
11/07/2025
১৪ তারিখ বিকেলে সম্পর্ক থাকছে, আপনারা আসছেন তো?
সম্পর্ক-র নতুন বই
ইউরোপ: দীর্ঘ উনিশ শতক ও তারপর
অরূপ কুমার বিশ্বাস
সাহিত্যে-শিল্পে, সাম্রাজ্যে-শাসনে, সংহারে-সংস্কারে, সম্ভোগে-সম্ভ্রমে কয়েক শতাব্দী এগিয়ে থেকে যে প্রথমে নিজ মহাদেশকে এবং তারপর সমগ্র জগৎকে পাল্টে দিয়েছে সেই তো ইউরোপ। আজকের দিনে কখনো-সখনো যাকে জগতের 'আমেরিকায়ন' (আমেরিকানাইজেশন) বলে বর্ণনা করা হয়, তা আসলে এই ইউরোপেরই সৃষ্টি। আজকের ইউরোপীয়দের পূর্বপুরুষেরাই আমেরিকা মহাদেশ 'আবিষ্কার' করে সেখানকার ভূমিপুত্রদের বেশিরভাগকেই একেবারে নিশ্চিহ্ন করে দিয়ে উত্তর আমেরিকার দখল নিয়েছিল। ফলে, সেখান থেকে যে সংস্কৃতির বিচ্ছুরণ ঘটছে এবং জগৎকে চমৎকৃত করছে-উৎসগতভাবে তা আসলে ইউরোপেরই সংস্কৃতি।
লেখক অরূপ বিশ্বাস তিন দশকের উপর ইউরোপের ইতিহাস পড়িয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কলেজে। তাঁর ইতিহাস পড়া ও পড়ানোর চর্চা থেকে উঠে এসেছে এই বইটি। ইউরোপের ইতিহাস পড়া ও পড়ানোয় এই বই অপরিহার্য
এর সঙ্গে থাকছে একঝাঁক ভিন্ন স্বাদের বইও। ১৪ তারিখ বিকেলে সকলের সাদর আমন্ত্রণ।