04/06/2025
প্রতিটা মেয়ের সব পাওয়ার মধ্যে সবচাইতে
বড় পাওয়া হলো দায়িত্ববান একজন স্বামী।
যে তাকে শাসন করবে, আবার আদরও করবে।
যে অভিমান করবে ঠিক-ই, কিন্তু বেশিক্ষণ থাকতে পারবেনা।
যে ঝগড়াও করবে, আবার বুকেও টেনে নিবে।
যে কাঁদাবে ঠিক-ই, কিন্তু একফোঁটা চোখের জল মাটিতে পড়তে দিবেনা।
যে খাওয়ার সময় বলবে দুটো প্লেট কেন, আমি তোমাকে খাইয়ে দিবো।
যে কখনও তাকে অবিশ্বাস করবেনা, বিশ্বাসের চাদরে জড়িয়ে রাখবে সবসময়।
যে সবসময় তাকে বুকে আঁগলে রাখবে, যে বুকে শুধু তার-ই বসবাস হবে।
যে কখনও তাকে মিথ্যা বলে ঠকাবেনা।
যে সবসময় তার পাশে ছায়ার মত লেগে থাকবে।
যে কখনও তাকে হারানোর ভয় দেখাবেনা।
যে তার সবসময় খেয়াল রাখবে।
যে তাকে এতটাই ভালোবাসবে, যতটা ভালোবাসলে অন্য কাউকে ভালোবাসার ইচ্ছেটা মরে যায়।
বিয়ের পর একটা মেয়ে স্বামীর কাছ থেকে খুব বেশি কিছু চায় না, শুধু চায় ---
সকালে স্বামী কাজে যাওয়ার সময়, তার কপালে মায়াবী একটা চুমু দিয়ে যাক।
দুপুরে শুধু একবার তাকে ফোন করে জিজ্ঞেস করুক, সে খেয়েছে কি না।
মেয়েটাকে সারাদিন সময় দিতে না পারলেও রাতে অন্তত এক ঘন্টা সময় তার পাশে বসে হাতে হাত রেখে গল্প করবে...!!!
যদি মেয়েটার কারনে আপনি খুশি হন তবে তাকে অন্তত একবার "'আই লাভ ইউ"' বলা।
আবার যদি কখনো আপনার কারনে সে কোন কষ্ট পায় তবে তাকে কয়েকবার '"সরি"' বললেই সে খুশি।
এইতো তাদের চাওয়া!!! আসলে মেয়েদের চাওয়াগুলো খুবই কম, কিন্তু
তাদের এই চাওয়া গুলোও আমরা পূরণ করতে পারিনা,
বুঝতে পারিনা তাদের চাওয়া গুলোকে,
বুঝতে পারিনা তাদের কতটা স্বপ্ন আমাদের নিয়ে।
মেয়েদেরকে বুঝতে শিখুন, তাদের অনুভূতিকে মূল্য দিতে শিখুন, তাদেরকে একটু বেশিই ভালোবাসুন। দেখবেন, তারা খুশি থাকলে আপনাকে স্বর্গ এনে দেওয়ার চেষ্টা করবে বা এনেই দেবে।
স্বামী তার স্ত্রীর জন্য শুধু শাসক নয়৷ স্ত্রী তার স্বামীর জন্য শুধু সেবিকা বা দাসী নয়৷ দুজন দুজনের অঙ্গ এবং পোশাক৷ দুজনের জীবন হতে হবে একে অপরকে বুঝার। তাহলেই দুজনের জীবন হবে বন্ধুত্বপূর্ণ এবং প্রেমময়৷ সব চে়য়ে বড় প্রেমিক-প্রেমিকা হতে হবে স্বামী-স্ত্রীকে৷
হ্যাঁ, স্ত্রী তার স্বামীকে অবশ্যই বড় ও সম্মানের পাত্র মনে করবে৷ স্বামীও তার স্ত্রীকে সম্মান এবং মমতায় আগলে রাখবে এবং স্নেহ করবে❤️
~~~Collected ~~~
゚viralシfypシ゚viralシalシ
゚viralfbreelsfypシ゚viral ゚viralシfypシ゚viralシalシ