MouDeep

MouDeep Incredible India

28/01/2024

Newtown zoo

15/08/2023

স্বাধীনতা
আজ স্বাধীনতা দিবস। ১৫ই আগস্ট ১৯৪৭ সাল।
বাঁকুড়া জেলার ছোট একটি গ্রাম সোনামুখী।
ভোরের আলোয় আলোকিত হলো গ্রাম ও শহরতলী।
আজ স্বাধীন আমরা। গ্রাম সেকি র তখন বোঝো স্বাধীনতা কি র স্বাধীন কি?
গোটা কতজন লোক বলে বলে চলে গেল রাস্তা র ওলি গলি দিয়ে বন্দেমাতরম্ ,বন্দেমাতরম্ ।
দেশ আমাদের স্বাধীন এবং স্বচ্ছ।
মা -খুকি ওই খুকি কোথায় গেলি রে?
আরে কোথায় গেলি ?
আরে সাহেবরা তুলে নিয়ে যাবে ।
আরে কোথায় গেলি খুকি?
খুকি তখন পুকুর পাড়ে বসে মাছ ধরা দেখছে।
মা খুকি কে খুঁজতে খুঁজতে পুকুর পাড়ে এসে দেখে
খুকি পুকুর পাড়ে মাছ ধরা দেখছে।
আরে আমার পোরা কপাল রে সব জায়গায় খুঁজে
শেষ মেষ পুকুর পাড়ে।
কি লে বেটি জলে পড়ে মরবি নাকি?
যা দেশের মানুষের জীবন?
হয় জলে পরে মর নয়তো সাহেবদের অত্যাচারে মর।
আয় বেটি ওপরে ওঠে আয় নৈ মর।
ওদিকে জুতোর শব্দ সাহেবদের
শুনলে মনে ভয় অনুভব হয়।
খুকি: মা সকালে সবাই বলাবলি করছিল
দেশ আজ স্বাধীন। আমাদের স্বাধীনতা মিলেছে।
আমরা আজ স্বাধীন?
খুকির বয়স ১০। সে অত শত বোঝে না‌,
কি স্বাধীন র কি পরাধীন?
মা: আর এই পোড়া দেশে স্বাধীনতা ! আমি বেচেঁ থাকতে তো র হবে না । সে স্বাধীন হবে কবে তা আর ওপরওয়ালা জনেরে?
কলমে
দিব্যেন্দু
গল্পঃ এখনও শেষ নয়
পরের অংশ পড়তে হলে পেজ টি ফলো করুন।

15/07/2023
19/03/2023

লাগলো যে দোল , ওরে লাগলো যে দোল।
রঙে রঙিন হতে চায় যে মন,
রঙিন হতে চায় যে এ শহর।
দোল যে এক প্রেম, ভালোবাসা র উৎসব। সেই রঙিন উৎসবে আবিরের মাখো মাখো রঙে কত প্রেমের পাখী বেধেছে জুটি। রঙের কোলাহলে মেতেছে শহর, পলাশ র কৃষ্ণচূড়ার রঙে রঙিন হয়েছে এ শহর। তারই মধ্যে চলেছে মন দেওয়া নেওয়া, দুইজনের ভালোলাগার তৃপ্ততা।
আমার হওয়ায় হওয়ায় লাগলো যে,
মন ও আবীর বাতাসের সঙ্গে ভেসে যায় দিগন্ত থেকে দিগন্তে প্রেমের পাখীদের হৃদয় মাঝে।
ওই যে দেখো কৃষ্ণচূড়ার বৃক্ষ নিচে চলছে দুটো শালিক
পাখীর প্রেমন্ত আবীর খেলা।
আর সেই প্রেমের গন্ধের আবেশে গোটা শহর জেনো
মখো মাখো।
দূর থেকে দূর , দিগন্ত থেকে দিগন্ত রঙের বন্যা যেন বয়ে নদীর জলে সঙ্গে, ভেসে যায় কত প্রেমের মিলনের রঙের ধরা।।
লাল, নীল, সবুজ, হলুদ, গোলাপী....
শুধু রঙ র রঙ।
সেই রঙের রঙিন ধারা লেখকের কলমে এনে দেয় প্রেমের এক পরিপূর্ণতা।
কলমে
দিব্যেন্দু সাহা

Address

Dum Dum

Alerts

Be the first to know and let us send you an email when MouDeep posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MouDeep:

Share