Abhijit India

Abhijit India ছোট চোখে বড় স্বপ্ন, আমি একটি মৌলিক স্বপ্নবিদ।

😍মাত্র 200 টাকায় 20 𝐈𝐭𝐞𝐦𝐬 এর 𝐁𝐄𝐍𝐆𝐀𝐋𝐈 𝐓𝐇𝐀𝐋𝐈😱😍🤩 Bhooter Raja Dilo Bor নিয়ে আসলো তাদের 20 বছরের জন্মদিন উপলক্ষে Mutton,Ch...
26/04/2025

😍মাত্র 200 টাকায় 20 𝐈𝐭𝐞𝐦𝐬 এর 𝐁𝐄𝐍𝐆𝐀𝐋𝐈 𝐓𝐇𝐀𝐋𝐈😱

😍🤩 Bhooter Raja Dilo Bor নিয়ে আসলো তাদের 20 বছরের জন্মদিন উপলক্ষে Mutton,Chicken, Pabda, Paneer দিয়ে 20 রকমের Item দিয়ে Bengali Thali মাত্র 200 টাকায় 😱😱
🤔 ভুতের রাজা দিল বর তবে সত্যিই কি বর দিলো ⁉️

🤯🤩ঠিক 20 বছর আগে অক্ষয় তৃতীয়ার দিনে Bhooter Raja dilo bor তাদের যাত্রা শুরু করে।✨ ভূতের রাজা দিল বর-এর কুড়িতম জন্মদিন উপলক্ষে এক নতুন চমক।😍

🛑Offer Date 29th April ,𝟐𝟎25& 30th April,𝟐𝟎25✨😱

😱😱মাত্র 200 টাকায় Chicken, Mutton, Fish সহ 20টি Item দিয়ে Bhooter Raja Dilo Bor তাদের 20 বছর জন্মদিন উপলক্ষে অবিশ্বাস্য বাঙালি মেনু 😍

🤩 ২০টি পদ লোভনীয় Items হচ্ছে -
💥 বাসমতি চালের ভাত 🍚
🎀 আলু ভাজা 🍟
💥 পটল ভাজা 🍲
🎀বেগুন ভাজা🥘
💥 কুমড়ো ভাজা
⭐️ কাঁচকলা ভাজা
🎀 শাক ভাজা 🥗
💥 ডাল ভর্তা⭐️
🎀 পনির ব্যাটার ফিঙ্গার 🌷
💥 বড়ি দিয়ে শুক্তো 🍲
🎀 সোনা মুগের ডাল
💥 চিকেন পকোড়া
🌟 আলুরদম
🎀 এঁচোড়ের ডালনা🥘
💥 পটলের ডালনা ☘️
🎀 পাবদা সরষে 🐟
💥 কচি পাঁঠার ঝোল🥩🍛
🎀 খেজুর আমসত্ত্বের চাটনি 🫕
💥 পাঁপড়🫓
🎀 পায়েস🍯
💥 রসোগোল্লা🌼

🤩🥰 অসাধারন রসনা তৃপ্তি মায়ের হাতের স্বাদে ভরা খাবার থাকবে থালিতে। হাতে হাতে দিয়ে তালি খেয়ে নাও স্বাদে গুণে অতুলনীয় এই বিশেষ থালি😍😋

📍Offer টি পেয়ে যাবেন ভুতের রাজা দিল বরের প্রত্যেকটি 𝗼𝘂𝘁𝗹𝗲𝘁 এ💥 ২৯ ও ৩০ এপ্রিল – সব শাখায়

♨️শর্তাবলী ♨️✔️Offer শুধুমাত্র বসে খেলে পাবেন 😍🛑অগ্রিম বুকিং নেওয়া হচ্ছে না।✅ ❌Thali টি non shareable ❌✔️আগে আসলে আগে পাবেন 🤩

☎️বিষদে জানতে Call করুন এই নম্বরে ✅
📞 Jadavpur: 9088445555
📞 Chandannagar: 7044461331
📞 Salt Lake: 9088445555
📞 New Town: 9749034448
📞 Siliguri: 8927299416
📞 Kalyani: 6290283281
📞 Sodepur: 9875663033
📞 Durgapur: 8420037575
📞 New Jersey: +18483913989
📞 Support: 9830478769
📞 Hatibagan: 9874777782
📞 cooch behar: 89672 17403
📞 Serampore: 7980156212

15/04/2025
01/01/2025

Happy New Year 2025

28/11/2024

আসছে ঘূর্ণিঝড় 'ফেনজল'! লন্ডভন্ড হওয়ার তুমুল আশঙ্কা, আবহাওয়া বিরাট ভোলবদল, রইল মেগা আপডেট

16/09/2024

যে জন করে তোমার অর্চনা, পূরণ হয় তাঁর কর্ম চেতনা। শেষ ভাদরে তুমি পুজিত ধরায়, মনে মনে সবাই তোমার প্রণাম জানাই। শুভ বিশ্বকর্মা পুজো

ছোট চোখে বড় স্বপ্ন, আমি একটি মৌলিক স্বপ্নবিদ।

10/08/2024

The incident that happened in R.G Kar Medical College - I humbly request the administration to identify those involved in this incident and punish them in the open light of day so that anyone in the future should think two thousand times to commit such a heinous act.

What is your opinion?

09/08/2024

দুর্গাপূজার ৬১ দিন বাকি আছে

ইন্ডিয়া কত রানে জিতবে
28/06/2024

ইন্ডিয়া কত রানে জিতবে

।। এমন একটা সময় ছিল ।।একান্নবর্তী সংসারেতেমোটা রুটির দিস্তে ছিল,ফাটা কাপে চা ছিল ,কাঠের পিঁড়িতে বসা ছিল।মাছের ছোট পিস্...
24/06/2024

।। এমন একটা সময় ছিল ।।
একান্নবর্তী সংসারেতে
মোটা রুটির দিস্তে ছিল,
ফাটা কাপে চা ছিল ,
কাঠের পিঁড়িতে বসা ছিল।
মাছের ছোট পিস্ ছিল,
সুতোয় কাটা ডিম ছিল,
মাসে দু দিন মাংস ছিল,
এঁটো হাতে আড্ডা ছিল।
মাটির তৈরি উনুন ছিল,
ঘুটে কয়লার আঁচ ছিল,
বাটা মসলার ঝাঁজ ছিল,
ধুলো ঝাড়তে কুলো ছিল,
কাঁসার থালা-বাটি গেলাস ছিল।
তালপাতার পাখা ছিল,
মাটির কলসির জল ছিল,
রকে বসে আড্ডা ছিল,
নিত্য ঝগড়াঝাঁটি ছিল,
কিন্তু সব শেষে সুখ ছিল,
তৃপ্তি ছিল, শান্তি ছিল,
আহা ! সে এক সময় ছিল।

সকালবেলা ঘুম ভাঙা চোখে
আকাশবাণীর টিউন ছিল,
চিত্রহার চিত্রমালায়
টিভিতে সন্ধ্যা সাজানো ছিল।
উত্তম, সুচিত্রা, সৌমিত্র ছিল,
হেমন্ত, সন্ধ্যা, মান্না দে ছিল।
সন্ধ্যেবেলায় লোডশেডিং ছিল,
লাল গামছায় চান ছিল,
মুখ মুছতে মায়ের আঁচল ছিল,
দুপুরবেলায় শীতলপাটিতে শুয়ে
ঠাম্মির মুখে গল্প ছিল,
হরেক হকারের হাক ছিল,
আহা ! সে এক সময় ছিল।

বিজয়াতে কোলাকুলি,
নিমকি, ঘুগনি,নাড়ু ছিল,
নববর্ষের প্রণাম ছিল।
বিয়েতে কোমরে গামছা বেঁধে
পরিবেশনে আনন্দ ছিল।
বিকেল বেলায় বৃষ্টি হলে
ভিজে ভিজে খেলা ছিল,
আম, জাম, পেয়ারা গাছে
চড়তে বড় সুখ ছিল,
পুকুরেতে কজন মিলে
হ্যাঁপাইঝোড়ার মজা ছিল।
ভাইফোঁটায় এক বাড়িতে
তুতো ভাইবোনেরা জড়ো ছিল।
চক, ডাস্টার, ব্ল্যাক বোর্ড ছিল,
বেঞ্চির উপর দাঁড়ানো ছিল,
স্যারের মারের দুঃখ ভোলাতে
ভালোবাসার প্রলেপ ছিল।
কাটা ঘুড়ির পেছন পেছন
দৌড়ে চলার সঙ্গী ছিল।
আহা! সে এক সময় ছিল।

ছোটবেলার সেসব ছবি
কবে কোথায় হারিয়ে গেল,
রোমন্থনে ভাবতে থাকি
সে একটা সময় ছিল।

সংগৃহীত পোস্ট।

Address

Agomani
Dhubri
783335

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abhijit India posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category