AIMIM

AIMIM সত্য লেখা আমার কাজ

16/04/2024

🌍 আসন্ন লোকসভা নির্বাচনে সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করতে বাংলার রূপকার স্বর্গীয় গণিখান চৌধুরী ও সাংসদ আবু হাসেম খান চৌধুরী পরিবারের সুযোগ্য সন্তান তথা কংগ্রেস মনোনীত বাম সমর্থিত জোট প্রার্থী ইশা খান চৌধুরী আপনাদের এলাকায় এসেছেন আপনাদের দোয়া ও আশীর্বাদধন্য হতে। আপনারা দুহাত তুলে আশীর্বাদ করুন এবং আপনার মূল্যবান ভোটটি দিয়ে তাকে বিপুল ভোটে জয়ী করুন।

🌍 দ্রব্যমূল্য বৃদ্ধিকারী বিজেপি শক্তিকে উৎখাত করতে জনগণের দ্বারা সমর্থিত আপামর জনগণের সরকার গড়ার লক্ষ্যে আগামী ৭ মে দক্ষিণ মালদা লোকসভা নির্বাচনে কংগ্রেস মনোনীত বাম সমর্থিত জোট প্রার্থী ইশা খান চৌধুরীকে বিপুল ভোটে জয়ী করুন।

🌍 ১৫ লক্ষ টাকার ভাঁওতাবাজি প্রতিশ্রুতি প্রদানকারী, পেট্রোল,ডিজেল,গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির অবসান ঘটাতে কংগ্রেসের হাত শক্ত করতে আগামী ৭ মে দক্ষিণ মালদা লোকসভা নির্বাচনে কংগ্রেস মনোনীত বাম সমর্থিত জোট প্রার্থী ইশা খান চৌধুরীকে বিপুল ভোটে জয়ী করুন।

🌍 যে শক্তি আপনার বাক স্বাধীনতা কেড়ে নেয়, যে শক্তি আপনার ধর্মীয় ভাবাবেগে আঘাত হানে,যে শক্তি আপনার খাওয়া পরায় লাগাম টানে,সে কালো শক্তিকে নর্দমায় ছুড়ে ফেলতে কংগ্রেসের হাত শক্ত করতে আগামী ৭ মে দক্ষিণ মালদা লোকসভা নির্বাচনে কংগ্রেস মনোনীত বাম সমর্থিত জোট প্রার্থী ইশা খান চৌধুরীকে বিপুল ভোটে জয়ী করুন।

🌎যে শক্তি আপনার চলাফেরার সংকীর্ণ গন্ডি বেধে দেয়,
যে শক্তি আপনার বাসস্থানের নিশ্চয়তা দিতে অক্ষম,
যে সমাজ ভাইয়ে ভাইয়ে শত্রুতা তৈরি করে ফাইদা লুটে,সে শক্তির কালো হাত গুড়িয়ে দিতে কংগ্রেসের হাত শক্ত করতে আগামী ৭ মে দক্ষিণ মালদা লোকসভা নির্বাচনে কংগ্রেস মনোনীত বাম সমর্থিত জোট প্রার্থী ইশা খান চৌধুরীকে বিপুল ভোটে জয়ী করুন।

🌍যে শক্তি আপনার প্রতিবেশীকে বিষাক্ত করে লেলিয়ে দেয় আপনার বিরুদ্ধে,যে শক্তি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে
শেখায়,অন্যের ধর্মকে খাটো করে।যে শক্তি NRC,CAA এর ভয় দেখিয়ে ভোট পোলারাইজড করে,সে শক্তির লৌহ কপাটকে গুড়িয়ে দিতে আসুন আমরা কংগ্রেসের ছায়াতলে একতাবদ্ধ হই।

🌎 যে সরকার বিপদে আপনার পাশে থাকার বদলে বিপদ বাড়িয়ে ঠেলে দেয় নানা সমস্যার মহা সমুদ্রে। যে সরকার শিক্ষা ও স্বাস্থ ব্যবস্থাকে পঙ্গু করে দেয়।যে সরকার কর্মসংস্থানের বদলে দেশের প্রতিভাবান যুব শক্তির মস্তিষ্কে সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে দেয়--
সে সরকার পরিবর্তন করতে আপনাকে তো যুদ্ধ করতে হবেনা,
সংগ্রাম করতে হবে না,রক্ত ঝরাতে হবে না,করতে হবে শুধু ৭ই মে সকাল সকাল বুথে গিয়ে এই তর্জনীটার সঠিক ব্যবহার।

🌍বন্ধুগণ, আগামী পাঁচ বছর আপনার ভবিষ্যৎ কার হাতে দিবেন তা ভাবনার আর সময় নেই। আপনি তো দেখলেন ২০১৪ থেকে ২০২৪ দীর্ঘ দশটি বছর কীভাবে আতঙ্কে কাটলো প্রতিটা বছর প্রতিটা দিন। আর বেহুঁশ না থেকে একতাবদ্ধ হয়ে
আগামী ৭ মে দক্ষিণ মালদা লোকসভা নির্বাচনে কংগ্রেস মনোনীত বাম সমর্থিত জোট প্রার্থী ইশা খান চৌধুরীকে বিপুল ভোটে জয়ী করুন।

🌎 যে সরকার বড়ো বড়ো রাঘব বোয়ালদের কোটি কোটি ঋণ মকুব করে,আর গরীব চাষিদের সামান্য ঋণের কারণে আত্মহত্যার পথে হাঁটতে বাধ্য করে,যে সরকার কৃষকদের আন্দোলনকে দমন করতে স্টিমরোলার চালায়।যে সরকার ED,CBI এর ভয় দেখিয়ে নিজের দলে দূর্নীতি পরায়ণদের যায়গা করে দেয়।এমন সরকারকে নর্দমায় ছুড়ে ফেলতে দ্বিতীয় কোনো বিকল্প না ভেবে আগামী ৭ মে দক্ষিণ মালদা লোকসভা নির্বাচনে কংগ্রেস মনোনীত বাম সমর্থিত জোট প্রার্থী ইশা খান চৌধুরীকে বিপুল ভোটে জয়ী করুন।

🌎 যে সরকার নারীদের নিশ্চয়তা দিতে পারেনা,যে সরকার ধর্ষকদের বাঁচাতে সব রকমের ঘৃণ্য বর্বরোচিত কাজ করতে পারে,প্রমান লোপাটের জন্য যে সরকার রাতারাতি নির্যাতিতার লাশ পুড়িয়ে ফেলে,যে সরকার মিডিয়ার সামনে আসতে ভয় পায়,কণ্ঠরোধ করার জন্য যে সরকার বুলডোজার চালায়,; সেই অপশক্তিকে আপনি তৃতীয়বারের মতো সরকারে দেখতে চান?
এই প্রশ্ন ইন্ডিয়া জোটের পক্ষ থেকে আপনার কাছে দিলাম।ভাবনা আপনার ভবিষ্যৎও আপনার।

16/04/2024

বেকারত্ব যখন কথা বলতে শেখায়

জিম নাওয়াজের অল থেকে দঃ মালদা নিয়ে তার মতামত।
12/04/2024

জিম নাওয়াজের অল থেকে
দঃ মালদা নিয়ে তার মতামত।

04/05/2023

Address

Dhuliyan

Telephone

+919735586554

Website

Alerts

Be the first to know and let us send you an email when AIMIM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AIMIM:

Share

Category