DIGHA TRAVEL GUIDE

DIGHA TRAVEL GUIDE Digha is a seaside resort town in the state of West Bengal, India. It lies in Purba Medinipur distric It has a low gradient with a shallow sand beach.

It lies in Purba Medinipur district and at the northern end of the Bay of Bengal. It is the most popular sea resort in West Bengal.

26/05/2024

বর্তমান দীঘার পরিস্থিতি 📌
আতঙ্ক ছড়াবেন না, সাবধানে থাকুন
🛑LIVE DIGHA TRAVEL GUIDE


|
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'রেমাল'।
বাতিল একাধিক লোকাল ট্রেন।
🌀 চরম দুর্যোগের আশঙ্কা কলকাতায় 🌀
বঙ্গোপোসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমেল বর্তমানে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ১২ ঘন্টার মধ্যে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবার সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘন্টায় কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা নদীয়া ও পূর্ব মেদিনীপুর জেলায় ১০০ থেকে ১২০+ কিলোমিটার প্রতি ঘণ্টায় ভয়াবহ ঝড়ের সঙ্গে প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


Good Morning DIGHA
24/08/2023

Good Morning DIGHA

দিঘায় আরব সাগরের ত্রাস     Tourist & Visitors.কামড়ালে শরীর পুরোপুরি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে।  প্রথমে কিডনি বিকল হয়, ত...
31/07/2023

দিঘায় আরব সাগরের ত্রাস

Tourist & Visitors.

কামড়ালে শরীর পুরোপুরি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। প্রথমে কিডনি বিকল হয়, তারপর হার্ট। প্রস্রাবের রং হয়ে যায় কফির মতো। এ যেন সাক্ষাৎ মৃতু‌্য! যার দেখা মিলল দিঘায়। তাতেই উদ্বেগে কাঁটা চিকিৎসককুল থেকে সর্পবিশেষজ্ঞ, সবাই। কারণ, ‘অ‌্যান্টি স্নেক ভেনাম’ এই সাপের কামড়ে কোনও কাজ করে না।
ইয়েলো বেলিড সি-স্নেক। বৈজ্ঞানিক নাম ‘পেলামিস প্ল‌্যাটুরাস’। ছোটখাটো চেহারা (আড়াই থেকে তিন ফুট)। পেটের নিচটা হলদেটে। দেখতে অনেকটা কুচে মাছের মতো। আসল বৈশিষ্ট‌্য লেজে। পশ্চাৎদেশ নৌকোর দঁাড়ের মতো চ‌্যাপ্টা! মুখ হঁাসের ঠোঁটের মতো। সম্প্রতি দিঘার সমুদ্র উপকূলে দেখা মিলল এই সাপের। মূলত আরব সাগরের বাসিন্দা। কী করে এই বিষধর দিঘায় এল তা ভেবে আকুল সর্পবিশেষজ্ঞরা। এই নিয়ে উপকূলবর্তী এলাকাগুলিকে সতর্ক করা হয়েছে। চিকিৎসক দয়ালবন্ধু মজুমদার জানিয়েছেন, এই সাপ ভয়ংকর। ‘মায়োটক্সিক ভেনম’। পেশী অকেজো করে দেয়। মায়োগ্লোবিনুরিয়া হয়। একে একে কিডনি, হার্ট বিকল হতে থাকে। এভিএস কাজ করে না। সাপে কাটা রোগের বিশ্ববরেণ‌্য চিকিৎসক অধ‌্যাপক ডা. হিম্মতরাও বাভস্করেরও একই পর্যবেক্ষণ। অর্থাৎ এই সাপ কামড়ালে চিকিৎসকরা কার্যত অসহায়। বড়জোড় উপসর্গভিত্তিক চিকিৎসা হবে।
পশ্চিমবঙ্গে মূলত চার গোত্রের বিষধর সাপের হদিশ মেলে। কালাচ, কেউটে, গোখরো ও চন্দ্রবোড়া। শঙ্খচূড়, শাখামুটি বিষাক্ত হলেও, মানুষকে সংশন করার উদাহরণ নেই বললেই চলে। এদের সবার মধ্যে বিষের তীব্রতায় কালাচ এবং কৃষ্ণ কালাচই সবচেয়ে এগিয়ে। কিন্তু এই ইয়েলো বেলিড সামুদ্রিক সাপ কালাচের থেকে অনেক বেশি বিষাক্ত! এমনটাই জানালেন অন্বেষণ পাত্র। গাঙ্গেয় উপকূলের সামুদ্রিক সাপ নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন আন্নামালাই বিশ্ববিদ‌্যালয়ের এই গবেষক। জানালেন, ভারতে ২৪ রকমের সামুদ্রিক সাপ পাওয়া যায়। দিঘায় পাওয়া ইয়েলো বেলি এর মধ্যে সবচেয়ে বিষাক্ত। অতএব সাবধান হওয়াই বাঞ্ছনীয়। আসলে, কালাচ, কেউটে, গোখরো, চন্দ্রবোড়ার দংশনে রোগীকে এভিএস দেওয়া হয়। দংশনের একশো মিনিটের মধ্যে একশো মিলি এভিএস পেলে বেঁচে যায় রোগী। কিন্তু, এই পলিভ‌্যালেন্ট এভিএসে যেহেতু কোনও সামুদ্রিক সর্পবিষের উপাদান নেই, তাই চিন্তা। সর্পবিশেষজ্ঞ বিশাল সঁাতরা জানালেন, ‘‘এই সাপ মূলত আরব সাগরের বাসিন্দা। বঙ্গোপসাগরে সচরাচর দেখা মেলে না। তবে মাঝেমধ্যে চলে আসে এদিকে।’’ বিশাল জানালেন, চরিত্রগত কারণের সামুদ্রিক সাপের বিষ বেশি। বহু মৎস‌্যজীবীর প্রাণ কেড়েছে এই সাপ। কিন্তু দুর্ভাগ্যের বিষয়। বেশিরভাগ ক্ষেত্রেই এই মৃতু‌্যগুলি ‘রিপোর্টেড’ হয় না। তাই জানা যায় না।

 #দীঘা ভ্রমনে গরমে  আইস_গোলার  সাথে মেতে উঠুন #দীঘা  #দিঘা
02/05/2023

#দীঘা ভ্রমনে গরমে আইস_গোলার সাথে মেতে উঠুন

#দীঘা #দিঘা

Good Morning DIGHA
01/05/2023

Good Morning DIGHA

Address

Digha
721463

Telephone

+919647407840

Website

Alerts

Be the first to know and let us send you an email when DIGHA TRAVEL GUIDE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DIGHA TRAVEL GUIDE:

Share