27/08/2025
জাতির দালাল বংশীবদন👉
1) তুই যদি এতই জাতি দরদী তাহলে 2016 সালের 21/22 ফেব্রুয়ারি চিলা রায়ের জন্ম জয়ন্তী পালন করা বাদ দিয়া রেল অবরোধ করার মানেটা কী?
2) যখন লাঠি চার্জ শুরু হয় তার আধা ঘন্টা আগোতে বংশীবদন মানুষ গুলাক ছাড়িয়া পালাইল ক্যানে?নাকি লাঠি চার্জের খবর বংশীবদনক পুলিশ আগোতে দিচে?
সেহেতু এইটা পরিষ্কার ,
কারন মুকুল রায়ের উদ্দেশ্য ছিল এক ঢ্যালে দুই পাখি মারা:
1/বংশীবদনক আর এক বার মামলাত ফাসানো এবং রাজ্য সরকারের প্রয়োজন মতো ব্যবহার করা।
এবং
2/ নিউ কোচবিহার চকচকাত GCPA এর বীর চিলা রায় অনুষ্ঠানটাত যাতে অন্যান্য জেলার মানুষ উপস্থিত হবার না পায়। কারন সেই প্রোগ্রামে দিল্লির প্রতিনিধি আসার কথা ছিল , যেটা কলকাতা আগোতে টের পাইচে। সেই জন্যেই রেল অবরোধ করাইচে, যাতে অনুষ্ঠানে লোক কম হয়।
দিল্লির প্রতিনিধি যেন আসি দেখে প্রোগ্রামত লোক নাই।
মুকুল রায়ের 1 নং উদ্দেশ্য সফল হইলেও 2 নং উদ্দেশ্য সফল হয় নাই।
বংশীবদন এর নামে Central government এর RPF Department থাকি মামলা করছে। সেই জন্যে যদি রাজ্য সরকারের চামচা গিরি বংশীবদন না করে ,তাহলে ইয়াক অ্যারেস্ট করবে রাজ্য সরকার।
সেই জন্য রাজ্যত যখন যে সরকার আসবে তখন সেই সরকারের গুনগান করবে। কারন law and order রাজ্য সরকারের হাতত।
ইয়ার কাজে হইল রাজ্য সরকারের গোলামী করা। এই ভাইরাস এর থাকি সাবধান।,, ইয়ায় জাতির ভাল কুনোদিন করবে না,