15/06/2025
শুভ জন্মদিন আমার ভালোবাসা, আমার স্বপ্ন সব কিছুর আমাদের প্রকাশনীর, হ্যাঁ আজ সৌনিতা প্রকাশনীর ৩ টি বছর সম্পূর্ণ হলো। জানি না কি বলবো বা আমার ঠিক কি বলা উচিত, দেখতে দেখতে ৩ টে বছর কেমন করে কেটে গেলো😊
আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই প্রকাশনীর সভাপতি শান্তনু মুখার্জী -কে, পারতাম না তাঁর দক্ষতা ছাড়া এতোটা পথ যেতে🙏
ধন্যবাদ জানাই আমার বাবাই মা কে যাঁরা জেলা বইমেলা গুলোর দায়িত্ব সযত্নে সামলিয়ে নেন🙏
এছাড়া ধন্যবাদ জানাই সমস্ত লেখক - লেখিকা / সম্পাদক, সম্পাদিকা/ মুদ্রক/ প্রচ্ছদ/ বর্ণসজ্জার শিল্পীদের যাঁদের অক্লান্ত পরিশ্রম ছাড়া বিশ্বাস করুন আমি পারতাম না এতোটা এগোতে🙏
আর বিশেষ করে ধন্যবাদ বাঁধাই খানার আমার আঙ্কেল আর দাদা দের যাঁদের অনুপ্রেরণা তে আমি আজ এই জায়গা তে🙏
ধন্যবাদ দিয়ে কাউকেই ছোট করতে চাই না, কারণ সবাই আমাকে সৌনিতা প্রকাশনীকে ভালোবেসে কাজ করে তাই তাঁদের ধন্যবাদ দেয়ার স্পর্ধা আমার নেই।
সব শেষে এটাই বলবো সকলে যেমন ভাবে পাশে ছিলেন দয়া করে সব সময় থাকবেন, কারণ সৌনিতা শুধু আমার নয় সৌনিতা আমাদের সবার স্বপ্ন পূরণের অঙ্গীকার।
বি: দ্র :- আসছে বাৎসরিক অনুষ্ঠান সমাবর্তন, তারিখ ও জায়গা খুব তাড়াতাড়ি জানিয়ে দেবো......