Westbengal News Bureau

Westbengal News Bureau সংস্কৃতি থেকে রাজনীতি, কৃষ্টি থেকে সমৃদ্ধি আমরাই তুলে ধরবো, Westbengal News Bureau পর্দায়।

দেশ, রাজ্য ও জেলার সর্বশেষ খবর সবার আগে।"
"খেলাধুলা: খেলার জগতের সব খবর ও আপডেট।"
"দেশ ও আন্তর্জাতিক খবর: আপনার হাতে বিশ্বের সব খবর।" Westbengal News Bureau এর পর্দায়।

27/07/2025

ওয়েব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার বিচারে মোহনবাগান ক্যান্টিন ভারতসেরা ঐতিহ্যশালী ক্যান্টিন

মোহনবাগান দিবসের প্রাক্কালে ভারতের সর্ববৃহৎ ডিজিটাল জার্নালিস্টদের সংগঠন "ওয়েব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার" বিচারে ভারতসেরা ঐতিহ্যশালী ক্যান্টিন নির্বাচিত হলো "মোহনবাগান ক্যান্টিন" বা "কাজুদার ক্যান্টিন"। সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে আজ ওয়েব জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিচারকমণ্ডলী মোহনবাগান ক্লাবে গিয়ে মোহনবাগান ক্যান্টিনকে এই ভারতসেরা শিরোপা দিলো । ভারতের বিভিন্ন খ্যাতনামা ক্যান্টিনের খাওয়ারের গুনগতমান, পুষ্টিগুণ, পরিবেশ পরিচ্ছন্নতা, ক্যান্টিন কর্তৃপক্ষ ও কর্মচারীদের আন্তরিকতা এবং ঐতিহাসিক গুরুত্ব ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে প্রায় একমাস ধরে এই পর্যবেক্ষণ চালানো হয় । পুরস্কার পেয়ে মোহনবাগান ক্যান্টিনের মালিক কাজুদা বা পলাশ মুখার্জি এবং প্রীতম মুখার্জি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী এবং সম্পূর্ণ প্রতিনিধিমণ্ডলকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানিয়েছেন । ওয়েব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখার সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী বলেন ভারতের বিভিন্ন স্থানে একাধিক পৃথিবীখ্যাত ক্যান্টিন রয়েছে । এক একটি ক্যান্টিন আলাদা আলাদা বিভাগে আমাদের কাছে ভারতসেরা শিরোপা পেয়েছে । কিন্তু দেশের সেরা ঐতিহ্যশালী ক্যান্টিন হিসেবে নিরপেক্ষ ভাবেই মোহনবাগান ক্যান্টিন বা কাজুদার ক্যান্টিন আমাদের কাছে সেরার সেরা শিরোপা অর্জন করে নিয়েছে । বিচারক মন্ডলীতে সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী ছাড়াও অফিস সেক্রেটারি অনামিকা মন্ডল, বিশিষ্ট ব্যাডমিন্টন কোচ তাপস বিশ্বাস, শিল্পী সুরথ চক্রবর্তী, পন্ডিত সুভাষ সিংহরায়, মডেল শর্মিষ্ঠা রায়চৌধুরী, সমাজসেবী সোমা দে মন্ডল সহ আরো বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন । মোহনবাগান দিবসের প্রাক্কালে ভারতসেরা ঐতিহ্যশালী ক্যান্টিনের শিরোপা পেয়ে মোহনবাগান ক্লাব ও ক্যান্টিন কর্তৃপক্ষ ওয়েব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সদস্যদের আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন করলো ।

26/07/2025

এবারের তৃণমূলের বিসর্জন নিশ্চিত : অপরাজিতা বিল আটকে গেল কি জানালেন মিঠুন চক্রবর্তীl

26/07/2025

তপসিয়া থানার অন্তর্গত ক্যালকাটা পাবলভ হাসপাতালে উদ্বোধন হল পুলিশের আউটপোস্ট। উদ্বোধন করেন কলকাতা পুলিশের পুলিশ কমিশনার মনোজ ভর্মা। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এবং হাসপাতালের সুপারিনটেনডেন্ট উপস্থিত ছিলেন।

25/07/2025

সিঙ্গুরে মিঠুন চক্রবর্তীর সাথে বিজেপি বিশেষ কর্মী সম্মেলন

25/07/2025

স্কুল চলাকালীন হুড়মুড়িয়ে ছাদ ভেঙে পড়ল! রাজস্থানে মৃত অন্তত ৪ শিশু, আহত বহু

স্কুল চলাকালীন হঠাৎ ছাদ ভেঙে পড়ার মর্মান্তিক দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল রাজস্থানে। ঝালাওয়াড় জেলার মনোহর থানা এলাকার পিপলোড়ি গভর্নমেন্ট স্কুলে ছাদ ধসে মৃত্যু হয়েছে কমপক্ষে ৪ জন ছাত্রছাত্রীর। গুরুতর আহত অন্তত ১৭ জন। অনেক পড়ুয়া এখনও ধ্বংসস্তূপের নীচে আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, যাঁদের অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে।

দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে ৮টা নাগাদ, যখন স্কুলে ক্লাস চলছিল। স্কুল ভবনের একতলা আচমকা ভেঙে পড়ে। তখন স্কুল চত্বরে প্রায় ৪০ জন পড়ুয়া ও কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। হঠাৎ বিকট শব্দে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তারাই প্রথম ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেন। পরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।

পুলিশ সুপার অমিত কুমার সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, এখনও পর্যন্ত চার শিশুর মৃত্যু নিশ্চিত হয়েছে। আহতদের মনোহর থানা হাসপাতাল এবং ঝালাওয়াড় জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

21/07/2025

নিশিগঞ্জ কলেজ বাঁচাও ছাত্র কমিটির পক্ষ থেকে ডিএম অফিস ঘেরাওl

20/07/2025

বন্ধুর মায়ের সাথে প্রেমে মগ্ন হয়ে এই পৃথিবী ছেড়ে বিদায় ২৩ বছরের প্রেমিকের!

আবারো এক হৃদয় বিদারক ঘটনা ঘটলো ত্রিপুরা সিপাহীজলা জেলা চড়িলাম বিধানসভা কেন্দ্রের চ্যাটার্জি কলোনিতে।

11/07/2025

অর্জুন সিং কে কি জবাব দিলেন তৃণমূল নেতা ব্যারাকপুরে জাল আধার ভোটার কার্ড নিয়ে

 অ্যাক্সিয়ম ৪ মিশনের গ্রুপ ক্যাপ্টেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা সহ বাকি তিনজনের ফিরে আসার যাত্রা আগামী ১৪ জুলাই শু...
11/07/2025


অ্যাক্সিয়ম ৪ মিশনের গ্রুপ ক্যাপ্টেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা সহ বাকি তিনজনের ফিরে আসার যাত্রা আগামী ১৪ জুলাই শুরু হবে। মার্কিন মহাকাশ সংস্থা(NASA)র বাণিজ্যিক মহাকাশচারী প্রকল্পের ব্যবস্থাপক স্টিভ স্টিচ একথা জানিয়েছেন। প্রশান্ত মহাসাগরের ক্যালফোরনিয়া উপকূলে মহাকাশচারীরা অবতরণ করবেন।
উল্লেখ্য, শুভাংশু শুক্লা আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে(ISS)য়ে ১৪ দিনের অভিযান করছেন। তিনি প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে গেছেন।

10/07/2025

আরজি করের নির্যাতিতার আইনজীবীর দাবি খারিজ করে দিল শিয়ালদহ আদালত?

09/07/2025

ব্যারাকপুর রেলগেটে বামেদের বনধ বিক্ষোভl

09/07/2025

সিপিআইএম নেতা সৃজন ভট্টাচার্য গ্রেফতার হবার পর তৃণমূলকে তীব্র আক্রমণ করে কি জানালেন???

Address

Dinhata

Alerts

Be the first to know and let us send you an email when Westbengal News Bureau posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Westbengal News Bureau:

Share