প্রচেষ্টা

প্রচেষ্টা পরিবেশ সচেতনতা,খেলাধূলা নিয়ে লেখালিখি, বাংলায় ছড়িয়ে থাকা গ্রাম বাংলার পুজোর ইতিহাস তুলে ধরি।

11/07/2025

মালতি মুর্মুর বিষয়ে যা রটছে তা আদতে সব সত্য তো? এই ভিডিও সম্পূর্ণ দেখুন সকলে 🙏 ।

এই মুহুর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল পুরুলিয়ার জিলিংসেরেং গ্রামের কথা, বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে মালতী মুর্মু বলে এক আদীবাসী মহিলা তার নিজের ২ মাসের বাচ্ছাকে কোলে নিয়ে গ্রামের আরও বেশ কিছু বাচ্ছাদের পড়াশোনা করাচ্ছে ! খুব ভালো কিন্তু উনি বিভিন্ন ভিডিওতে যেসব মিথ্যা কথা বলছে ওটা আমরা মানতে পারলাম না !
আমরা নিজেরা গতবছর পুরুলিয়ার ওই গ্রামে গেছিলাম এবং সামান্য কিছু জিনিস পত্র একটি NGO Afflatus Foundation -এর মাধ্যমে আমরা তাদের কাছে দিয়ে এসেছিলাম এবং আরও বেশ কিছু কাজ নিয়ে চিন্তা ভাবনা চলছিলো, কিন্তু উনি সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন এখন যে ওনাদের নাকি কোনো NGO সাহায্য করে না !

তাই সকলের কাছে অনুরোধ ভিডিওটি দেখুন এবং সম্ভব হলে অবশ্যই শেয়ার করুন। সত্যিই টা সকলের কাছে তুলে ধরুন 🙏

#মালতীমুর্ম

MALATI MURMU, JILINGSERENG,

"গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেবো মহেশ্বরঃ।গুরুসাক্ষাৎ পরব্রহ্ম তস্মৈ শ্রীগুরুবে নমঃ।"
10/07/2025

"গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেবো মহেশ্বরঃ।
গুরুসাক্ষাৎ পরব্রহ্ম তস্মৈ শ্রীগুরুবে নমঃ।"

07/07/2025

আন্দুল মহিয়াড়ি মহাকালী ব‍্যায়াম সমিতি পরিচালিত মহাকালী শিক্ষা নিকেতনে বসে ছিল আনন্দবাজার !

মহিয়াড়ি মহাকালী শিক্ষা নিকেতন ৩০ বছরের ও পুরানো একটি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে বহু ছাত্রছাত্রীরা নিজেদের পড়াশোনার শুরু করেছে। গত শুক্রবার তাদের দেওয়াল পত্রিকা, মেঘ পিওনের চিঠির শুভ উদ্বোধন হয়ে গেল। সেই উপলক্ষে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে হয়ে ছিল একটি খাদ‍্যমেলা যার নাম ছিল আনন্দবাজার।

তার মন ছিলো না রেলের চাকরিতে, তার মন ছিলো ওই ২২ গজে।। সেই মানুষটা আজ সকল ভারতীয়র মনের মাঝে।। হ‍্যাঁ আজ সেই মানুষটার জন্ম...
07/07/2025

তার মন ছিলো না রেলের চাকরিতে, তার মন ছিলো ওই ২২ গজে।।
সেই মানুষটা আজ সকল ভারতীয়র মনের মাঝে।।
হ‍্যাঁ আজ সেই মানুষটার জন্মদিন শুভ জন্মদিন মহেন্দ্র সিং ধোনি।।


06/07/2025

মাকড়দহ গ্রামের উল্টো রথ !

05/07/2025

হাওড়া জেলার পাঁতিহাল গ্রামের আনুমানিক ৩০০ থেকে ৩৫০ বছর পুরানো মন্ডলা কালী মায়ের আজ বিসর্জন।

05/07/2025

আজ উল্টোরথ জগন্নাথ দেবের মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে ফেরার দিন।
মাকড়দহ গ্রামে প্রাচীন রথযাত্রার মুহুর্ত !

হাওড়া জেলার পাঁতিহাল গ্রামের আনুমানিক ৩০০ থেকে ৩৫০ বছর পুরানো মন্ডলা কালী মায়ের আজ বিসর্জন।                            ...
05/07/2025

হাওড়া জেলার পাঁতিহাল গ্রামের আনুমানিক ৩০০ থেকে ৩৫০ বছর পুরানো মন্ডলা কালী মায়ের আজ বিসর্জন।

আজের দিনেই বেলুড় মঠে প্রয়াত হন, স্বামী বিবেকানন্দ....ওনাকে জানাই প্রণাম ও শ্রদ্ধার্ঘ‍্য।।
04/07/2025

আজের দিনেই বেলুড় মঠে প্রয়াত হন, স্বামী বিবেকানন্দ....
ওনাকে জানাই প্রণাম ও শ্রদ্ধার্ঘ‍্য।।



আজ মা নলাটেশ্বরী দেবীর বাৎসরিক পূজা ! দেবী নলহাটেশ্বরীর মন্দির হল ৫১ সতীপীঠের অন্যতম। বীরভূম জেলার এই অঞ্চলে সতীর কণ্ঠনা...
04/07/2025

আজ মা নলাটেশ্বরী দেবীর বাৎসরিক পূজা !

দেবী নলহাটেশ্বরীর মন্দির হল ৫১ সতীপীঠের অন্যতম। বীরভূম জেলার এই অঞ্চলে সতীর কণ্ঠনালী বা গলার নলি পড়েছিল, সেই থেকেই নলহাটিরও নামকরণ হয়েছে|

পীঠনির্ণয় তন্ত্রের মতে চতুশ্চত্বারিশৎ পীঠ হল বীরভূমের নলহাটি।

" নলহাট্যাং নলাপাতো যোগী শো ভৈরবস্তুথা।

তত্র সা কালিকা দেবী সর্বসিদ্ধি প্রদায়িকা । ।"

সংস্কৃত ' নলক ' শব্দের অর্থ ' নলের মতো লম্বা অস্থি ' যার মানে নুলো বা কনুইয়ের নিম্নভাগ। আবার শিবচরিত মতে এটি উপপীঠ। এখানে সতীর কন্ঠনালী পতিত হয়েছিল। এখানে দেবীর নাম শেফালিকা ও ভৈরব যোগীশ।

মা ত্রিনয়নী ও তার স্বর্ণের জিভ।মন্দিরে দেবীর কন্ঠনালী রক্ষিত আছে। ( প্রস্তুরীভূতঃ ) প্রত্যহ দেবীর স্নানের পর ও মঙ্গলারতির পূর্বে উক্ত দেবী অঙ্গ ভক্তদের প্রদর্শিত হয়। তবে শাস্ত্রে দেবীকে কালিকা বা শেফালিকা যাই বলা হোক না কেন স্থানীয়রা দেবীকে ললাটেশ্বরী বলে থাকেন। ভৈরব অবশ্য সর্বত্র যোগীশ নামেই উক্ত। প্রনাম মন্ত্রে দেবীকে নলাটেশ্বরী বলে সম্বোধন করা হয় --------

" মঙ্গলাং শোভনাং শুদ্ধাং নিস্কলং পরমম্ কলাং।

নলাটেশ্বরী বিশ্বমাতা চণ্ডিকাং প্রণমাম্যহম্ । ।"

নলাটেশ্বরী মায়ের অঙ্গশিলা উদ্ধারের সময় একটি অলৌকিক কান্ড হয়। যেটা বোধহয় অপর কোন শক্তিপীঠে হয়নি। যিনি সতীর দেহ তার সুদর্শন চক্র দ্বারা খণ্ড খণ্ড করেছিলেন সেই অনাদির আদি গোবিন্দের চরণ চিহ্নিত একটি শিলা পাওয়া যায়। ভগবান নারায়ণের সেই চরণ চিহ্নিত শিলা পূজিত হন এখানে দেবীর সাথে। প্রথমে ভগবান বিষ্ণুকে প্রনাম জানানোর পরই ভৈরব ও দেবীর অর্চনা হয়ে থাকে। আষাঢ় মাসের শুক্লা নবমী তিথিতে দেবীর বার্ষিক পূজা অনুষ্ঠিত হয়। শিবরাত্রির দিন দেবী ও ভৈরবের মন্দির এর সঙ্গে হলুদ সুত্র দ্বারা যোগসূত্র স্থাপিত হয়।

স্বপ্নাদেশে কামদেব উদ্ধার করেন সতীর কণ্ঠনালী। ব্রাহ্মণী নদী তীরে ললাট পাহাড়ের নিচে সেই কণ্ঠনালীর ওপর বেদি করে প্রতিষ্ঠিত হন দেবী নলাটেশ্বরী। স্থানটি রামায়ণ কাহিনীর সঙ্গেও কিংবদন্তি দ্বারা যুক্ত। টিলাতে সীতার চুল আঁচড়ানোর দাগ আছে ও ও কড়ি খেলার গর্ত আছে। তাই বলা যায় নলহাটি হিন্দু, মুসলমান, শাক্ত, শৈব ও ও বৈষ্ণব ধর্মের এক আশ্চর্য সমন্বয় ও সম্প্রীতির এক মিলন ভূমি। গোটা ভারতের সার্বিক ঐক্যচিত্র এই পীঠে দেখা যায়। যেখানে একসাথে মা কালী, ভৈরব শিব আর ভগবান বিষ্ণুর একসাথে পূজা হচ্ছে। একসময়ে এই জায়গাতে মানুষ আসতো না , পাহাড়ের ওপরে এমনকি আশেপাশে ঘন জঙ্গলে ঢাকা ছিলো। দিনের বেলাতেও অন্ধকার হয়ে থাকতো এই স্থান। মায়ের পীঠে কেবল যেতেন নির্ভয় বীরাচারী তান্ত্রিকেরা। তন্ত্র সাধনা করতেন। বীরাচারে দেবীর প্রসন্নতার জন্য পূজা করতেন। কাপালিকরাও আসতেন। বশিষ্ঠ, রামশরন, দেবশর্মা, কুশলানন্দ আদি মুনি সন্ন্যাসীরা এখানে এসে সাধনা করে সিদ্ধিলাভ করেছেন। বর্গি সর্দার ভাস্কর পণ্ডিত এখানে পূজা দিতে আসতেন। তবে বর্তমানে জঙ্গল, জংলী পশু একটাও নেই। খালি টিলার ওপর সেই মন্দিরটি আছে। বর্তমানে নন্দীপুরের দেবোত্তর ট্রাষ্ট থেকে মন্দির পরিচালনা করা হয়ে থাকে।মা নলাটেশ্বরীর নিত্য অন্নভোগ হয়। ভক্তেরা চাইলে সেখানে পান্ডাদের সাথে কথা বলে অন্নপ্রসাদ পেতে পারেন। মন্দির রাত আটটা অবধি উন্মোচন থাকে। বিশেষ তিথিতে সারারাত।নিশি অমাবস্যায় মায়ের মন্দিরে হোম যজ্ঞ করা হয়।

03/07/2025

হাওড়ার আলমপুরের পিচ কারখানায় বিধ্বংসী আগুন!

03/07/2025

দীর্ঘ ৩৮ বছর ধরে ভারত ভ্রমণ তীর্থ SPECIAL TRAVEL AGENCY মানুষকে ঘুরতে নিয়ে যাচ্ছে ভারতের বিভিন্ন প্রান্তে। বহু মানুষ বিশ্বাস ও ভরসা করে এই ট্রাভেল এজেন্সির সাথে ভারতের বিভিন্ন রাজ‍্যে ঘুরে আসছে আনন্দের সাথে। সাথে থাকে সুস্বাদু খাবারের ব‍্যবস্থাও কারণ ভারত ভ্রমণ তীর্থ SPECIAL TRAVEL AGENCY বিশ্বাস করে সাধারণ মানুষকে কম খরচে, ভালো ভাবে বিভিন্ন জায়গা ঘোরানোই তাদের উদ্দেশ্য।

📍কেদারনাথ, বদ্রীনাথ
(ট্রেনযোগে ১২ দিন , শুভযাত্রা ৪ঠা সেপ্টম্বর , প্যকেজ মূল্য ২৮,০০ এসি ট্রেন ৩১,০০০ )
📍পুরী
(ট্রেনযোগে ৬ দিন , শুভযাত্রা ৫ই ডিসেম্বর , প্যকেজ মূল্য ৬,০০০ এসি ট্রেন ৭,৪০০ )
📍হরিদ্বার
(ট্রেনযোগে ৮ দিন , শুভযাত্রা ২৬ শে সেপ্টম্বর ও ২৪শে ডিসেম্বর , প্যকেজ মূল্য ১১,০০০ এসি ট্রেন ১৩,৫০০ )

📍ভূস্বর্গ কাশ্মীর
(ট্রেনযোগে ১৩ দিন , শুভযাত্রা ২৭শে সেপ্টম্বর /২০শে মে ৭ই অক্টোবর , প্যকেজ মূল্য ২২,০০০ এসি ট্রেন ২৫,০০০ )
📍রাজস্থান
(ট্রেনযোগে ১৫ দিন , শুভযাত্রা ২রা অক্টোবর /২৫শে ডিসেম্বর , প্যকেজ মূল্য ২৮,০০০ এসি ট্রেন ৩১,০০০ )
📍কাশ্মীর সহ অমৃততস্বর
(ট্রেনযোগে ১৪ দিন , শুভযাত্রা ২০শে মে / ৩০শে সেপ্টম্বর/২৪শে অক্টোবর , প্যকেজ মূল্য ২৫,০০০ এসি ট্রেন ২৮,০০০ )
📍কেরালা
(ট্রেনযোগে ১৩ দিন , শুভযাত্রা ২৯শে সেপ্টম্বর , প্যকেজ মূল্য ২৬,০০০ এসি ট্রেন ২৯,০০০ )
📍মধ্যপ্রদেশ
(ট্রেনযোগে ১১ দিন , শুভযাত্রা ৪ঠা অক্টোবর , প্যকেজ মূল্য ২১,০০০ এসি ট্রেন ২৪,০০০ )
📍গুজরাট
(ট্রেনযোগে ১২ দিন , শুভযাত্রা ৫ই আগষ্ট/ ৬ই অক্টোবর , প্যকেজ মূল্য ২৭,০০০ এসি ট্রেন ৩০,০০০ )
📍নেপাল
(ট্রেনযোগে ১০ দিন , শুভযাত্রা ২০শে মে/ ৮ই অক্টোবর/ ২৭শে ডিশেম্বর , প্যকেজ মূল্য ২২,০০০ এসি ট্রেন ২৪,০০০ )
📍দাজিলিং
(ট্রেনযোগে ৬ দিন , শুভযাত্রা ২৮শে সেপ্টম্বর / ১২ই ডিসেম্বর , প্যকেজ মূল্য ১০,০০০ এসি ট্রেন ১১,৫০০ )
📍দক্ষিণ ভারত
(ট্রেনযোগে ১৫ দিন , শুভযাত্রা ৫ই অক্টোবর/১৪ই ডিসেম্বর , প্যকেজ মূল্য ২৯,০০০ এসি ট্রেন ৩৬,০০০ )
📍গোপালপুর দাড়িংবাড়ি
(ট্রেনযোগে ৭ দিন , শুভযাত্রা ১০ই অক্টোবর , প্যকেজ মূল্য ১১,০০০ এসি ট্রেন ১২,৫০০ )
📍অরুণাচল
(ট্রেনযোগে ১১ দিন , শুভযাত্রা ১৭ই মার্চ /৮ই অক্টোবর , প্যকেজ মূল্য ২৭,০০০ এসি ট্রেন ২৯,০০০ )
📍সিমলা , মানালী কিন্নর ,কৈলাস
(ট্রেনযোগে ১৩ দিন , শুভযাত্রা ৩রা অক্টোবর , প্যকেজ মূল্য ২৪,০০০ এসি ট্রেন ২৭,০০০ ) ।

Address

Domjur

Telephone

+918337042980

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রচেষ্টা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রচেষ্টা:

Share