Ramex Media

Ramex Media Media

শ্রী কিশলয় বসু ও এষণা জয়নগর-এর বিশেষ আমন্ত্রণে 'নাট্য উৎসব ২০২৫'-এ Ramex Media-র পরিবেশনায় ১৭ই জুলাই ২০২৫ তারিখে শ্রুতি ...
22/07/2025

শ্রী কিশলয় বসু ও এষণা জয়নগর-এর বিশেষ আমন্ত্রণে 'নাট্য উৎসব ২০২৫'-এ Ramex Media-র পরিবেশনায় ১৭ই জুলাই ২০২৫ তারিখে শ্রুতি নাটক "মরুপথের যাত্রী" পরিবেশিত হয় দঃ ২৪ পরগনার জয়নগরের 'শিবনাথ শাস্ত্রী সদন'-এ।

রচনায় - শচীন ভট্টাচার্য্য
শ্রুতি নাট্যরূপ - কবি নাট্যকার চঞ্চল ভট্টাচার্য্য
নির্দেশনা - বিশ্ব রঞ্জন চৌধুরী
আবহ - সুব্রত চক্রবর্তী
সৃজনে - বিশ্ব রঞ্জন চৌধুরী, পর্ণালী ব্যানার্জ্জী এবং সুব্রত চক্রবর্তী

Ramex Media-র এই প্রতিবেদনে 'মরুপথের যাত্রী' শ্রুতি নাটকটি শুনুন।

সম্পাদনা ও পোস্ট প্রোডাকশন - পার্থ এবং Ramex Media


​ শ্রী কিশলয় বসু ও এষণা জয়নগর-এর বিশেষ আমন্ত্রণে 'নাট্য উৎসব ২০২৫'-এ Ramex Media-র পরিবেশনায় ১৭ই জুলাই ২০২৫ তারিখে শ্রু...

গঙ্গাসাগর-এর শ্রীধাম ক্রিয়া যোগ আশ্রমের গিরি সূর্য স্বামী মহারাজ-এর বিশেষ আমন্ত্রণে ২৬শে জুন ২০২৫ থেকে ২৮শে জুন ২০২৫ তার...
21/07/2025

গঙ্গাসাগর-এর শ্রীধাম ক্রিয়া যোগ আশ্রমের গিরি সূর্য স্বামী মহারাজ-এর বিশেষ আমন্ত্রণে ২৬শে জুন ২০২৫ থেকে ২৮শে জুন ২০২৫ তারিখ পর্যন্ত বিশ্ব রঞ্জন চৌধুরী ও Ramex Media-র প্রতিনিধিরা উপস্থিত হয়েছিল এই আশ্রমের রথযাত্রা উৎসব ২০২৫-এ।

Ramex Media-র এই প্রতিবেদনে গিরি সূর্য স্বামী মহারাজের মুখ থেকে শুনুন তাঁর জীবনী ও গঙ্গাসাগরের ক্রিয়া যোগ আশ্রমের সূচনা এবং এই রথযাত্রা উৎসব-এর সম্পর্কে নানা অজানা তথ্য।

ক্যামেরায় - রাজীব
সম্পাদনায় - পার্থ
পোস্ট প্রোডাকশন - Ramex Media



গঙ্গাসাগর-এর শ্রীধাম ক্রিয়া যোগ আশ্রমের গিরি সূর্য স্বামী মহারাজ-এর বিশেষ আমন্ত্রণে ২৬শে জুন ২০২৫ থেকে ২৮শে ...

17/07/2025

তথ্যপ্রযুক্তিতে কলকাতার ভূমিকা সম্পর্কে কিছু অজানা তথ্য...

আজ আমাদের দৈনন্দিন সবরকম কাজে সবসময়ের সঙ্গী হয়ে উঠেছে মুঠো ফোন অর্থাৎ মোবাইল ফোন হিসেবে যা পরিচিত। এই মোবাইল ফোনের যাত্রা ভারতবর্ষে শুরু হয় প্রায় ৩০ বছর আগে ১৯৯৫ সালের ৩১শে জুলাই আমাদের প্রাণের শহর কলকাতাতেই। তখন ভারতবর্ষের নবম প্রধানমন্ত্রী ছিলেন মাননীয় Shri P.V. Narasimha Rao মহাশয় এবং তাঁর সরকারের যোগাযোগ মন্ত্রী ছিলেন মাননীয় Pandit Sukh Ram মহাশয় এবং পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন মাননীয় শ্রী জ্যোতি বসু মহাশয়। ভারতবর্ষের প্রথম মোবাইল কলটি করেছিলেন তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী জ্যোতি বসু মহাশয় রাইটার্স বিল্ডিং থেকে দিল্লীর সঞ্চার ভবনে বসে থাকা তৎকালীন ভারত সরকারের যোগাযোগ মন্ত্রী মাননীয় Pandit Sukh Ram মহাশয়কে। এই কলটি করার মাধ্যমে ভারতবর্ষে মোবাইল পরিষেবা শুরু হয়। মোবাইল নেটওয়ার্ক অপারেটর ছিল Shri Bhupendra Kr. Modi-র টেলিকম সংস্থা এবং অস্ট্রেলিয়ার টেলিকম সংস্থা Telstra-র যৌথ উদ্যোগে গড়ে ওঠা সংস্থা Modi Telstra, যা পরবর্তীকালে Spice Telecom হিসেবে পরিচিতি পায় এবং তারও পরে ২০০১ সালে Spice Telecom সংস্থাটির কলকাতার ব্যবসা অধিগ্রহন করে নেয় Bharti Cellular Ltd. যা AirTel নামে পরিচিত। যে সময়ে ভারতবর্ষে এই মোবাইল পরিষেবা শুরু হয় তখন কেবল ধনী ব্যক্তিরাই মোবাইল পরিষেবা ব্যবহার করতে পারতেন। Incoming এবং Outgoing Call দুটোর জন্যই প্রত্যেক মিনিটে মোটা অঙ্কের টাকা খরচ করতে হত।

ঐ একই বছর ঠিক ১৫ দিন পর ১৫ই আগস্ট ১৯৯৫ সালে ভারতবর্ষে প্রথমবারের জন্য প্রত্যেক সাধারণ মানুষের সুবিধার্থে আরেকটি টেলিকম পরিষেবা শুরু করে ভারত সরকার। যা আজকে আমাদের দৈনন্দিন কাজের সঙ্গী হয়ে ওঠা ‘Internet’ পরিষেবা। ভারতবর্ষে সর্বসাধারণের জন্য ইন্টারনেট পরিষেবা শুরু হয় ভারত সরকারের অধীনস্থ সংস্থা Videsh Sanchar Nigam Ltd. (VSNL)-এর মাধ্যমে যা বর্তমানে বেসরকারিকরণের পর TATA Sons-এর অধীনস্থ সংস্থা TATA Communications নামে পরিচিত। কলকাতার পাশাপাশি ঐদিন এই পরিষেবা শুরু হয় দিল্লী, মুম্বাই, চেন্নাই এবং পুনে শহরে। তখন একজন সর্বসাধারণ ব্যক্তিকে তার ব্যক্তিগত কাজের জন্য ইন্টারনেট পরিষেবা নিতে গেলে ২৫০ ঘণ্টা ব্যবহার করার জন্য খরচ করতে হতো ৫,২০০/-। ইন্টারনেটের গতি ছিল মাত্র 9.6 kbit/s। সেই সময়ে ইন্টারনেট পরিষেবা ব্যবহার করা ছিল অত্যন্ত ব্যয়বহুল এবং ইন্টারনেটের গতি ছিল অত্যন্ত ধীর গতি।

বর্তমানে একজন ব্যক্তি চাইলে ফাইবার অপটিক কেবেলের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা নিলে সর্বাধিক 1 Gbps গতি পাবেন এবং সাথে পাবেন Unlimited Data ও Unlimited local ও STD ফোন কল করার সুবিধা, সাথে বিনোদনের জন্য OTT ও IPTV পরিষেবা। ভারতবর্ষে প্রথম ইন্টারনেট পরিষেবা চালু করার পিছনে যে ব্যক্তিটি ছিলেন তিনি হলেন ভারত সরকারের অধীনস্থ সংস্থা Videsh Sanchar Nigam Ltd. (VSNL)-এর CMD Shri B.K. Syngal মহাশয় যাকে ‘Father of Indian Internet’ বলা হয়।

এবার ফিরে আসা যাক মোবাইল ফোনের কথায়। প্রযুক্তিগত উন্নতিকরণের মাধ্যমে বর্তমানে মোবাইল ফোন পরিষেবা 5G VoNR প্রযুক্তিতে উপলব্ধ। বর্তমানে মোবাইল ফোনের মাধ্যমে প্রায় সর্বাধিক 1 Gbps Download speed সমেত ইন্টারনেট পরিষেবা, Unlimited Voice পরিষেবা এবং বিনোদনের জন্য OTT পরিষেবার সাথে উপলব্ধ। বর্তমানে এই মোবাইল ফোন ছাড়া একপ্রকার কোনরকম দৈনন্দিন প্রয়োজনীয় কাজ করা প্রায় অসম্ভব। এই মোবাইল পরিষেবার প্রযুক্তিগত উন্নতিকরণের সময় আরেকটি পরিষেবা প্রথম শুরু হয় আমাদের এই প্রাণের শহর কলকাতায়, সেটি হল 4G (TD-LTE) পরিষেবা। এই পরিষেবাটি ২০১২ সালের ১০ই এপ্রিল শুরু করে AirTel সংস্থা।

এছাড়াও ইংরেজ সরকারের আমলে ভারতবর্ষে প্রথম টেলিকম পরিষেবা শুরু হয় ১৮৫০ সালে আমাদের এই প্রাণের শহর কলকাতায়, যা হয়তো অনেকেরই অজানা। কলকাতা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত টেলিগ্রাফ লাইন পাতার মধ্যে দিয়ে এই পরিষেবার সূচনা ঘটে। এছাড়াও ২৮শে জানুয়ারী ১৮৮২ সালে ৯৩ জন গ্রাহক নিয়ে টেলিফোন এক্সচেঞ্জ স্থাপিত হয় কলকাতায় এবং সেই এক্সচেঞ্জটির নাম রাখা হয় ‘সেন্ট্রাল এক্সচেঞ্জ’, পরিষেবা প্রদানকারী সংস্থাটির নাম ছিল ‘Oriental Telephone Company Limited’ যা বর্তমানে BSNL নামে পরিচিত।

এভাবেই আমাদের কলকাতা বিভিন্ন ক্ষেত্রে বিপ্লবের পাশাপাশি টেলিকম ক্ষেত্রের বিপ্লবেরও সাক্ষী থেকেছে।

বিঃ দ্রঃ - ভারতবর্ষের মধ্যে প্রথম পাতাল রেল পরিষেবা শুরু হয়েছিল ২৪শে অক্টোবর ১৯৮৪ সালে আমাদের এই কলকাতাতেই । এরই পাশাপাশি ভারতবর্ষের মধ্যে প্রথম গঙ্গার নীচ (জলের নীচ দিয়ে) দিয়ে মেট্রোরেল পরিষেবা সর্বসাধারণের জন্য চালু হয় ১৫ই মার্চ ২০২৪ আমাদের কলকাতাতেই। এই মেট্রো পরিষেবার মাধ্যমে হাওড়া-র সঙ্গে কলকাতার আবারও একটি সংযোগ স্থাপন হয়।

১৯০৭ সালে ভারতবর্ষের প্রথম সিনেমা হলও স্থাপিত হয়েছিল কলকাতায় যার নাম ছিল ‘Chaplin Cinema’। বর্তমানে এই সিনেমা হলের কোনো অস্তিত্ব নেই।

বিশ্ব রঞ্জন চৌধুরী
Ramex Media

তারিখঃ ১৭ই জুলাই ২০২৫

ভিডিও-র সৌজন্যে - www.wildfilmsindia.com

এষণা জয়নগর-এর বিশেষ আমন্ত্রণে 'নাট্য উৎসব ২০২৫'-এ Ramex Media-র পরিবেশনায় শ্রুতি নাটক "মরুপথের যাত্রী" পরিবেশিত হবে ১৭ই ...
15/07/2025

এষণা জয়নগর-এর বিশেষ আমন্ত্রণে 'নাট্য উৎসব ২০২৫'-এ Ramex Media-র পরিবেশনায় শ্রুতি নাটক "মরুপথের যাত্রী" পরিবেশিত হবে ১৭ই জুলাই ২০২৫ তারিখে শিবনাথ শাস্ত্রী সদন, জয়নগর, দঃ ২৪ পরগনা, সন্ধ্যা ৬ টায়।

আপনাদের সকলের আমন্ত্রণ রইল।

বিগত বছরের মতো এবছরেও গঙ্গাসাগর-এর শ্রীধাম ক্রিয়া যোগ আশ্রমের গিরি সূর্য স্বামী মহারাজ-এর বিশেষ আমন্ত্রণে ২৬শে জুন ২০২৫ ...
09/07/2025

বিগত বছরের মতো এবছরেও গঙ্গাসাগর-এর শ্রীধাম ক্রিয়া যোগ আশ্রমের গিরি সূর্য স্বামী মহারাজ-এর বিশেষ আমন্ত্রণে ২৬শে জুন ২০২৫ থেকে ২৮শে জুন ২০২৫ তারিখ পর্যন্ত টিম বিশ্ব রঞ্জন চৌধুরী ও Ramex Media-র সদস্যরা উপস্থিত হয়েছিল এই আশ্রমের রথযাত্রা উৎসব ২০২৫-এ।

প্রতি বছরের মতো এ বছরেও আমরা শ্রীধাম ক্রিয়া যোগ আশ্রমের গিরি সূর্য স্বামী মহারাজ এবং শ্রী দীপক রাউত মহাশয়ের আতিথেয়তায় মুগ্ধ।

এই রথযাত্রা উৎসব ২০২৫-এ প্রশাসনিক মহলের অনেক বিশিষ্ট মানুষেরা উপস্থিত হয়েছিলেন।

এই রথযাত্রা উৎসব ২০২৫-এর উপর Ramex Media-র এই প্রতিবেদন।

ক্যামেরায় - রাজীব
সম্পাদনায় - পার্থ
পোস্ট প্রোডাকশন - Ramex Media




বিগত বছরের মতো এবছরেও গঙ্গাসাগর-এর শ্রীধাম ক্রিয়া যোগ আশ্রমের গিরি সূর্য স্বামী মহারাজ-এর বিশেষ আমন্ত্রণে ২....

বিশ্ব জয় ও বিশ্ব রঞ্জন চৌধুরী-র একত্রে কিছু না ভোলা মুহূর্ত...
04/07/2025

বিশ্ব জয় ও বিশ্ব রঞ্জন চৌধুরী-র একত্রে কিছু না ভোলা মুহূর্ত...



বিশ্ব জয় ও বিশ্ব রঞ্জন চৌধুরী-র একত্রে কিছু না ভোলা মুহূর্ত...

ব্রজেন দে-র কাহিনী অবলম্বনে Ramex Media নিবেদিত 'নটী বিনোদিনী' শ্রুতি নাটকটির rehearsal-এর উপর Ramex Media-র একটি YouTub...
28/06/2025

ব্রজেন দে-র কাহিনী অবলম্বনে Ramex Media নিবেদিত 'নটী বিনোদিনী' শ্রুতি নাটকটির rehearsal-এর উপর Ramex Media-র একটি YouTube Shorts।

ক্যামেরায় - রাজীব
সম্পাদনায় - পার্থ দত্ত
পোস্ট প্রোডাকশন - Ramex Media

https://youtube.com/shorts/fVY28iN-bLE?feature=share

ব্রজেন দে-র কাহিনী অবলম্বনে Ramex Media নিবেদিত 'নটী বিনোদিনী' শ্রুতি নাটকটির rehearsal-এর উপর Ramex Media-র একটি YouTube Shorts।ক্যামেরায় -...

কিংবদন্তী শিল্পী কিশোর কুমারের কণ্ঠে গাওয়া দুটি কালজয়ী গানের সাথে ('আকাশ কেন ডাকে' এবং 'Yeh Shaam Mastani') মনোরম প্রাকৃ...
20/06/2025

কিংবদন্তী শিল্পী কিশোর কুমারের কণ্ঠে গাওয়া দুটি কালজয়ী গানের সাথে ('আকাশ কেন ডাকে' এবং 'Yeh Shaam Mastani') মনোরম প্রাকৃতিক সৌন্দর্য দেখুন Ramex Media-র এই YouTube Shorts-এ।

ক্যামেরায় - কাউসার সেখ
সম্পাদনায় - পার্থ
পোস্ট প্রোডাকশন - Ramex Media

Songs Copyright belongs to: -

Song: Yeh Shaam Mastani
Singer: Kishore Kumar
Music: R. D. Burman
Lyricist: Anand Bakshi
Film: Kati Patang
Music Label: Saregama India

Song: Akash Keno Daake
Album Title: Bedonar Baluchare Sentimental Hits
Artist: Kishore Kumar
Music Director: R.D.Burman
Lyricist: Gauriprasanna Mazumder
Music Label: Saregama Bengali

https://www.youtube.com/shorts/Qk7q1YKX8JA

কিংবদন্তী শিল্পী কিশোর কুমারের কণ্ঠে গাওয়া দুটি কালজয়ী গানের সাথে ('আকাশ কেন ডাকে' এবং 'Yeh Shaam Mastani') মনোরম প্রাকৃতি...

আসন্ন রথযাত্রা উৎসব ২০২৫ উপলক্ষ্যে গত ১১ই জুন ২০২৫ তারিখে জগন্নাথ মহাপ্রভুর স্নানযাত্রা-র দিন গঙ্গাসাগর-এর শ্রীধাম ক্রিয়...
12/06/2025

আসন্ন রথযাত্রা উৎসব ২০২৫ উপলক্ষ্যে গত ১১ই জুন ২০২৫ তারিখে জগন্নাথ মহাপ্রভুর স্নানযাত্রা-র দিন গঙ্গাসাগর-এর শ্রীধাম ক্রিয়া যোগ আশ্রমের গিরি সূর্য স্বামী মহারাজ এসেছিলেন Ramex Media-র কর্ণধার বিশ্ব রঞ্জন চৌধুরী-র বাড়িতে ওনার পুরো পরিবার সহ টিমের সকল সদস্যদের আমন্ত্রণ করার জন্য।

এছাড়াও উনি Ramex Media-র সকল দর্শকবন্ধুদেরও বিশেষ আমন্ত্রণ জানান আসন্ন রথযাত্রা উৎসব ২০২৫-এ গঙ্গাসাগর-এর শ্রীধাম ক্রিয়া যোগ আশ্রমে উপস্থিত থাকার জন্য।

সম্পাদনায় - পার্থ
পোস্ট প্রোডাকশন - Ramex Media

https://www.youtube.com/shorts/ZwiO-_P_i98

আসন্ন রথযাত্রা উৎসব ২০২৫ উপলক্ষ্যে গত ১১ই জুন ২০২৫ তারিখে জগন্নাথ মহাপ্রভুর স্নানযাত্রা-র দিন গঙ্গাসাগর-এর ....

রাষ্ট্রীয় সম্মানে সম্মানিত পদ্মশ্রী ডাঃ অরুণোদয় মণ্ডল মহাশয় তার 'সুজন-সুন্দরবন'-এর তৃতীয় সেন্টারে রুগীদের শরীরচর্চার প্র...
05/06/2025

রাষ্ট্রীয় সম্মানে সম্মানিত পদ্মশ্রী ডাঃ অরুণোদয় মণ্ডল মহাশয় তার 'সুজন-সুন্দরবন'-এর তৃতীয় সেন্টারে রুগীদের শরীরচর্চার প্রশিক্ষণ দেওয়ার উপর Ramex Media-র একটি YouTube Shorts।

ক্যামেরায় - বিশ্ব রঞ্জন চৌধুরী
সম্পাদনায় - পার্থ
পোস্ট প্রোডাকশন - Ramex Media

https://youtube.com/shorts/0sJw1t8IPJ8?feature=share

রাষ্ট্রীয় সম্মানে সম্মানিত পদ্মশ্রী ডাঃ অরুণোদয় মণ্ডল মহাশয় তার 'সুজন-সুন্দরবন'-এর তৃতীয় সেন্টারে রুগীদের শ....

গত ২৬শে মে ২০২৫ তারিখে শূদ্রক নাট্য গোষ্ঠী-র কর্ণধার বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব শ্রী দেবাশিস মজুমদার ও নারান দাশ বাঙ্গুর মে...
02/06/2025

গত ২৬শে মে ২০২৫ তারিখে শূদ্রক নাট্য গোষ্ঠী-র কর্ণধার বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব শ্রী দেবাশিস মজুমদার ও নারান দাশ বাঙ্গুর মেমোরিয়াল বয়েজ স্কুল-এর প্রধান শিক্ষক শ্রী সঞ্জয় বড়ুয়া-র উদ্যোগে স্কুলের ছাত্রদের নিয়ে 'অভিনয় কর্মশালা' শুরু হয়েছিল যা ১লা জুন ২০২৫ তারিখে শেষ হয়।

এই অভিনয় কর্মশালার সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও অভিনেতা শ্রী দেবশঙ্কর হালদার মহাশয়। উনি নিজে সকল ছাত্রদের হাতে শূদ্রক নাট্য গোষ্ঠী-র তরফের শংসাপত্র তুলে দেন।

অন্তিমে স্কুলের প্রধান শিক্ষক শ্রী সঞ্জয় বড়ুয়া মহাশয় শূদ্রক নাট্য গোষ্ঠী-র কর্ণধার বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব শ্রী দেবাশিস মজুমদার মহাশয়-কে ধন্যবাদ জানান এই অভিনয় কর্মশালাটির আয়োজন করার জন্য।

এছাড়াও শূদ্রক নাট্য গোষ্ঠী-র তরফ থেকে জানানো হয় আগামীদিনে খুব তাড়াতাড়ি তাদের নাট্য গোষ্ঠীর কলাকুশলীদের এবং এই স্কুলের ছাত্রদের নিয়ে একটি নাটক আয়োজন করার পরিকল্পনা তাদের রয়েছে।

এদিনের এই সমাপ্তি অনুষ্ঠানের উপর Ramex Media-র একটি প্রতিবেদন।

ক্যামেরায় - বিশ্ব জয় (Ramex Production)
সম্পাদনায় - পার্থ
পোস্ট প্রোডাকশন - Ramex Media

https://youtu.be/6uldbh90HkU

গত ২৬শে মে ২০২৫ তারিখে শূদ্রক নাট্য গোষ্ঠী-র কর্ণধার বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব শ্রী দেবাশিস মজুমদার ও নারান দ....

শূদ্রক নাট্য গোষ্ঠী-র কর্ণধার বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব শ্রী দেবাশিস মজুমদার ও নারান দাশ বাঙ্গুর মেমোরিয়াল বয়েজ স্কুল-এর প...
31/05/2025

শূদ্রক নাট্য গোষ্ঠী-র কর্ণধার বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব শ্রী দেবাশিস মজুমদার ও নারান দাশ বাঙ্গুর মেমোরিয়াল বয়েজ স্কুল-এর প্রধান শিক্ষক শ্রী সঞ্জয় বড়ুয়া-র উদ্যোগ এবং আয়োজনে ২৬শে মে ২০২৫, সোমবার থেকে ১লা জুন ২০২৫, রবিবার পর্যন্ত সকাল ১১টা থেকে বিকেল ৪টা প্রতিদিন স্কুলের ছাত্রদের নিয়ে 'অভিনয় কর্মশালা' হচ্ছে নারান দাশ বাঙ্গুর মেমোরিয়াল বয়েজ স্কুল প্রাঙ্গণে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজন-সুন্দরবন-এর প্রতিষ্ঠাতা পদ্মশ্রী ডাঃ অরুণোদয় মণ্ডল মহাশয় এবং শূদ্রক নাট্য গোষ্ঠী-র কর্ণধার বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব শ্রী দেবাশিস মজুমদার মহাশয়।

এই কর্মশালার উপর Ramex Media-র একটি প্রতিবেদন।

ক্যামেরায়ঃ রাজীব
সম্পাদনায়ঃ পার্থ
পোস্ট প্রোডাকশনঃ Ramex Media

শূদ্রক নাট্য গোষ্ঠী-র কর্ণধার বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব শ্রী দেবাশিস মজুমদার ও নারান দাশ বাঙ্গুর মেমোরিয়াল ব...

Address

Dum Dum

Telephone

8337056899

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ramex Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ramex Media:

Share