24/12/2023
#থু*থু ইসু।
এতো স্পষ্ট ভাষায় বলার পরেও কিছু মানুষ নিজের গারে চাপিয়ে নিচ্ছে, আর এই টপিক এর ১মিনিট কাট করে নিয়ে বিভিন্ন নাম ধারী বক্তার সামনে উপস্থাপন করে আবু ত্বহা মুহাম্মাদ আদনান হুজুরকে জনগণের সামনে মিথ্যা এবং খারাপ ভাবে উপস্থাপন করছে,
তারা আজহারী হুজুরের সাথে যা করছে এটাই করতে চাচ্ছে, দেখতে পারতেছে যে এখন আবু ত্বহা আদনান হুজুরের কথা গুলা হাজার হাজার না লাখ লাখ মানুষ শুনে হেদায়েতের দিকে আসতেছে, এজন্য এক শ্রেণীর মুখোশ ধারী ধর্ম ব্যপসায়ীর জ্বলতেছে, তাই হুজুরকে বিতর্কিত করে তারা এক শ্রেণীর ইউটিউবার রা ভিও বাড়াচ্ছে আর ইনকাম করছে, তারা কল্পনাও করতে পারছেনা যে উম্মাহর অনেক বড় ক্ষতি করে ফেলতেছে তারা। তারা জানেনা যে আল্লাহর কাছে যে কবুল হয়ে যায় তাকে দুনিয়ায় মানুষ তার ক্ষতি করতে পারেনা।।
আপনারা সবাই এখনি সতর্ক হন নয়তো পরে আফসোস করবেন।।
আমরা সকল আলেমদের আল্লাহর জন্য ভালোবাসি।💚🥀
আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক আমীন।👍✔️