
26/07/2025
Good afternoon বন্ধুরা
এই জায়গাটা আমার বাড়ির কাছেই
শ্রীরামকৃষ্ণ মন্দির
এটা একটা আশ্রম
এই আশ্রমে গেলে মনের সমস্ত অশান্তি দূরে চলে গিয়ে
শান্তি অনুভূত হবে
এটা শুধু আমি বলছি না যারা যারা এখানে এসেছে এখানে একটু নিরিবিলিতে সময় কাটিয়েছে তারাই জানে
মনের মধ্যে এত শান্তি অনুভূত হবে সেটা একবার আপনারা যাবেন গিয়ে অবশ্যই দেখে আসবেন।
এই জাগার সাথে সাথে শ্রী শ্রী রামকৃষ্ণ , মা সারদাময়ী দেবী বিরাজমান
এখানে অনেক অনুষ্ঠানেই ভোগ বিতরণ হয় বিনামূল্যে
আর এখানে সেই ভোগের প্রসাদ যে একবার খেয়েছে কখনো ভুলতে পারেনি। তার যে কি স্বাদ
সেটা বাড়িতে কখনো রান্না করেও সেই স্বাদ পাওয়া যাবে না
যাই হোক যে আশ্রমের কথাটা বলছি
এটা হচ্ছে হাওড়া জেলার খড়িয়প গ্রামে এই আশ্রম টা
একবার আসুন এসে অন্তত একবার দেখে যান এবং অনুভূত করুন। এখানে মন্দির বাইরের প্রকৃতি
হয়তো এটা শহরের বাইরে গ্রামের দিকে বলে মন্দিরটা ফেমাস হয়নি কিন্তু একবার এলেই বারবার আসতে ইচ্ছা করবে
যাইহোক আমার বাড়ির কাছাকাছি বলেই আমি সুযোগ পেয়েছিলাম যাওয়ার তবে অনেক দূর দেশ থেকে আসে এখন। এই আশ্রমে