waz tv

waz tv ISLAMI WAZ MAHFIL

14/03/2024

কেমন কাটছে কারাবন্দীদের রমজান? সে ব্যাপারে কোনো ধারণা আছে কি? সাহরি ও ইফতারে তারা কী খাচ্ছেন? খাঁচার ভেতরে অসুস্থ শরীরে সারাদিন কী কী করছেন? তাদের তারাবিহ ও তাহাজ্জুদ কীভাবে যাচ্ছে? তেলাওয়াত, জিকির ও ইলমচর্চায় তারা কেমন সময় দিতে পারছে? এগুলো ভাববেন। অন্তরে আলাদা উপলব্ধি তৈরি হবে।

05/02/2024
06/01/2024

নিজের জায়গায় সুখে থাকলে, অপরকে সুখে রাখা যায়।
দিন শেষে আপনি কোথায় মানুষিক শান্তি খুঁজে পান, তা আপনি নিজেই খুঁজে নিবেন।পাশাপাশি, মানুষের বাজে মন্তব্য এবং পিছনে লাগায় কখনোই রিয়েক্ট করবেন না।নিজের গতিতে নিজের কাজ এগিয়ে নিয়ে যান।দেখবেন, দুনিয়ায় আপনিই সবচেয়ে সুখী মানুষ।❤️

 #থু*থু ইসু।এতো স্পষ্ট ভাষায় বলার পরেও কিছু মানুষ নিজের গারে চাপিয়ে নিচ্ছে, আর এই টপিক এর ১মিনিট কাট করে নিয়ে বিভিন্ন না...
24/12/2023

#থু*থু ইসু।

এতো স্পষ্ট ভাষায় বলার পরেও কিছু মানুষ নিজের গারে চাপিয়ে নিচ্ছে, আর এই টপিক এর ১মিনিট কাট করে নিয়ে বিভিন্ন নাম ধারী বক্তার সামনে উপস্থাপন করে আবু ত্বহা মুহাম্মাদ আদনান হুজুরকে জনগণের সামনে মিথ্যা এবং খারাপ ভাবে উপস্থাপন করছে,
তারা আজহারী হুজুরের সাথে যা করছে এটাই করতে চাচ্ছে, দেখতে পারতেছে যে এখন আবু ত্বহা আদনান হুজুরের কথা গুলা হাজার হাজার না লাখ লাখ মানুষ শুনে হেদায়েতের দিকে আসতেছে, এজন্য এক শ্রেণীর মুখোশ ধারী ধর্ম ব্যপসায়ীর জ্বলতেছে, তাই হুজুরকে বিতর্কিত করে তারা এক শ্রেণীর ইউটিউবার রা ভিও বাড়াচ্ছে আর ইনকাম করছে, তারা কল্পনাও করতে পারছেনা যে উম্মাহর অনেক বড় ক্ষতি করে ফেলতেছে তারা। তারা জানেনা যে আল্লাহর কাছে যে কবুল হয়ে যায় তাকে দুনিয়ায় মানুষ তার ক্ষতি করতে পারেনা।।
আপনারা সবাই এখনি সতর্ক হন নয়তো পরে আফসোস করবেন।।
আমরা সকল আলেমদের আল্লাহর জন্য ভালোবাসি।💚🥀
আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক আমীন।👍✔️

13/12/2023

😔😔😔

😢😢😢 ইতিহাসের পাতায় পাতায় লেখা থাকবে!৬ ডিসেম্বর এই দিনে বাবরী মসজিদ ভাঙা হয়েছে ছিল! আল্লাহ এর বিচার করবেন ইন-শা-আল্লাহ...
06/12/2023

😢😢😢 ইতিহাসের পাতায় পাতায় লেখা থাকবে!৬ ডিসেম্বর এই দিনে বাবরী মসজিদ ভাঙা হয়েছে ছিল! আল্লাহ এর বিচার করবেন ইন-শা-আল্লাহ সকল জালিমদের সাজা আল্লাহ দিবেন ইন-শা-আল্লাহ!😢😢😢
6 desember🖤black day...

05/12/2023

যারা ভিক্ষা না করে আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে চায় তাদের কাছ থেকে কিনুন, প্রয়োজন না হলেও কিনুন। এতে আপনি সাদাকাহ এর সাওয়াব পাবেন, আর উক্ত ব্যক্তিটিও মর্যাদার সাথে পরিবার নিয়ে বাঁচতে পারবে।
ফেরিওয়ালা, ক্ষুদ্র ব্যবসায়ী এদের কাছ থেকে কিছুটা হলেও কিনুন প্লিজ। 🙏🥺

দুটি বাক্য জবানে হালকা মীযানে ভারী,সুবহানাল্লহি ওয়আবই হামদিহী, সুবহানাল্লাহিল আযীম।                                    ...
16/11/2023

দুটি বাক্য জবানে হালকা মীযানে ভারী,
সুবহানাল্লহি ওয়আবই হামদিহী, সুবহানাল্লাহিল আযীম।
বুখারী ও মুসলিম

Address

Dinhata

Website

Alerts

Be the first to know and let us send you an email when waz tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category