RM lifestyle

RM lifestyle Life is unpredictable ; so enjoy it’s every moment😊

ভালোবেসে বিয়ে করার মতো ভুল সিদ্ধান্ত পৃথিবীর মধ্যে আমার মনে হয় আর দুটো নেই,না পারবেন কাওকে বলতে না পারবেন সহ্য করতে 🙂তার...
15/06/2025

ভালোবেসে বিয়ে করার মতো ভুল সিদ্ধান্ত পৃথিবীর মধ্যে আমার মনে হয় আর দুটো নেই,না পারবেন কাওকে বলতে না পারবেন সহ্য করতে 🙂তার এমন এমন রুপ আপনি দেখতে পাবেন যে রুপ দেখার জন্য আপনি মোটেও প্রস্তুত থাকবেন না। আপনি শুধু তাকে দেখবেন তার ব্যবহার দেখবেন আর মনে মনে আফসোস করবেন এইটা ভেবে,এই মানুষটা কি সেই যাকে আমি ভালোবেসেছিলাম? এই ব্যাপারটা আপনার বুক জ্বা-লা পালা করে দিবে শেষ করে দিবে ভেতরটা একেবারে ভেঙে দিবে।আমরা আসলে তখনই ফেসবুকে লিখি যখন আমরা আমাদের মনের কথা কাউকে বুঝাতে পারিনা বলতে পারিনা,কিছু যন্ত্র-ণা আসলে ভাষায় প্রকাশ করা যায়না💔🙂

আমরা মেয়েরা আসলে ভালোবাসার কাঙাল,আমরা একটু সময় ছাড়া আর কি চায় তাদের থেকে? আপনি অপেক্ষায় থাকবেন কখন মানুষটা অনলাইনে আসবে আপনি মেসেজ করবেন আর সে অপেক্ষায় থাকবে আপনার মেসেজের উত্তর হিসেবে এটা বলতে “লাঞ্চ টাইমে লাঞ্চ করে রেস্ট করি, এই টাইমে ও কি শান্তি দিতে চাওনা?" আপনাকে এটা বুঝাবে আপনি তার সাথে কথা বলতে চান মানে তাকে অশান্তি দিতে চান, এই একটা কথায় যথেষ্ট আপনার মনটাকে ছাড়-খার করে দেওয়ার জন্য, আপনি শুধু এটা ভাববেন এই মানুষটা কি সেই যে আমার সাথে কথা বলার জন্য অপেক্ষায় থাকতো?যে দিনের অর্ধেকটা সময় আমাকে দিতো? এর উত্তর আপনি খুজে পাবেন না!

অতঃপর এটাই বুঝলাম, বেশি ভালোবাসার আশা করা গুরুত্বের আশা করা শুধুই বোকামি কারণ এসব আশা তখনই করা যায় যখন মানুষটা সত্যি আপনাকে ভালোবাসে! ভালোবাসা আর ভালোলাগা এই দুটোর মধ্যে অনেক পার্থক্য! সময় খুজে প্রিয় মানুষের সাথে যোগাযোগ করা আর সময় পেলে যোগাযোগ করা এই দুটোর মধ্যে অনেক পার্থক্য! এতোদিন শুধু মন আর আবেগকে গুরুত্ব দিয়েছি আর এখন শুধু বিবেককে গুরুত্ব দিব। এতোদিন আমি যা ফিল করতাম আজ থেকে তুমি তা ফিল করবা। এতোদিন আমি ভাবতাম আর এখন থেকে তুমি ভাববা “এই মানুষটা কি সেই যে আমাকে ভালোবাসতো? আমার অপেক্ষায় থাকতো? আমার জন্য পাগ-লামি করতো?”

অবশ্য মন এটাও বলে, তুই নাহয় ভালোবাসতি বলে তার শূন্যতা অনুভব করতি। সে তোর শূন্যতা কেনো অনুভব করবে? সে কি সত্যি তোকে ভালোবাসে? মানুষ আসলে পরিবর্তনশীল সময়ের সাথে সাথে সম্পর্কে ফা-টল ধরে যায়।এক জনের পক্ষে কখনো একটা সম্পর্ক আগানো সম্ভব না,তাই বিয়ের মতো বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন মানুষটা সঠিক কিনা, মানসিক শান্তি টুকু পাবেন কিনা💔🙂

(সবাই এক নয় ভালোবেসে বিয়ে করলেই যে অসুখী হবে এমনটা নয় দেখে শুনে বিয়ে‌ করলেও হতে পারে পুরোটাই জীবন সঙ্গীর উপর নির্ভর বিবাহিত জীবন কেমন কাটবে)

,,,,,সংগৃহীত




゚viralシfypシ゚viralシalシ







আমার একটা নিজের সংসারের খুব শখ, সম্পূর্ণ আমার অধিকার থাকবে যে সংসারে।যদি কখনো মাঝরাতের ঝুম বৃষ্টিতে ইচ্ছে করে খিচুরী খেত...
13/06/2025

আমার একটা নিজের সংসারের খুব শখ, সম্পূর্ণ আমার অধিকার থাকবে যে সংসারে।

যদি কখনো মাঝরাতের ঝুম বৃষ্টিতে ইচ্ছে করে খিচুরী খেতে, তবে বিনা দ্বিধায় যা করা যাবে,
কিংবা কোন সন্ধ্যাবেলায় যদি ইচ্ছে করে ফুচকা খেতে, তা যেন বানিয়ে খেতে পারি, কোন কৈফিয়ত দেয়া ছাড়া।

যেখানে কখনো হিসেব দিতে হবে না যে, চিনি কেন মাসের আগে শেষ হয়ে গেল,তেল কেন বেশী খরচ করি।

যেখানে কোনো নতুন রেসিপি বানানোর সময় ভয়ে ভয়ে থাকতে হয় যে, যদি ভাল না হয়, অপচয়ের অপবাদ গায়ে মাখতে হবে।

সকালের ঘুম দেরিতে ভাংলে কিংবা দুপুরের ঘুম সময়মতো না ভাঙলে ভয়ে ভয়ে থাকতে হবে না।

যেখান সাধারন অসুস্থতার সময় কিংবা পিরিয়ড এর যন্ত্রণাময় দিনগুলোতে কাজ একটু কম করলে, কেউ মুখ কালো করে কথা শোনাবে না।

প্রতিটি মেয়ের মনের ভেতর আজীবন লালিত হয়, নিজস্ব একটা সংসারের, Universal Truth এর মতো সত্যি এটা। অধিকাংশ মেয়েই সেটা পায় না, আমাদের সমাজ ব্যবস্থাটাই এমন,যেখানে আলাদা সংসার করাটা বাঁকা চোখে দেখা হয়।
দাম্পত্য জীবনে প্রাইভেসি টা অনেক বড় জিনিস, যেটা অধিকাংশ মেয়েই পায় না।

স্বামীদের দায়িত্ব এখানে বিশাল, সদ্য পরিবার ছেড়ে আসা মেয়েটা তার সবটুকু ছেড়ে আপনার কাছেই কিন্তু আসে, আর আপনি, পরিবারের সবার সাথে বসে তাকে জাজ করেন ( অবশ্য সবাই এমন না)

প্রতিটি মেয়ের যেন নিজের একটা সংসার হয়, খুব করে চাই আমি, এই বৃষ্টি মুখর বিকেলের প্রার্থনায়।
যেন তার বৃষ্টিভেজা ছাদে গিয়ে চা খাওয়া কিংবা সময় কাটানো নিয়ে কারো প্রশ্নের সম্মুখীন হতে না হয়।
লেখা: সংগ্রহ


আমার স্ত্রীকে আমি ভালোবেসেই বিয়ে করেছিলাম।কিন্তু যখন পরিপাটি প্রেমিকাটা অগোছালো স্ত্রী হয়ে গেলো।তখন কেন জানি আমার আর ওকে...
10/06/2025

আমার স্ত্রীকে আমি ভালোবেসেই বিয়ে করেছিলাম।
কিন্তু যখন পরিপাটি প্রেমিকাটা অগোছালো স্ত্রী হয়ে গেলো।
তখন কেন জানি আমার আর ওকে ভালো লাগত না।
মেয়েটা অল্পতেই খুশি হয়ে যেত।
আমার মনে আছে যখন ওর সাথে আমার বিয়ে হয়।
তখন আমার মাস শেষে বেতন ছিলো পনেরো হাজার।
এই টাকায় ও কতটা হ্যাপি ছিলো তা আমি কাউকেই বোঝাতে পারবো না।
আমি থেকে শুরু করে আমার পরিবারের প্রতিটা মানুষের খেয়াল ও রাখতো।
আর দিন শেষে চাইতো একটু ভালোবাসা।
যেটা আমি সময়ের সাথে সাথে দেওয়া কমিয়ে দিলাম।
আস্তে আস্তে আমার পজিশন ভালো হতে রইলো।
আমার চিন্তাধারা হলো উন্নত।
কিন্তু সংসারের চাপে পরে ও ঠিক আগের মতোই রয়ে গেলো।আমার পনেরো হাজার বেতন ত্রিশ হাজারে গিয়ে ঠেকলো।
ঘর পরিবর্তন হলো আমি পরিবর্তন হলাম।
শুধু পরিবর্তন হলো না কবিতা।
হ্যা আমার স্ত্রী নিজেকে পরিবর্তন করলো না।
টাকার নেশা আমাকে গ্রাস করে দিলো আস্তে আস্তে।
ভুলে গেলাম আমি আমার প্রিয় অতীতকে।সুখ পেয়ে ভুলে গেলাম দুঃখের দিনে পাশে থাকা মানুষ গুলোকে।
সারাদিন খাটাখাটনি করে খাবার টেবিলে যখন কবিতা অপেক্ষা করতো।
আমি বলতাম যতো সব আদিখ্যেতা।
বৃষ্টি হলেই আমার হাত দু'টো ধরে যখন বলতো।
চলোনা একটু দু'জনে বৃষ্টি বিলাস করি।আমি তখন বলতাম বয়স তো কম হলো না এখন এসব পাগলামি ছাড়ো।
মাঝ রাতে যখন পিরিয়ডের ব্যথায় কুঁকড়ে উঠতো।
আমি নাক সিটকে পাশের রুমে ঘুমাতে চলে যেতাম।
দিনের পর দিন তাঁর ভালোবাসা বেড়ে ছিলো আমার প্রতি।
আর আমার অবহেলা।
একটা সময় পর আমার পরিবারও ওকে অবহেলা করতে শুরু করলো।
যাঁর হাতের রান্না সবাই তৃপ্তি নিয়ে খেত।
এখন নাকি তাঁর রান্না ভালো হয় না।
যে ঔষধ না দিলে আমার বাবা-র ঔষধ খাওয়ার কথা মনে থাকত না।
আজকাল নাকি সে ভুল ঔষধ দিয়ে আমার বাবাকে মেরে ফেলার প্ল্যান করেছে।
একটা সময় আমাদের বাড়িতে থাকার মতো কোন সম্ভল খুঁজে পেলো না কবিতা।
তাই সরাসরি বলেই দিলাম আমি তোমায় ডির্ভোস দিতে চাই।
সে সেদিন খুব অবাক নয়নে চেয়েছিলো।
কোন প্রতিবাদ করেনি।
হয়তো সে বুঝতে পেরেছিলো তাঁর এই বাড়ির প্রয়োজন ফুরিয়েছে।
তারপর সেই অনাকাঙ্ক্ষিত সময় এলো যখন কবিতা আর আমার ডির্ভোস হবে।
সেদিনও সবটা কি সুন্দর করে মেনে নিয়েছিলো।
কোন প্রতিবাদ করেনি।
এমন কি খোরপোষের টাকা টাও দাবি করলো না।
উকিল যখন বললো সে কেন টাকাটা নিবে না।
তখন ও বললো।
যে মানুষটাই আমার হয়নি তাঁর টাকা দিয়ে আমি কি করবো।
ওর বাবা সেদিন আমায় একটা কথা বলেছিলো।
ভগবান দিয়ে ধন দেখে মন,কাইরা নিতে কতক্ষণ।
কথাটার মানে সেদিন না বুঝলেও আজ ঠিক বুঝতে পারি।
তিন মাসের মাথায় মিথ্যা অপবাদে আমার চাকরি চলে যায়।
বড় বোন টাকে মাঝে মাঝেই তাঁর শ্বশুর বাড়ির লোকেরা মেরে ধরে আমাদের বাড়িতে পাঠিয়ে দেয়।
বাবা ভুল ঔষধের রিয়াকশনে আজ বিছানার সাথে মিশে আছে।
মা প্রায় আজকাল তরকারিতে নুন,হলুদ দিতে ভুলে যায়।
আর আমি উন্নতমানের চাকরি থেকে ফুটপাতে ছোট্ট একটা ফুলের দোকান নিয়ে বসে আছি।
আজ ওই কথাটার মানে বুঝলাম।
দিয়ে ধন দেখে মন, কাইরা নিতে কতক্ষণ।
লুকিয়ে খোঁজ নিয়েছিলাম কবিতার।
শুনেছি অন্য জায়গায় তাঁর বাবা বিয়ে দিয়েছে।
স্বামী একজন ডাক্তার।
খুব সুখে আছে।
খুব ভালো ভাগ্য সেই মানুষটার, যাঁর সাথে কবিতার বিয়ে হয়েছে।
গেছে মাসে নাকি তাঁদের একটা মেয়েও হয়েছে।
সে সুখের আশা করেনি তাই তাঁর এতো সুখ।
আর আমি সুখের আশা করে মানুষকে অমানুষ ভেবেছি।
তাই আজ আমার এই পরিস্থিতি।
তাইতো বলে,শেষ হাসিটা তাঁরাই হাসে।
যাঁরা নিজেকে নয় অন্যকে ভালোবাসে।

ভালোবাসা ||

বিঃদ্র--সবাই টাকায় সুখ খোঁজে না,
প্রিয় মানুষটার মাঝেও কেউ সুখ খোঁজে।

|| লেখা সংগৃহীত |

Ata to ami 😒   ゚
07/06/2025

Ata to ami 😒

যেখানেই আশা থাকে না ; সেখানেই ঘটে যায় অবিশ্বাস্য কিছু।   ゚
05/06/2025

যেখানেই আশা থাকে না ; সেখানেই ঘটে যায় অবিশ্বাস্য কিছু।

ডোন্ট ফলো দ্য ষ্টুপিড!টোটকা জানুন স্টুপিড চিনতে...সা*ব*ধা*ন! মানুষরুপী অমানুষ চারপাশে। সোশ্যাল মিডিয়ার এ যুগে তথ্য ও জ্ঞ...
04/06/2025

ডোন্ট ফলো দ্য ষ্টুপিড!
টোটকা জানুন স্টুপিড চিনতে...

সা*ব*ধা*ন! মানুষরুপী অমানুষ চারপাশে। সোশ্যাল মিডিয়ার এ যুগে তথ্য ও জ্ঞান আলাদা না করতে পারলে বি*প*দ।

তথ্যের বুলি আউড়িয়ে, হ্যামিলনের বাঁশিওয়ালার মতো এক অন্ধ পথে নিয়ে যাচ্ছে কিছু ষ্টুপিড। তারা তাদের নিজেদের মত-পথ-বিশ্বাস-ধ্যান-ধারণা-জ্ঞান-বিশ্বাস সর্বশ্রেষ্ঠ এবং সেরা হিসেবে প্রচার-প্রসার করতেছে গোষ্ঠীবদ্ধভাবে।

এ অবাধ তথ্য প্রবাহের যুগে এ ষ্টুপিডদের মুখোশ পড়া খুবই কঠিন কাজ। এ-আই দিয়েও পারবেন না।

চেনার টোটকা হলো:
১) বোকা হয়ে যান।
২) তাঁর অভিজ্ঞতা ও দক্ষতা নিজেই (দয়াকে দিয়ে নয়) খোঁজ করুন।
৩) এইবার তাঁর অভিজ্ঞতা ও দক্ষতার বাইরে কিছু কথা জানতে চান। সেটাতেও যদি সে আপনাকে জ্ঞান সুদাতে থাকে তাহলে আপনার এন্টেনা ঠিক করুন। ষ্টুপিড! ষ্টুপিড! প্রাথমিকভাবে শনাক্ত করুন।
৪) তাকে খেয়াল করুন কিংবা প্রশ্ন করুন। সে যদি সকল কাজ একাই করার মানসিকতার লোক এবং তাঁর কৃতিত্ব নেওয়ার দাবীদার হয়...মোটামুটি ধরে নিন- সে ষ্টুপিড।
৫) এটি সর্বশেষ। সে যদি পরিবর্তনে-প্রযুক্তিতে বিশ্বাসী না হয়, একই মতে-পথে-জ্ঞানে আবদ্ধ থাকে তাহলে-সে নির্ঘাত ষ্টুপিড।..
গরুর রচনা শিখে গেছি। পরীক্ষায় আসলো কুমির। গরুকে নদীতেই কনভার্ট করে দেওয়াটাই হলো আসল কথা।
আমার দাদা সব জানে না। কেউই সবকিছু জানে না। প্রকৃতিই সবকিছু জানে।
゚ #

💍💍"বিয়েতে নাকি একজন 42 টা পলাআংটি গিফট পেয়েছিল, তারপর সেগুলো নিয়ে সে গলার মালা করে পরেছে 😂".."আঙুল কেটে ফেলবো তাও এই ...
03/06/2025

💍💍"বিয়েতে নাকি একজন 42 টা পলাআংটি গিফট পেয়েছিল, তারপর সেগুলো নিয়ে সে গলার মালা করে পরেছে 😂".."আঙুল কেটে ফেলবো তাও এই আংটি💍 পরবো না"... আরো কতো কি!..
এতদিন "পলাআংটি" নিজেই ভাইরাল ছিল,এখন "বিয়েতে পলাআংটি💍 গিফট করা" বিষয়টা খুব বাজে ভাবে ভাইরাল হয়েছে। কেউ কেউ পলাআংটি 💍কে কাঁচের বাটির সঙ্গে তুলনা করছে, আবার কেউ তুচ্ছ করে এমন ভাবে বলছে যেন তাকে কেউ মাথার দিব্যি দিয়ে রেখেছে পলাআংটি পরতে।
💍প্রথমেই বলি,যে বা যারা এই ধরনের পোস্ট করেছে অবশ্যই তাদের কোনো পলাআংটি নেই,বা তারা জীবনে সে সব gift পায় নি,যদি পেতো তাহলে দেখা যেতো যে এমনি এমনি কতো সেগুলো ফেলে রাখতো,তখন পলা আংটিও অনেক দামি মনে হতো, কাউকে একটা পলা আংটি gift করতেও এই যুগে মিনিমাম দু হাজার টাকা লাগে,তাও যদি লাইট ওয়েট হয় তবে,আর নরমালি তো আড়াই হাজার টাকা পড়েই যায়। আগে এই টাকায় লকেট gift করতো,কিন্তু এখন যা সোনার দাম!.. আর এবার আসি,"গরীব মানুষের কি সোনা gift করতেই হবে??!".. যেমন পলা আংটি নিয়ে হাসাহাসি, অপমান জনক কথা বলা হচ্ছে,ঠিক তেমনই আত্নীয় স্বজন বা বিশেষ করে যারা আগে সোনা gift করেছিল এমন বাড়িতে সোনার gift না দিলে আরো বেশি অপমানিত হতে হয় বা আড়ালে আরো বাজে কথা শুনতে হয়। সেই ভয়েই গরীব মানুষ গুলো সোনার gift দিতে যায়।
আর আমাদের সমাজ এতটাই নিচে নেমে গেছে যে এই gift নিয়েও এত আলোচনা,gift হচ্ছে একটা আশীর্বাদ আর ভালবাসার জিনিস,সেটা যাই হোক খুবই ইমোশন জড়িয়ে থাকে।
ভালো না লাগলেও পড়বো না বা রেখে দেবো।
আর একই জিনিস অনেক পেলে অন্য কাউকে দিয়ে দিন,যারা এটুকুও পায় না!যাদের কাছে পলা আংটি খুব গুরুত্বপুর্ণ , তাহলেই হয়।
আমিও ব্যক্তিগত ভাবে পলা আংটি পছন্দ করি ,আমিও বিয়েতে অনেক পলা আংটি gift পেয়েছি,তবে ভালবাসার মূল্য দিতে আমিও সেগুলো একেক দিন একেক টা মাঝে মাঝে পরি, যখন লাল শাড়ি পরি ম্যাচিং করে ভালই লাগে।
আর অতই সমস্যা হলে বিয়ের কার্ড লিখে দেবেন কোনো গিফ্ট নেবেন না,সবার ইচ্ছে থাকলেও অনেক সময় সামর্থ্য থাকে না।

পোষ্ট যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন প্লিজ 🙏







17/04/2023

Achor Chingri 🦐

02/04/2023

Try it in home

ডিমের চপ🙂🙂🥚🥚
28/03/2023

ডিমের চপ🙂🙂🥚🥚

28/03/2023

Address

Dinhata

Alerts

Be the first to know and let us send you an email when RM lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RM lifestyle:

Share