফেক্টে ইউজ হয়।
২৩. Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে।
২৪. Descript – ভিডিও এডিট করে টেক্সট দিয়ে।
২৫. Kaiber – AI দিয়ে ভিডিও অ্যানিমেশন বানায়।
২৬. AutoDraw – হ্যান্ড-ড্রয়িংকে পারফেক্ট ডিজাইনে রূপ দেয়।
২৭. ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে।
২৮. Heygen – AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েস দিয়ে।
২৯. Writesonic – কনটেন্ট রাইটিং ও কপি তৈরি করে।
৩০. Play.ht – ব্লগ বা লেখাকে ভয়েসে পরিণত করে।
৩১. Papercup – ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে।
৩২. AI Dungeon – ইন্টার‍্যাকটিভ গল্প বানায়।
৩৩. TTSMaker – লেখা থেকে স্পিচ জেনারেট করে।
৩৪. Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
৩৫. Designs.ai – লোগো, ভিডিও, অডিও সব তৈরি করতে পারে।
৩৬. Midjourney – কমান্ড থেকে ইমেজ তৈরি করে।
৩৭. TinyWow – ডকুমেন্ট, ভিডিও, পিডিএফ টুলস ফ্রি অফার করে।
৩৮. ChatPDF – যেকোনো PDF পড়ে আপনাকে সারাংশ দেয়।
(সংগৃহীত)

**বিষন্ন ভালপোৱা (২)***(অপূৰ্ণতাৰ এখন দিনলিপি)*তোমাক ভাবো—যেতিয়া সন্ধিয়াৰ পোহৰবোৰ অলপ অলপকৈ হেৰাই যায়,আকাশত ৰয় কেৱল ...
22/05/2025

**বিষন্ন ভালপোৱা (২)**
*(অপূৰ্ণতাৰ এখন দিনলিপি)*

তোমাক ভাবো—
যেতিয়া সন্ধিয়াৰ পোহৰবোৰ অলপ অলপকৈ হেৰাই যায়,
আকাশত ৰয় কেৱল এক নিৰৱতা,
যি মোৰ ভিতৰখনৰ দৰে শুনশান।

তুমি এতিয়া ক'ত?
এই প্ৰশ্নটো প্ৰতিদিন মোৰ বুকুত বাজে,
একেটা সুৰত, একেটা বিষাদত।
যেন আমাৰ ভালপোৱাটো অলপকৈ শুকাই গ’ল,
বৰষুণ নহওঁতেই।

আমি ভালপোৱা শিকিছিলোঁ
অকণমান শব্দৰ মাজত,
হাঁহিৰে গোপন হোৱা চকুপানীত।
কিন্তু সময়ে সেই সকলোবোৰ লৈ গ'ল,
কেতিয়াবা কৈও নোপোৱা এক হালচালত।

এতিয়া মোৰ ভালপোৱা বেছে বিষন্ন,
তোমাক ঘূৰাই অনাৰ সাধ্য নথকা এক স্মৃতি,
যি কেবল ৰাতিৰ নিঃশব্দতাত মুখ উজালি হাঁহে।

সঁচাকৈয়ে ভালপোৱা আছিল,
তাতে কোনো অভিনয় নাছিল।
কিন্তু সেই সঁচা ভালপোৱা—
অধিক সঁচা হোৱাৰ বাবেই
বেছি হেৰুৱা হ’ল।

02/03/2025

যারই হও, দোয়া করি সুখী হও কিন্তু তুমি ক্ষমার অযোগ্য। 💔

Address

Satsia, Near Jamadarhat English School
Dhubri
783330

Website

Alerts

Be the first to know and let us send you an email when Musa Sir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category