
01/09/2025
অসমাপ্ত চিঠির গল্প❤️❤️❤️❤️❤️❤️💔💔🌹
ছোট্ট শহরের মেয়ে অনন্যা, একদিন কলেজে ভর্তি হতে গিয়ে প্রথমবার দেখেছিল ঋদ্ধিকে। ভিড়ের ভেতরও ছেলেটার চোখে এক অদ্ভুত শান্তি ছিল, যেটা অনন্যার মনে অজানা কাঁপন তুলেছিল।
দিনের পর দিন দু’জনের মধ্যে ছোট্ট ছোট্ট কথা শুরু হলো—ক্লাসের নোট শেয়ার করা, লাইব্রেরিতে হঠাৎ একসাথে বসা, কিংবা বৃষ্টির দিনে ছাতাটা ভাগ করে নেওয়া। সেই বন্ধুত্ব একসময় নিঃশব্দে রূপ নিল ভালোবাসায়।
ঋদ্ধি প্রায়ই অনন্যাকে বলত—
“ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয়, বরং একে অপরের স্বপ্নকে আঁকড়ে ধরা।”
সময়ের স্রোতে কলেজ শেষ হলো। অনন্যার স্বপ্ন ছিল বড় শহরে গিয়ে লেখক হওয়া, আর ঋদ্ধির স্বপ্ন ছিল বাবার ব্যবসা সামলানো। দু’জনের পথ আলাদা হয়ে গেলেও মনটা থেকে গেল একই জায়গায় বাঁধা।
বছরের পর বছর কেটে গেল, তারা আর দেখা করেনি। কিন্তু একদিন অনন্যা ডাকবাক্সে পেলো একটা পুরোনো খাম—ঋদ্ধির হাতের লেখা। তাতে লেখা ছিল,
“তুই হয়তো অনেক দূরে চলে গেছিস, তবুও জানিস কি? প্রতিটা ভোরে তোকে নিয়েই আমার দিন শুরু হয়। ভালোবাসা কখনো দূরত্বে হারায় না, এটা শুধু নতুন রূপ নেয়।”
চিঠি পড়ে অনন্যার চোখে জল চলে এলো। সে বুঝল, সত্যিকারের ভালোবাসা সবসময় পাশে থাকার নাম নয়, বরং হৃদয়ের গভীরে চিরকাল বেঁচে থাকার নাম।