MD SAHID 01

MD SAHID 01 ASSALAMUALAIKUM

আমরা পশ্চিমা মুভি দেখি না। কারণ,আমাদের মুসলিম ইতিহাসে অনেক সাহসী বীর যোদ্ধা রয়েছে।🥰🖤খালিদ বিন ওয়ালিদ (রা:)তারিক বিন যিয...
04/03/2024

আমরা পশ্চিমা মুভি দেখি না। কারণ,
আমাদের মুসলিম ইতিহাসে অনেক সাহসী বীর যোদ্ধা রয়েছে।🥰🖤

খালিদ বিন ওয়ালিদ (রা:)
তারিক বিন যিয়াদ (রা:)

 #সবাই_একটু_পড়িআমি বাঘ নই।  #বাঘরোল। অনেকে আবার  #উদবিড়াল বলে। পশ্চিমবঙ্গ রাজ্য প্রাণী। আমি মানুষ খাই না। মাছ খাই।তাই ইং...
10/02/2024

#সবাই_একটু_পড়ি
আমি বাঘ নই। #বাঘরোল। অনেকে আবার #উদবিড়াল বলে। পশ্চিমবঙ্গ রাজ্য প্রাণী। আমি মানুষ খাই না। মাছ খাই।তাই ইংরেজ রা আমাকে বলে ডাকে।তবে আমি পাখি, মুরগি পেলে ও খেতে ছাড়ি না। আমি খুব ভীতু প্রাণী। আপনাদের খুব ভয় পাই। আপনাদের খাবার ভাবনা কোনো দিন করি নি। উল্টে আপনারা অনেকেই আমাদের মেরে খেয়ে ফেলেন।মিডিয়ার ভুলভাল খবরে আমাদের উপর চড়াও হবেন না।
আমি আপনাদের কোনো ক্ষতি করি না।শুধু আমার আত্মীয় বাঘের( Big Cat) মতো কিছুটা দেখতে বলে ভয় পেয়ে আমাদের মেরে ফেলবেন না।আমরাও বাঁচতে চাই ।আপনাদের মতো আমাদের ও বাঁচার অধিকার আছে।আমরা বাঁচলে প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকবে। তাতে বাঁচবেন আপনিও।

আপনাদের উন্নয়নের ধাক্কায় আমাদের বসত বাড়ি গেছে। জলাভূমি গেছে। যে কজন আমরা টিকে আছি তাও আর থাকব না।তখন মিউজিয়ামে স্থান হবে ।আমাদের বাঁচান।আমাদের বাঁচতে দিন। প্লিজ 🙏🙏

সবকিছু তৈরি হয় চিনে, কিন্তু আসল পুরুষ এবং নারী তৈরি হয়  #ফিলিস্তিনে
18/10/2023

সবকিছু তৈরি হয় চিনে, কিন্তু আসল পুরুষ এবং নারী তৈরি হয় #ফিলিস্তিনে

না আছে Ex, na আছে Next🫣🤭 l                       আমার  জন্য বন্ধুরাই Best♥️  ❤️‍🩹❤️‍🩹
12/10/2023

না আছে Ex, na আছে Next🫣🤭 l

আমার জন্য বন্ধুরাই Best♥️

❤️‍🩹❤️‍🩹

30/09/2023

"নামায কেনো পড়তেই হবে?"
"ওযুর জন্য পানি নেই, তায়াম্মুম করেন, তায়াম্মুমের ব্যবস্থা নেই, তায়াম্মুম ছাড়াই নামায পড়ুন।
কিবলামুখী হয়ে নামায পড়তে হয়, কিবলামুখী বুঝতে পারছেন না, যেকোনো দিক হয়েই নামায পড়ুন।
দাঁড়িয়ে নামায পড়তে পারছেন না? বসে পড়েন। বসে না পড়তে পারলে শুয়ে পড়েন।
পরিষ্কার কাপড় পড়ে নামায পড়তে হয়। পরিষ্কার কাপড় না থাকলে প্রসাব, পায়খানা লাগা কাপড় পড়েই নামায পড়েন, কোনো কাপড় না থাকলে উলংগ হয়ে নামায পড়েন।
ট্রেনের প্রচন্ড ভিরে ঝুলে আছেন, আযান দিচ্ছে সেই অবস্থাতেই নামায পড়ুন ।
নামায কি জিনিস, কি করে বুঝাই, এক আশ্চর্য ইবাদত যে ইবাদত কোনো অসুবিধা মানেনা।
আপনি অসুস্থ টাকা দিলেন সেই টাকায় হজ্জ করলো অন্যজন। আপনার সাওয়াব হবে।
আপনি অসুস্থ, ফকির কে খাওয়ালেন আপনি রোযার সাওয়াব পাবেন....
হজ্জের বিকল্প আছে, রোযার বিকল্প আছে। নামায এমন এক ইবাদত যার কোনো বিকল্প নেই।
নামায কি জিনিস কি করে বুঝাই?????"
আমার ভাই বোনেরা," নামায পড়ুন"
আপনার জীবনে যাই আসুক, "নামায পড়ুন।"
আপনার জীবনে যতোই খারাপ কাজ করেন না কেন, পরিমাণে যতই বেশি হোক না কেন, "নামায পড়ুন"।
কোন ছাড় নেই।
বোন বলছেন, "আপনি হিজাব পরেন না",
আমি আপনাকে বলছি "নামায পড়ুন"
বোন বলছেন, আমার কাপড় নামাযের উপযোগী নয়।আমি আপনাকে বলছি,"নামায পড়ুন"
ভাই বলছেন, "আমি মদ পান করি"
নামায পড়ুন
"আমি ড্রাগ বিক্রি করি"
নামায পড়ুন
"আমি ড্রাগ সেবন করি"
"নামায পড়ুন"
"আমার একটি মেয়ে বন্ধু আছে এবং আমি তার সাথে রাত্রি যাপন করি। "
"নামায পড়ুন"।
আপনার জীবনে যাই আসুক না কেনো নামায পড়ুন
"ভাই আমি কিভাবে পাপ কাজ করার পাশাপাশি নামায পড়বো? এটি নামাযের প্রতি অসম্মান জনক ও আমার ভন্ডতা প্রকাশ পায়"
আমি বলছিনা এজন্যই আমরা নামায পড়ি কারণ আমরা ভালো না, আমি পাপী, আমরা ভুল করছি।
আপনি তবুও নামায পড়ুন।
আল্লাহ বলেছেন, "নামায অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে।"
"নামায পড়ুন"
কিছু মানুষ বলে আমাকে ভালোপথে আসতে দাও। ইন শা আল্লাহ আমি নামায পড়া শুরু করে দিবো।
বন্ধুরা নামায ব্যতীত আপনি ভালো পথে আসতে পারবেন না। এজন্যই আমরা নামায পড়ি যাতে ভালোপথে আসতে পারি।
আপনার জীবনে যাই আসুক না কেন, আপনি যেখানেই থাকেন না কেন, নামাজ পড়ুন।
* সংগৃহিত
----------------------------
*** নামাজ : কোনো বিকল্প নেই🥀🤎🥀

05/09/2023

পুরুষ, সকলের স্বার্থ পূরণের মেশিন।

29/05/2023

#সমাজ দিয়ে কিছুই হবে না, নিজে একা বাঁচতে শিখুন..!! সমাজ শুধু জ্ঞান দেবে, সাহায্য করবে না।।

21/05/2023

#সফলতা 😊✨💫

06/12/2022

06/12/1992, সাল অর্থাৎ 6 desember আজ মুসলমানদের বাবরি মসজিদ ভাঙা হয়েছিল আমরা এই দিনটি কে 'কালো দিন' হিসেবে বিবেচিত করি। তাই আজ আলিয়া ইউনিভার্সিটি থেকে রাজ পথে আন্দোলন।
আন্দোলনের শেষে আমার এক ভাই নাতে রসূল (স:) পাঠ করে শোনালেন।🥀🥀

24/11/2022

University নবীন বরন অনুষ্ঠান✨

Address


Alerts

Be the first to know and let us send you an email when MD SAHID 01 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share