Midwife Salma

Midwife Salma Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Midwife Salma, Digital creator, Rajbari, Dimapur.

 #জন্মের_পর_কে ওয়ান(K-One) ইঞ্জেকশন #দেওয়া_জরুরি_কেন?শিশুর জন্মের পর প্রথম কয়েক দিনের মধ্যে হঠাৎ শরীরের যেকোনো স্থান দিয়...
20/12/2024

#জন্মের_পর_কে ওয়ান(K-One) ইঞ্জেকশন
#দেওয়া_জরুরি_কেন?

শিশুর জন্মের পর প্রথম কয়েক দিনের মধ্যে হঠাৎ শরীরের যেকোনো স্থান দিয়ে রক্তক্ষরণ হতে পারে।সাধারণত রক্তক্ষরণ ছাড়া শিশুর অন্য কোনো শারীরিক সমস্যা থাকে না।এটিকে বলে হেমোরেজিক ডিজিজ অব নিউবর্ন (নবজাতকের রক্তক্ষরণ)।
শরীরে ভিটামিন 'কে'-এর অভাবে এ রোগ দেখা দেয়।

#যেসব_রক্তক্ষরণ_হতে পারে-

নানা কারণে জন্মের ২৪ ঘণ্টার মধ্যে,দ্বিতীয় দিন থেকে এক সপ্তাহের মধ্যে বা পরে রক্তক্ষরণ হতে পারে।

◑এ সময় নাভি দিয়ে,

◑পায়খানার সঙ্গে,

◑নাক দিয়ে রক্তপাত হতে দেখা যায়।

◑অনেক সময় চামড়ার নিচে রক্তপাতের কারণে লাল লাল দাগ দেখা দিতে পারে।

◑এ ছাড়া বিপজ্জনক হলো মস্তিষ্কে রক্তক্ষরণ।

#কে_ওয়ান_ব্যবহারে_যা_হয়-

নবজাতকের এই রক্তক্ষরণ প্রতিরোধে সহজ একটি চিকিৎসা পদ্ধতি হলো ভিটামিন 'কে' ইনজেকশন প্রয়োগ।
জন্মের পর কয়েক ঘণ্টার মধ্যে এ ইনজেকশন দিতে হয়। ইনজেকশন মাংসপেশিতে একবার প্রয়োগ করলেই যথেষ্ট। তবে মুখে খাওয়ালে তিন ডোজ নিতে হবে।
প্রথম ডোজ নিতে হবে জন্মের চার ঘণ্টার মধ্যে।দ্বিতীয় ডোজ চতুর্থ দিনে এবং তৃতীয় ডোজ ২৮তম দিনে।

ইনজেকশন নেওয়ার পরও রক্তক্ষরণের কোনো লক্ষণ দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিতে হবে।

এছাড়াও ভিটামিন "কে" শিশুর হাড়ের স্বাস্থ্য ভালো রাখে।এটি হাড়ের ফ্র্যাকচার কমাতে সাহায্য করে।ভিটামিন-কে শিশুর হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য ভালো। ভিটামিন-কে কার্ডিওভাসকুলার ডিজিজ ও হার্ট অ্যাটাক প্রতিরোধে সাহায্য করে।

সর্বোপরি বলব,ভিটামিন "কে" নবজাতকের জন্য অত্যন্ত জরুরি।

#সংগৃহীত

11/12/2024

Future Nurse🥰: নার্স এ জব পেতে হলে,
তোমাকে পড়তে হবে!
তোমাকে পড়তে হলে,
তোমাকে অনেক পরিশ্রম করতে হবে!
তোমাকে পরিশ্রমী হতে হলে,
তোমাকে সহনশীল হতে হবে!
তোমাকে সহনশীল হতে হলে,
তোমাকে ডিপ্রেশন মুক্ত থাকতে হবে!
তোমাকে ডিপ্রেশন মুক্ত থাকতে হলে,
তোমাকে কনফিউশন মুক্ত থাকতে হবে!
তোমাকে কনফিউশন মুক্ত থাকতে হলে,
তোমাকে নেগেটিভ থেকে দূরে থাকতে হবে!
তোমাকে নেগেটিভ থেকে দূরে থাকতে হলে;
তোমাকে পজিটিভ এর সাথে ফ্রেন্ডশিপ করতে হবে!
তোমাকে পজিটিভ এর সাথে ফ্রেন্ডশিপ করতে হলে,
তোমাকে বাস্তবিক হতে হবে তবেই সফলতা আসবে!!🥼🩺🥰

07/11/2024

Ovulation & Fetus development with mother womb 👇

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের ১ম, ২য় ও ৩য় বর্ষ চূড়ান্ত পরীক্ষা সম্ভাব...
28/10/2024

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের ১ম, ২য় ও ৩য় বর্ষ চূড়ান্ত পরীক্ষা সম্ভাব্য ২৮ নভেম্বর ২০২৪ খ্রিঃ হতে শুরু হবে। উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের আবেদন অনলাইনের মাধ্যমে সম্পন্ন করার জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে অনুরোধ করা যাচ্ছে।

Midwives ❤️
21/10/2024

Midwives ❤️

15/10/2024

কত মানুষের হাত ধরলাম,
ক্যানুলা করা শেষ সম্পর্ক ও শেষ।

ফ্যাক্ট:- ক্যানুলা 😁😁

 #অক্টোবর ২০২৪  #ডিপ্লোমা_ইন_মিডওয়াইফারি  লাইসেন্স পরীক্ষার কিছু  #প্রশ্ন উত্তরসহ। ভুল হয়ে থাকলে কমেন্টে সঠিক উত্তর দিয়ে...
07/10/2024

#অক্টোবর ২০২৪ #ডিপ্লোমা_ইন_মিডওয়াইফারি লাইসেন্স পরীক্ষার কিছু #প্রশ্ন উত্তরসহ। ভুল হয়ে থাকলে কমেন্টে সঠিক উত্তর দিয়ে সহায়তা করবেন। এছাড়াও কারো কোন প্রশ্ন বা উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন।ধন্যবাদ

04/10/2024

ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে পাশের হার
৯০.৪৩%
আলহামদুলিল্লাহ 🥰

03/10/2024

লাইসেন্স পরীক্ষার বিরুদ্ধে বলা মানে একটা প্রফেশনের ধ্বংসের পথ খুলে দেওয়া, নিচে নামানোর চেষ্টা করা।
এগুলোতো ব্রেইনলেসদের কাজ।
৩ টা বছর এতো হার্ডওয়ার্ক করার পর অটোপাশ খোঁজার মত হয়ে গেলোনা এটা।
আমি বিশ্বাস করি আমার নার্স- মিডওয়াইফ স্টুডেন্ট ভাই- বোনেরা অনেক মেধাবী তারা কখনো এমন অবুঝের মতো আচরণ করবেনা। কারিগরি কেউ নাকি আবার? সেটা জানার বিষয় অবশ্য।
সবাই ভালোভাবে প্রিপারেশন নেন লাইসেন্স পরীক্ষার জন্য।
- অল দ্যা বেস্ট।
🙂

02/10/2024

প্রয়োজনের বেশি নাম্বার কি দরকার। আমিও নাম্বার এর একদম লোভী না, নার্সিং এ শুধু ৬০ পেয়ে পাশ করলেই হবে 🤭🫣

#কারন১বারপ্রিটেস্টপরিক্ষাতে৫৯পাইয়াওফেলকরছিলাম 🤣

01/10/2024

কেন ৯ হাজার রেজিস্ট্রার মিডওয়াইফ বেকার!!!

Address

Rajbari
Dimapur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Midwife Salma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share