24/10/2022
HUMAN WELFARE ORGANIZATION♦️
ইহা একটি অপরাধ ও দুর্নীতি বিরোধী সর্ব ভারতীয় অরাজনৈতিক মানবাধিকার সংগঠন। যার প্রধান কার্যালয় খড়গপুর, পশ্চিম মেদিনীপুরে অবস্থিত। সংগঠনটি ভারতীয় ট্রাস্ট, পশ্চিমবঙ্গ সরকার সোসাইটি, নীতি আয়োগ আইনে লিপিবদ্ধ একটি সংগঠন।
♦️এই সংগঠনের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য।♦️
(১) - ভারতীয় সংবিধানে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা। খাদ্য, স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা, আইনী, বাক স্বাধীনতা, সহ সকল প্রকার মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য অহিংস ভাবে আন্দোলন সংগঠিত করা।
(২) - সামাজিক দুর্নীতি যথা চুরি, ঘুষ, পদের অপ ব্যবহার কারীদের বিরুদ্ধে সংঘবদ্ধ আন্দোলনের মাধ্যমে সেগুলি নিয়ন্ত্রণ করা।
(৩) -পুলিশ লককাপে পিটিয়ে হত্যা করা, সাধারণ মানুষের হেনস্থা ও হযরানি করা এগুলোর বিরুদ্ধে সংগঠনের তরফে তাঁদের পাশে দাঁড়ানো।
(৪) - বধূ ও নারী নির্যাতন, বাল্যবিবাহ. মানব পাচার সহ বিভিন্ন ধরনের বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও রোধ করতে কাজ করা।
(৫) - সকল ধর্মের মানুষ যাহাতে শান্তি পূর্ন ভাবে বসবাস করতে পারে তাহার জন্য সংগঠনের কর্মীরা সচেষ্ট থাকবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন রকমের প্রোগ্রাম নেওয়া হবে।
(৬) - গরিব অসহায় মানুষদের জন্য বস্ত্র, জামা কাপড় - বস্ত্র বিতরণ. বীনা পয়সায় চিকিৎসা ও খাদ্যের ব্যবস্থা করা হবে সংগঠনের পক্ষ থেকে।
সেকারণে আপনাদের প্রত্যেকের কাছে সাহায্য ও সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি ।
এই সামাজিক সংগঠন যাহাতে মানুষের কাজে লাগতে পারে তাহার জন্য সংগঠনের প্রত্যেক কর্মীদের এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। সমগ্র ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবঙ্গে সমস্ত জেলা, ব্লক, অঞ্চলে যাহাতে সংগঠন প্রভাব বিস্তার করতে পারে ও মানুষের কল্যাণে কাজ করতে পারে তাহার জন্য সংগঠনের পক্ষ থেকে
আপনার / আপনাদের নিকট আবেদন করছি।
Humble Request
♦️Aziz Usmani♦️
National Secretary
Human Welfare Organization
অনলাইন সদস্যপদ আবেদনের ফর্ম
Human Welfare organization is Non Profitable,Non Political, Non Religious Human Rights Organization. We Work for Humanity