MSD Sabu

MSD Sabu welcome to my page
MSD SABU page theke f***y video and vlog video Dekhte paben Thanks You ❤

28/02/2025

✨একবার যদি লোকজন রক্তদানকে তাদের কর্তব্য হিসাবে বিবেচনা করা শুরু করে,,,, তাহলে হাসপাতালে রোগীদের জন্য আর রক্তের অভাব হবে না।

❤️❤️❤️❤️❤️❤️
✨যার রক্ত দিয়ে-ই আলো দেখে
অসুস্থ নর নারীর প্রান,
সেই রক্তদাতা-ই হলো
পৃথিবীর বড় সৈৗভাগ্যবান।

#এগিয়ে_আসুন_রক্তদানে_ফুটুক_হাসি_প্রাণে_প্রাণে


#রক্ত_দাতা


27/11/2024

অসময়ে আলোর বাতি সংস্থার রক্ত দান শিবির, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ফ্রি মেডিক্যাল ক্যাম্পে RATANPUR RURAL DEVELOPMENT TRUST NGO সংবর্ধনা।

#অসময়ে_আলোর_বাতি

#শিশু_দিবস

05/09/2024
🩸রক্তদানে কিসের দ্বিধাহচ্ছে কেন ভয়—-জানেন না কি রক্ত দিলেহয়না দেহের ক্ষয়।পাঁচ কেজি-টাক রক্ত থাকেসবার মাথা পিছু,৩৫০মি....
29/08/2024

🩸রক্তদানে কিসের দ্বিধা
হচ্ছে কেন ভয়—-
জানেন না কি রক্ত দিলে
হয়না দেহের ক্ষয়।
পাঁচ কেজি-টাক রক্ত থাকে
সবার মাথা পিছু,
৩৫০মি.লি. দিয়ে দিলে
নেইকো ক্ষতি কিছু।
দু-সপ্তাহে পূরণ করে–
আবার ওঠে জমে।
নিজের দেহ ই ঠিক করে নেয়
গেছিল যেটা কমে।

✨পৃথিবীতে খুব কম সংখ্যক লোক রক্ত দান করে থাকে। আর এর মূল কারণ হল- রক্ত দানের উপকারিতা সম্পর্কে সচেতন না হওয়া। অনেকে মনে করেন, রক্ত দান করা শরীরের পক্ষে ক্ষতিকারক। কিন্তু বাস্তবে এটি সম্পূর্ণ ভুল ধারণা। রক্ত দান লিভার, অগ্ন্যাশয় এবং কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি হ্রাস করে। এখানে দেওয়া রক্ত দান নিয়ে উক্তি গুলি পড়ুন, তাহলে রক্ত দানের উপকারিতা সম্পর্কে অবগত হতে পারবেন।
#এগিয়ে_আসুন_রক্তদানে_ফুটুক_হাসি_প্রাণে_প্রাণে #রক্ত_দাতা


❤️❤️❤️
26/08/2024

❤️❤️❤️

এগিয়ে আসুন রক্তদানে, বাঁচিয়ে তুলুন প্রাণ।
এগিয়ে আসুন ভাই-বোন সব, হিন্দু মুসলমান।
রক্তদানে পুণ্য বাড়ে, বাড়ে মনের জোর,
রক্তদানে এগিয়ে আসুন সারা বছর ভোর।
জাতি ধর্ম নির্বিশেষে রক্ত সবার লাল,
তবুও কেন ব্লাড ব্যাঙ্কে রক্তের আকাল?
রক্ত দিয়ে পেয়েছিলাম স্বাদের স্বাধীনতা ।
কেমন করে ভুলতে পারি সেদিন গুলোর কথা?
প্রাণ ফেরায় থ্যালাসেমিয়ায় এক বোতল রক্ত,
জীবনের জন্য রক্তদান কি আর এমন শক্ত?
রক্তদানে ভয় না পেয়ে হাতটা দিন বাড়িয়ে,
রক্তদান মহান দান, সব দানকে ছাড়িয়ে।
#এগিয়ে_আসুন_রক্তদানে_ফুটুক_হাসি_প্রাণে_প্রাণে

#রক্ত_দাতা

🩸🩸🩸
23/08/2024

🩸🩸🩸

✨আর কিছু না হলেও, অন্তত সেই মায়ের জন্য রক্ত ​​দান করুন যে নিজের ছেলে হারানোর বেদনা সহ্য করতে পারে না, কারণ আপনার দান করা রক্ত একজন মা কে সন্তান হারা হওয়া থেকে বিরত রাখতে পারে।❤️🩸

#এগিয়ে_আসুন_রক্তদানে_ফুটুক_হাসি_প্রাণে_প্রাণে




🩸❤️❤️
18/08/2024

🩸❤️❤️

✨এক ব্যাগ রক্তের কারনে যদি
বাচাঁতে না পারি একটি প্রান
মনুষ্যত্বহীন মানুষ সেইতো
পশুর সমান।
এক জনের রক্তেই গড়ে উঠে
অন্যের জীবন
রক্ত-ই তৈরী করে আত্মার বাধন,
❤️❤️❤️❤️❤️❤️
যার রক্ত দিয়ে-ই আলো দেখে
অসুস্থ নর নারীর প্রান,
সেই রক্তদাতা-ই হলো
পৃথিবীর বড় সৈৗভাগ্যবান।

#এগিয়ে_আসুন_রক্তদানে_ফুটুক_হাসি_প্রাণে_প্রাণে


#রক্ত_দাতা


15/08/2024

নেতাজি বলেছিল তোমরা রক্ত দাউ আমি স্বাধীনতা দিবো ।।

আমরা রক্ত দিয়েছিলাম আমরা স্বাধীনতা পেয়েছি ।

আজ মালদা মেডিক্যাল কলেজ বললো তুমি রক্ত দাউ আমি বেঁচে যাবো ।

আমি রক্ত দিলাম সে সুস্থ হলো ।

*নাম - মোঃ ইয়াসিন আলী বয়স ৫৫ বছর, যখন এক বিন্দু রক্তের জন্য হাসপাতালের বেড়ে শুয়ে মৃত্যুর সাথে করে করছে বেঁচে থাকার জন্য যখন পরিবারের মুখে হতাশার ছায়া ঠিক তখনই নরম বিছানা ছেড়ে রাতের ঘুম কে নষ্ট করে মালদা মেডিক্যাল কলেজ রক্তদান করলাম এক অসুস্থ বাবা কে । এই ভাবে জানো সর্বক্ষণ অসহায় মানুষ দের সাথে মিশে থাকতে পারি । জানো তাদের সুখ দুঃখের সঙ্গী হতে পারি সেই দুয়া/আশীর্বাদ করবেন । সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ।*

❤️❤️❤️
12/08/2024

❤️❤️❤️

✨ কোন সন্দেহ নেই যে, রক্তদান আপনাকে একজন জাতীয় বীর করে তোলে।✊🥰
✨ রক্ত দান শুধুমাত্র কার্ডিওভাসকুলার রোগ প্রতিরোধ করেনা!! এটী হৃদয়ের শান্তি এবং সন্তুষ্টি অর্জনে সহায়তা করে।❤️❤️

Address

West Bengal Murshidabad Dhuliyan
Dhulian
742202

Alerts

Be the first to know and let us send you an email when MSD Sabu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MSD Sabu:

Share

Category