20/03/2025
ফিতরা নিয়ে আবারও চ্যালেঞ্জ - উস্তাদ ছাত্রের - শাইখ নাজমী আলাম সানাবিলি & #আবু_হাফিজা_মোঃ_হাবিবুল্লাহ
সাদাকাতুল ফিতর ফরয হওয়া প্রসঙ্গে
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, প্রত্যেক গোলাম, আযাদ, পুরুষ, নারী, প্রাপ্ত বয়স্ক, অপ্রাপ্ত বয়স্ক মুসলিমের উপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদাকাতুল ফিতর হিসেবে খেজুর হোক অথবা যব হোক এক সা’ পরিমাণ আদায় করা ফারয করেছেন এবং লোকজনের ঈদের সালাতের বের হবার পূর্বেই তা আদায় করার নির্দেশ দিয়েছেন।
(গ্রন্থঃ সহীহ বুখারী (তাওহীদ)
অধ্যায়ঃ ২৪/ যাকাত (كتاب الزكاة)
হাদিস নম্বরঃ ১৫০৩,১৫০৪, ১৫০৭, ১৫০৯, ১৫১১, ১৫১২, মুসলিম ১২/৪, হাঃ ৯৮৪, আহমাদ ৫১৭৪) (আধুনিক প্রকাশনীঃ ১৪০৬, ইসলামিক ফাউন্ডেশনঃ ১৪১২)।।
এখন এত সুস্পষ্ট রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী থাকা সত্ত্বেও যারা এখানে বিতর্ক দাঁড় করায়,সেইসব মোল্লা, মুনশি, মলবি যত বড় এবং যতই যোগ্যতা শীল ব্যক্তি হোক না কেন এত সুস্পষ্ট বাণী থাকার পরে তার মতকে গ্রহণ করা জাহালাত ছাড়া আর কিছুই হতে পারে না।।
অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদেশ হলো চূড়ান্ত আদেশ আর তা হলো খাদ্যশস্য দ্বারা অর্থাৎ প্রধান খাদ্য দ্বারা ফিতরা আদায় করা।।
মাথাপিছু সত্তর, আশি, নব্বই নয় মাথাপিছু দেড়শ,দুইশো, তিনশো টাকাও যদি ফিতরা নির্ধারণ করলেও গরিবদের প্রতি জুলুম এবং শোষণ করা হবে।
https://youtu.be/YmQ1Mkf5Kkc?si=Z4W1uBqjzPGmcvPy
#আবু_হাফিজা_মোহাম্মদ_হাবিবুল্লাহ