ধুলিয়ান টিভি

ধুলিয়ান টিভি 📍 ধুলিয়ান টিভি স্থানীয় নিউজ পোর্টাল
📰 নিরপেক্ষ সংবাদ | 🎥 রিয়েল রিপোর্টিং
📩 [email protected]
👉 "আপনার চোখে, আপনার শহর"

28/10/2025

বাসুদেবপুরে পরপর দুটি সোনার দোকানে চুরি, চাঞ্চল্য

🗳️ ২০০৩ সালের ভোটার তালিকায় নাম থাকলেই মিলবে ছাড়!     ২০০৩ সালের ভোটার তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদের আর নতুন করে কোন...
27/10/2025

🗳️ ২০০৩ সালের ভোটার তালিকায় নাম থাকলেই মিলবে ছাড়!



২০০৩ সালের ভোটার তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদের আর নতুন করে কোনও কাগজ জমা দিতে হবে না— সোমবার সাংবাদিক সম্মেলনে এমনই জানালেন নির্বাচন কমিশনার। তিনি আরও জানান, কারও নিজের নাম না থাকলেও যদি বাবা-মায়ের নাম সেই তালিকায় থাকে, তাহলেও অতিরিক্ত কোনও নথি লাগবে না।

কমিশনের ওয়েবসাইটে গিয়ে ভোটাররা নিজেরাই এই ‘ম্যাচিং’ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। নির্বাচন কমিশনের দাবি, এই ব্যবস্থা চালু হলে ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়া আরও দ্রুত ও ঝামেলাহীন হবে।

27/10/2025

এসআইআর (SIR) নিয়ে অযথা আ*তঙ্কিত হবেন না: নওশাদ সিদ্দিকী

বাংলায় কাল থেকেই শুরু SIR, দ্বিতীয় পর্বে সমীক্ষা ১২ রাজ্যে — ঘোষণা কমিশনেরনয়াদিল্লি, ২৭ অক্টোবর: আগামীকাল, অর্থাৎ মঙ্গলব...
27/10/2025

বাংলায় কাল থেকেই শুরু SIR, দ্বিতীয় পর্বে সমীক্ষা ১২ রাজ্যে — ঘোষণা কমিশনের

নয়াদিল্লি, ২৭ অক্টোবর: আগামীকাল, অর্থাৎ মঙ্গলবার থেকেই বাংলায় শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধনী বা SIR (Special Intensive Revision)। দ্বিতীয় পর্বে এই বিশেষ সমীক্ষা চালানো হবে বাংলা-সহ মোট ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে।

সোমবার রাতে এই ১২ রাজ্যের ভোটার তালিকা ‘ফ্রিজ’ করা হচ্ছে বলে ঘোষণা করেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত সাংবাদিক বৈঠকে তিনি জানান, আগামী বছরের নির্বাচনের আগে এই সংশোধনী প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নির্বাচন কমিশনের তরফে আরও জানানো হয়েছে, ভোটার তালিকার চূড়ান্ত প্রকাশের দিনও নির্ধারিত হয়েছে। এই সময়ে নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্ত করা, পুরনো তথ্য সংশোধন এবং মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার কাজ সম্পন্ন হবে।

বিশেষজ্ঞদের মতে, আসন্ন নির্বাচনের প্রেক্ষিতে এই পদক্ষেপ নির্বাচনী প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

🟢 ব্রেকিং নিউজ:বদলি সামশেরগঞ্জের বিডিও!রাজ্য প্রশাসনে আবারও রদবদল। বদলী করা হয়েছে সামশেরগঞ্জের বিডিও সুজিতচন্দ্র লোধকে।...
27/10/2025

🟢 ব্রেকিং নিউজ:
বদলি সামশেরগঞ্জের বিডিও!

রাজ্য প্রশাসনে আবারও রদবদল। বদলী করা হয়েছে সামশেরগঞ্জের বিডিও সুজিতচন্দ্র লোধকে। সামশেরগঞ্জের নতুন বিডিও হিসেবে দায়িত্ব পেয়েছেন ভরতচন্দ্র দাস, যিনি এর আগে উত্তর ২৪ পরগনার DMDC পদে কর্মরত ছিলেন।

👉 প্রশাসনিক মহলে এই বদলিকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

27/10/2025

জাঁকজমকে ধুলিয়ান পৌরসভার ব্যবস্থাপনায় ছটপুজো, উপচে পড়া ভক্তের ঢল। আগামীকাল সূর্যোদয়ে অর্ঘ্যদান

27/10/2025

ধুলিয়ান কাঞ্চনতলা গঙ্গা ঘাট-এ ছট পুজো। অর্ঘ্যর জন্য।প্রস্তুত।

🔶 রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল! ১০ জেলাশাসক-সহ ৬৪ আমলার পদে পরিবর্তনআগামী বছর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য প্রশাস...
27/10/2025

🔶 রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল! ১০ জেলাশাসক-সহ ৬৪ আমলার পদে পরিবর্তন

আগামী বছর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য প্রশাসনে ব্যাপক রদবদল করল নবান্ন। সোমবার প্রশাসনিক সংস্কার ও কর্মিবিনিয়োগ দফতরের চারটি বিজ্ঞপ্তিতে একযোগে ৬৪ জন আমলার বদলির ঘোষণা করা হয়েছে।

কলকাতা পুরসভার কমিশনার ধবল জৈনকে পাঠানো হয়েছে বীরভূমের নতুন জেলাশাসক হিসেবে, আর তাঁর জায়গায় এসেছেন সুমিত গুপ্ত, যিনি এতদিন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক ছিলেন। কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মীনা গিয়েছেন দক্ষিণ ২৪ পরগনায়।

রাজশ্রী মিত্র, যিনি ছিলেন মুর্শিদাবাদের জেলাশাসক, এখন হিডকোর এমডি পদে; আর নিতিন সিংঘানিয়া, মালদহের প্রাক্তন জেলাশাসক, এখন মুর্শিদাবাদের নতুন ডিএম। দার্জিলিংয়ের ডিএম প্রীতি গয়ালকে পাঠানো হয়েছে মালদহে, আর উত্তর ২৪ পরগনার এডিএম মণীশ মিশ্র হচ্ছেন কোচবিহারের নতুন জেলাশাসক।

তাছাড়া, আকাঙ্ক্ষা ভাস্কর হচ্ছেন ঝাড়গ্রামের ডিএম, এবং সুনীল আগরওয়ালকে পাঠানো হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের বিশেষ সচিব পদে।

🔸 একাধিক অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক ও যুগ্ম সচিব পর্যায়ের আধিকারিকদেরও বদলি করা হয়েছে — মোট ৬৪ জন আইএএস, আইপিএস, আইডব্লিউএস এবং আইএসএস অফিসারকে নতুন দায়িত্বে পাঠানো হয়েছে।

নবান্ন সূত্রে জানা গেছে, এসআইআর (বিশেষ নিবিড় সংশোধন) শুরু হয়ে গেলে বদলির জন্য লাগবে নির্বাচন কমিশনের অনুমতি, তাই তার আগেই এই প্রশাসনিক ঝাঁকুনি।

📍নবান্নের বার্তা স্পষ্ট — ভোটের আগে প্রশাসনে গতি ও শৃঙ্খলা আনতে মুখ্যমন্ত্রীর কড়া পদক্ষেপ।

#ব্রেকিংনিউজ | #বদলিরঝড় | #নবান্নেরসিদ্ধান্ত | #বিধানসভা২০২৬

27/10/2025

💧 অবিশ্বাস্য অফার! মাত্র ₹১৭,০০০ টাকায় মার্সেল'সহ জল তোলার সম্পূর্ণ সেটআপ, সঙ্গে ফ্রি ৫০০ লিটারের ট্যাংক — কাঁকুড়িয়ায় T.N ENTERPRISE-এ ভিড় 💧যোগাযোগ: 9733886939

27/10/2025

ব্রেকিং নিউজ:
বদলি জঙ্গিপুরের মহকুমা শাসক!
জঙ্গিপুর মহকুমার বর্তমান এসডিওকে সরিয়ে মালদার এডিএম পদে স্থানান্তর করা হয়েছে। নতুন মহকুমা শাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন গাড্ডাম সুধীর কুমার রেড্ডি। প্রশাসনিক মহলে এই বদলিকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর আলোচনা।

27/10/2025

সবুজ পৃথিবীর স্বপ্নে রাস্তায় নামল মোরাল পাবলিক স্কুল! সচেতনতার ডাক গাম্ভারতলায়! উপস্থিত আইসি সুব্রত

#পরিবেশসচেতনতা

27/10/2025

পরিবেশ ও পথ সচেতনতায় নাটিকা। উদ্যোগে মোরাল পাবলিক স্কুল। স্থান : সামশেরগঞ্জের গাম্ভারতলা।

Address

Dhulian
742202

Telephone

+918250122512

Website

Alerts

Be the first to know and let us send you an email when ধুলিয়ান টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ধুলিয়ান টিভি:

Share