27/10/2025
🔶 রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল! ১০ জেলাশাসক-সহ ৬৪ আমলার পদে পরিবর্তন
আগামী বছর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য প্রশাসনে ব্যাপক রদবদল করল নবান্ন। সোমবার প্রশাসনিক সংস্কার ও কর্মিবিনিয়োগ দফতরের চারটি বিজ্ঞপ্তিতে একযোগে ৬৪ জন আমলার বদলির ঘোষণা করা হয়েছে।
কলকাতা পুরসভার কমিশনার ধবল জৈনকে পাঠানো হয়েছে বীরভূমের নতুন জেলাশাসক হিসেবে, আর তাঁর জায়গায় এসেছেন সুমিত গুপ্ত, যিনি এতদিন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক ছিলেন। কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মীনা গিয়েছেন দক্ষিণ ২৪ পরগনায়।
রাজশ্রী মিত্র, যিনি ছিলেন মুর্শিদাবাদের জেলাশাসক, এখন হিডকোর এমডি পদে; আর নিতিন সিংঘানিয়া, মালদহের প্রাক্তন জেলাশাসক, এখন মুর্শিদাবাদের নতুন ডিএম। দার্জিলিংয়ের ডিএম প্রীতি গয়ালকে পাঠানো হয়েছে মালদহে, আর উত্তর ২৪ পরগনার এডিএম মণীশ মিশ্র হচ্ছেন কোচবিহারের নতুন জেলাশাসক।
তাছাড়া, আকাঙ্ক্ষা ভাস্কর হচ্ছেন ঝাড়গ্রামের ডিএম, এবং সুনীল আগরওয়ালকে পাঠানো হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের বিশেষ সচিব পদে।
🔸 একাধিক অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক ও যুগ্ম সচিব পর্যায়ের আধিকারিকদেরও বদলি করা হয়েছে — মোট ৬৪ জন আইএএস, আইপিএস, আইডব্লিউএস এবং আইএসএস অফিসারকে নতুন দায়িত্বে পাঠানো হয়েছে।
নবান্ন সূত্রে জানা গেছে, এসআইআর (বিশেষ নিবিড় সংশোধন) শুরু হয়ে গেলে বদলির জন্য লাগবে নির্বাচন কমিশনের অনুমতি, তাই তার আগেই এই প্রশাসনিক ঝাঁকুনি।
📍নবান্নের বার্তা স্পষ্ট — ভোটের আগে প্রশাসনে গতি ও শৃঙ্খলা আনতে মুখ্যমন্ত্রীর কড়া পদক্ষেপ।
#ব্রেকিংনিউজ | #বদলিরঝড় | #নবান্নেরসিদ্ধান্ত | #বিধানসভা২০২৬