
29/01/2024
ইনস্টাগ্রামে আসছে নয়া ফিচার 'ফ্লিপ সাইড'
ইনস্টাগ্রামে আপনি কি গোপনীয়তা বজায় রাখতে চান ? আপনার বিশেষ মুহূর্তকে নির্দিষ্ট কোনও মানুষ বা কয়েকজন বন্ধুর সঙ্গে শেয়ার করতে চান ? এবার সেই সমস্যার সমাধানে নয়া ফিচার আনতে চলেছে ইনস্টাগ্রাম। নাম ‘ফ্লিপ সাইড’, যার মাধ্যমে আপনিও হোয়াটসঅ্যাপের মতো নিজের পোস্টকে কিছু নির্দিষ্ট মানুষের জন্য শেয়ার করতে পারবেন। যদিও এই ফিচারটি এখনও লাইভ হয়নি পর্যবেক্ষণ পর্যায়ে চলছে।