Samaj Darshan সমাজ দর্শন

Samaj Darshan সমাজ দর্শন সঠিক সময় সঠিক পদক্ষেপ

02/08/2025

প্রচন্ড যানযটে নাজেহাল অবস্থা!
তারাপুর হাসপাতাল থেকে ফারাক্কা পর্যন্ত NH 12 নম্বর জাতীয় সড়ক তীব্র যানজট!
যানযটে আটকে পণ্যবাহী গাড়ি এবং গ্যাসের গাড়ি!
প্রশাসন নির্বিকার!
@সেরা ফ্যান
Samaj Darshan সমাজ দর্শন



01/08/2025

কুরবানীর খাসি গোটা আর মোটা!
যুক্তি উপস্থাপনায় বিশিষ্ট সমাজ বিজ্ঞানী-আইনাল হক
Samaj Darshan সমাজ দর্শন

01/08/2025
তাইতো 🤣😀😂😊
30/07/2025

তাইতো 🤣😀😂😊

স্ত্রী চাকরী করলে স্বামীর হক আদায় হয়না,স্ত্রী চাকরী করলে সন্তানের হক আদায় হয়না,স্ত্রী চাকরী করলে তার কমনীয়তা নষ্ট হয...
24/07/2025

স্ত্রী চাকরী করলে স্বামীর হক আদায় হয়না,
স্ত্রী চাকরী করলে সন্তানের হক আদায় হয়না,
স্ত্রী চাকরী করলে তার কমনীয়তা নষ্ট হয়,

স্ত্রী চাকরী করলে পরিবার ধ্বংস হয়,
স্ত্রী চাকরী করলে পর্দা নষ্ট হয়,
স্ত্রী চাকরী করলে সমাজ নষ্ট হয়,

স্ত্রীকে যেই স্বামী বলে আমার স্ত্রীর চাকরী করার দরকার নেই।
আমি যা পায় তােমাকে খাওয়াব, সে তাে রাজরানী হয়ে আছে।

এখন সে রাজরানী না হয়ে কর্মচারী হতে চায়।
আসলে স্ত্রী স্বামীর মর্যাদা বােঝে নি, স্ত্রী নিজের মর্যাদাও বোঝে নি। ঘর একটি জগৎ। অসংখ্য কাজ রয়েছে। আজ ছেলেদের বেকারত্বের বড় কারন হচ্ছে মেয়েরা এগিয়া আসছে, ছেলেরা কোন চাকরী পাচ্ছে না। একটি ছেলেকে চাকরী দিলে পুরাে পরিবারের উপকার হয়।

শাইখ প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

Full Story 🚨🚨 🇸🇦 Saudi Prince Al-Waleed bin Khalid bin Talal Al Saud, often called the “Sleeping Prince,” has passed awa...
19/07/2025

Full Story 🚨🚨

🇸🇦 Saudi Prince Al-Waleed bin Khalid bin Talal Al Saud, often called the “Sleeping Prince,” has passed away after spending nearly two decades in a coma.

The prince fell into a coma in 2005 following a tragic traffic accident while studying at a military college. He suffered severe brain trauma and had remained in a minimally responsive state ever since. Despite doctors' predictions, his family refused to give up, keeping him on life support and believing he would one day wake up. Over the years, he occasionally showed slight movements, giving loved ones faint hope.

Prince Al-Waleed was the son of Prince Khalid bin Talal and the nephew of billionaire Prince Al-Waleed bin Talal. His story had gained widespread attention across the Arab world and became a symbol of enduring hope and faith. His father frequently shared updates and photos to keep his memory alive in public consciousness.

The announcement of his death marks the end of a long, emotional chapter for the royal family. Many across the region are mourning his loss and reflecting on his extraordinary and tragic journey.

Israel killed these children yesterday in a bombing on a tent in Gaza City, where they had not eaten for five days.
19/07/2025

Israel killed these children yesterday in a bombing on a tent in Gaza City, where they had not eaten for five days.

I am on my way back from Texas, and watched in disbelief as THUGS were violently throwing rocks and bricks at ICE Office...
12/07/2025

I am on my way back from Texas, and watched in disbelief as THUGS were violently throwing rocks and bricks at ICE Officers while they were moving down a roadway in their car and/or official vehicle. Tremendous damage was done to these brand new vehicles. I know for a fact that these Officers are having a hard time with allowing this to happen in that it shows such total disrespect for LAW AND ORDER. Therefore, I am directing Secretary of Homeland Security, Kristi Noem, and Border Czar, Tom Homan, to instruct all ICE, Homeland Security, or any other Law Enforcement Officer who is on the receiving end of thrown rocks, bricks, or any other form of assault, to stop their car, and arrest these SLIMEBALLS, using whatever means is necessary to do so. I am giving Total Authorization for ICE to protect itself, just like they protect the Public. I never want to see a car carrying a Law Enforcement Officer attacked again! AUTHORIZATION IMMEDIATELY GRANTED FOR ARREST AND INCARCERATION. Thank you for your attention to this matter!

05/07/2025

‎وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ: «لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يُقَاتِلَ المُسْلِمُونَ اليَهُودَ، حَتَّى يَخْتَبِئَ اليَهُودِيُّ مِنْ وَرَاء الحَجَرِ وَالشَّجَرِ . فَيَقُولُ الحَجَرُ وَالشَّجَرُ : يَا مُسْلِمُ هَذَا يَهُودِيٌّ خَلْفِي تَعَالَ فَاقْتُلْهُ ؛ إِلاَّ الغَرْقَدَ فَإِنَّهُ مِنْ شَجَرِ اليَهُودِ». متفق عليه

আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেছেন, ‘‘কিয়ামত সংঘটিত হবে না, যে পর্যন্ত মুসলিমরা ইহুদীদের বিরুদ্ধে যুদ্ধ না করবে। এমনকি ইহুদী পাথর ও গাছের আড়ালে আত্মগোপন করলে পাথর ও গাছ বলবে ‘হে মুসলিম! আমার পিছনে ইহুদী রয়েছে। এসো, ওকে হত্যা কর।’ কিন্তু গারক্বাদ গাছ [এরূপ বলবে] না। কেননা এটা ইহুদীদের গাছ।’’

ফুটনোট: (সহীহুল বুখারী ২৯২৬, মুসলিম ১৫৭, ২৯২২, আহমাদ ৮৯২১, ১০৪৭৬, ২০৫০২)

রিয়াদুস সলেহিন, হাদিস নং ১৮২৯
হাদিসের মান: সহিহ হাদিস

05/07/2025

‎وَعَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا : أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم، قَالَ: «يَا مَعْشَرَ النِّسَاءِ تَصَدَّقْنَ، وَأَكْثِرْنَ مِنَ الاِسْتِغْفَارِ ؛ فَإِنِّي رَأَيْتُكُنَّ أَكْثَرَ أَهْلِ النَّارِ». قَالَتِ امْرَأَةٌ مِنْهُنَّ : مَا لَنَا أَكْثَرَ أَهْلِ النَّارِ ؟ قَالَ: «تُكْثِرْنَ اللَّعْنَ، وَتَكْفُرْنَ العَشِيرَ، مَا رَأَيْتُ مِنْ نَاقِصَاتِ عَقْلٍ وَدِينٍ أَغْلَبَ لِذِيْ لُبٍّ مِنْكُنَّ». قَالَتْ: مَا نُقْصَانُ العَقْلِ وَالدِّينِ ؟ قَالَ: «شَهَادَةُ امْرَأتَيْنِ بِشَهَادَةِ رَجُلٍ، وَتَمْكُثُ الأَيَّامَ لاَ تُصَلِّي». رواه مسلم

ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিতঃ

একদা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) [মহিলাদেরকে সম্বোধন করে] বললেন, ‘‘হে মহিলা সকল! তোমরা সাদকাহ-খয়রাত করতে থাক ও অধিকমাত্রায় ইস্তিগফার কর। কারণ আমি তোমাদেরকে জাহান্নামের অধিকাংশ অধিবাসীরূপে দেখলাম।’’ একজন মহিলা নিবেদন করল, ‘আমাদের অধিকাংশ জাহান্নামী হওয়ার কারণ কী? হে আল্লাহর রসূল!’ তিনি বললেন, ‘‘তোমরা অভিশাপ বেশি কর এবং নিজ স্বামীর অকৃতজ্ঞতা কর। বুদ্ধি ও ধর্মে অপূর্ণ হওয়া সত্ত্বেও বিচক্ষণ ব্যক্তির উপর তোমাদের চাইতে আর কাউকে বেশি প্রভাব খাটাতে দেখিনি।’’ মহিলাটি আবার নিবেদন করল, ‘বুদ্ধি ও ধর্মের ক্ষেত্রে অপূর্ণতা কি?’ তিনি বললেন, ‘‘দু’জন নারীর সাক্ষ্য একজন পুরুষের সাক্ষ্য সমতুল্য। আর [প্রসবোত্তর খুন ও মাসিক আসার] দিনগুলিতে মহিলা নামায পড়া বন্ধ রাখে।’’

ফুটনোট: (সহীহুল বুখারী ৩০৪, ১৪৬২, মুসলিম ৭৯, ৮০, নাসায়ী ১৫৭৬, ১৫৭৯, আবূ দাউদ ৪৬৭৯, ইবনু মাজাহ ১২৮৮, ৪০০৩, আহমাদ ৫৩২১, ১০৯২২, ১০৯৮৮, ১১১১৫)

রিয়াদুস সলেহিন, হাদিস নং ১৮৮৮
হাদিসের মান: সহিহ হাদিস

05/07/2025

‎وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا، قَالَتْ : كَانَ رَسُول اللهِ صلى الله عليه وسلم يُكْثِرُ أَنْ يَقُولَ قَبْلَ مَوْتِهِ : «سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ، أَسْتَغفِرُ اللهَ، وَأَتُوبُ إِلَيْهِ». متفق عليه

আয়েশা (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মৃত্যুর আগে এই দুআটি অধিকমাত্রায় পড়তেন,
‘সুবহানাল্লাহি অবিহামদিহী, আস্তাগফিরুল্লাহা অআতূবু ইলাইহ্।’
অর্থাৎ, আল্লাহর প্রশংসাসহ তাঁর পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি ও তাঁর নিকট তওবাহ করছি।

ফুটনোট: (মুসলিম)

রিয়াদুস সলেহিন, হাদিস নং ১৮৮৬
হাদিসের মান: সহিহ হাদিস

Address

DHULIAN
Dhulian
742202

Alerts

Be the first to know and let us send you an email when Samaj Darshan সমাজ দর্শন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Samaj Darshan সমাজ দর্শন:

Share