News 24x7 Alert

News 24x7 Alert News/Media 8918513484/9749166423
(2)

প্রয়াত হলেন খ্যাতনামা গায়ক জুবিন গার্গ Zubin Garg friends club.
19/09/2025

প্রয়াত হলেন খ্যাতনামা গায়ক জুবিন গার্গ Zubin Garg friends club.

উৎসবের আনন্দের মাঝেই আউশগ্রামে বিষাদের সুর! টানা বৃষ্টির জেরে ভাঙলো মাটির দোতলা বাড়ি। অল্পের জন্য রক্ষা পেলে বাড়ির সদস...
19/09/2025

উৎসবের আনন্দের মাঝেই আউশগ্রামে বিষাদের সুর! টানা বৃষ্টির জেরে ভাঙলো মাটির দোতলা বাড়ি। অল্পের জন্য রক্ষা পেলে বাড়ির সদস্যরা।

আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনের পরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। আর এর মাঝেই অশুর রূপে হাজির বৃষ্টি! বঙ্গে বর্ষা যেন শেষ হয়েও হচ্ছে না শেষ। বিদায় বেলাতেও বর্ষার ঝড়ো ব্যাটিংয়ে দিশেহারা অবস্থা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার। টানা বৃষ্টির জেরে বৃহস্পতিবার রাত্রে আউশগ্রামের আলিফনগরে ভেঙ্গে পড়ল সালেক মন্ডলের মাটির দোতলা বাড়ি। বাড়ি ভেঙে পড়বে বুঝতে পেরে বাড়ির সদস্যরা বাইরে বেরিয়ে আসায় বড় কোন দুর্ঘটনা ঘটেনি। একমাত্র মাথাগোজার আশ্রয় টি ভেঙ্গে পড়ায় দিশেহারা সালেক মন্ডলসহ পুরো পরিবার।

এক ব্যাক্তির পচাগলা দেহ উদ্ধার হল বন্ধ ঘরের ভেতর থেকে। ঘটনাটি পানাগড়ের রেলপাড়ের ট্যাংকি তলার।কাঁকসারজু পুলিশ মৃতদেহ উদ্ধ...
19/09/2025

এক ব্যাক্তির পচাগলা দেহ উদ্ধার হল বন্ধ ঘরের ভেতর থেকে। ঘটনাটি পানাগড়ের রেলপাড়ের ট্যাংকি তলার।কাঁকসারজু পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে ট্যাংকিতলার বাসিন্দা মালিক পাল (৫৫) বাড়িতে একাই থাকতেন। প্রতিবেশীরা তার দেখাশোনা করতেন। দিন কয়েক ধরে মালিক পাল বাড়ি থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। আজ শুক্রবার সকাল থেকেই এলাকায় দুর্ঘন্ধ ছড়িয়ে পরে। দুর্ঘন্ধের উৎসস্থল খুঁজরে গিয়ে দেখা যায় মানিক পাল বাড়ি থেকে বের হচ্ছে এই দুর্গন্ধ। তখন এলাকাবাসীরা কাঁকসার থানার পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে জানালা দিয়ে বাঁশ ঢুকিয়ে দরজা খুলে। ঘরের ভেতর ঢুকে পুলিশ দেখে ওই ব্যক্তি ঘরের বারান্দায় মৃত অবস্থায় পড়ে রয়েছে। পুলিশের অনুমান প্রায় ৩-৪ দিন আগে তার মৃত্যু হয়েছে। গোটা শরীরে পচন ধরে গেছে।কাঁকসার থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

এবার অডিও ভিসুয়াল মাধ্যমে বিদেশিদের বাংলা ভাষা শিক্ষার পাঠ দেবে স্কটিশ চার্চ কলেজবাংলা ভাষার ব্যবহার বাড়াতে যখন রাজ্যের...
19/09/2025

এবার অডিও ভিসুয়াল মাধ্যমে বিদেশিদের বাংলা ভাষা শিক্ষার পাঠ দেবে স্কটিশ চার্চ কলেজ

বাংলা ভাষার ব্যবহার বাড়াতে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানা উদ্যোগ নিচ্ছেন এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষীদের ভাষার অধিকার রক্ষায় সচেষ্ট হচ্ছেন, ঠিক সেই সময়েই বিদেশিদের বাংলা ভাষা শেখানোর মহতী উদ্যোগ নিল কলকাতার প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান স্কটিশ চার্চ কলেজ।
ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের সহযোগিতায় অনলাইনে শুরু হল নতুন কোর্স “এসো বাংলা শিখি”। বিশ্বের যে কোনও প্রান্ত থেকে আগ্রহীরা এতে অংশ নিতে পারবেন। শুধু কয়েকটি শব্দ বা বাক্য শেখানো নয়, বরং ধাপে ধাপে বিদেশিদের বাংলা ভাষায় সাবলীল করে তোলাই এই প্রকল্পের উদ্দেশ্য। কোর্সটি সাজানো হয়েছে তিনটি স্তরে:
প্রাইমারি, ইন্টারমিডিয়েট ও অ্যাডভান্সড।
কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরী মণ্ডল জানিয়েছেন, এই প্রস্তাব আসে ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের পক্ষ থেকে। ইসকনের বহু বিদেশি ভক্ত বাংলায় শ্রীচৈতন্য চরিতামৃত, গীতা কিংবা ভাগবত পুরাণ পড়তে চান। তাঁদের জন্যই প্রথমে কোর্স চালুর পরিকল্পনা নেওয়া হয়। উল্লেখ্য, ইসকনের প্রতিষ্ঠাতা অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ (অভয়চরণ দে) ছিলেন স্কটিশ চার্চ কলেজের ছাত্র। সেই সূত্রে ইসকনের ভক্তরা কলেজকে বিশেষ শ্রদ্ধার চোখে দেখেন। তাই এই প্রস্তাব আসতেই কলেজ কর্তৃপক্ষ তা সাদরে গ্রহণ করে। তবে কোর্সটি শুধু ইসকনের ভক্তদের জন্য সীমাবদ্ধ থাকবে না, বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি আগ্রহী যে কেউ অংশ নিতে পারবেন। প্রাথমিক স্তরে থাকছে ২৪টি এক ঘণ্টার ক্লাস। প্রতিটি ক্লাস শেষে শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য দেওয়া হবে এমসিকিউ ধরনের প্রশ্ন। ইতিমধ্যেই তৈরি হয়েছে প্রচারমূলক ভিডিও এবং বেশ কিছু অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট।
বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরী মণ্ডল, উপাধ্যক্ষ ড. সুপ্রতিম দাশ, এই কোর্সের নোডাল শিক্ষক বিদিশা সিনহা, ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের ডিন ড. সুমন্ত রুদ্র, ইউনাইটেড বোর্ড ফর ক্রিস্টান হায়ার এডুকেশান ইন এশিয়ার
দুই প্রতিনিধি ড. মেহের স্পারজিয়ন ও ড. সান্ড্রা জোসেফ।
ড. সুমন্ত রুদ্র বলেন, শুধু ইস্কনের ভক্ত ও অনুগামীরাই নয় বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি আগ্রহী যে কেউ এই কোর্সে অংশগ্রহণ করতে পারবেন। Scottish Church College

18/09/2025

ভোটারি ক্লাবের বিশ্বকর্মা পূজা

17/09/2025
17/09/2025

ভোটারি ক্লাব বিশ্বকর্মা পূজা 2025

কুয়ো থেকে উদ্ধার মহিলার দেহ, প্রেম-সম্পর্ক ঘিরেই খুন? গ্রেফতার দুইদুর্গাপুর: ফরিদপুর (লাউদোহা) থানার অন্তর্গত শ্রীকৃষ্ণপ...
16/09/2025

কুয়ো থেকে উদ্ধার মহিলার দেহ, প্রেম-সম্পর্ক ঘিরেই খুন? গ্রেফতার দুই

দুর্গাপুর: ফরিদপুর (লাউদোহা) থানার অন্তর্গত শ্রীকৃষ্ণপুর এলাকায় এক মহিলার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ৩১ আগস্ট ওই এলাকায় একটি কুয়ো থেকে এক মহিলার দেহ উদ্ধার করে পুলিশ। মৃতার নাম আলেয়া বিবি, বাড়ি রাঙ্গামাটি গ্রামে।

১৬ আগস্ট আলেয়ার স্বামী থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছিলেন। এরপর দীর্ঘ তল্লাশির পর ৩১ আগস্ট তার দেহ উদ্ধার হয়। ঘটনার পর ফরিদপুর থানার পুলিশ খুনের মামলা রুজু করে তদন্তে নামে।

তদন্তে নেমে প্রথমে শেখ লালন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তার জিজ্ঞাসাবাদ এবং একটি মোবাইল নম্বরের কললিস্ট খতিয়ে দেখে পুলিশ ওই গ্রামেরই আরেক ব্যক্তি শেখ সালাউদ্দিনকে গ্রেফতার করে। জানা গিয়েছে, আলেয়া বিবির সঙ্গে সালাউদ্দিনের প্রেমের সম্পর্ক ছিল।

পুলিশ সূত্রে খবর, আলেয়াকে খুন করার জন্য ব্যবহৃত অস্ত্রটিও উদ্ধার করা হয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্ত চলছে।
Highlight

ফাউন্ড্রি 4.0 বুট ক্যাম্প:দুর্গাপুরে একদিনের সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিতদুর্গাপুর, সিএসআইআর-সিএমইআরআই এবং ইন্সটিটিউট অফ ...
15/09/2025

ফাউন্ড্রি 4.0 বুট ক্যাম্প:
দুর্গাপুরে একদিনের সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত

দুর্গাপুর, সিএসআইআর-সিএমইআরআই এবং ইন্সটিটিউট অফ ইন্ডিয়ান ফাউন্ড্রিমেন (IIF) – ইস্টার্ন রিজিওনের যৌথ উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল একদিনের সেমিনার ও কর্মশালা, শীর্ষক ‘ফাউন্ড্রি 4.0 বুট ক্যাম্প’।

এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল ‘ইন্ডাস্ট্রি 4.0’-এর প্রেক্ষাপটে ফাউন্ড্রি শিল্পের রূপান্তর, চ্যালেঞ্জ, উদ্ভাবন ও সম্ভাবনা নিয়ে আলোচনা এবং সহযোগিতার একটি প্ল্যাটফর্ম তৈরি করা।

🔹 উদ্বোধনী অনুষ্ঠান

অনুষ্ঠানের উদ্বোধন করেন ডঃ সুদীপ কুমার সামন্ত (চিফ সায়েন্স সেন্টিস্ট, সিএমইআরআই ও কাউন্সিল সদস্য, IIF)। তিনি স্মার্ট ম্যানুফ্যাকচারিং ও বিশ্বব্যাপী প্রতিযোগিতায় ভারতের ফাউন্ড্রি সেক্টরকে সক্ষম করে তোলার গুরুত্ব তুলে ধরেন।

🔹 বিশিষ্ট অতিথিদের বক্তব্য

ডঃ নাগাহানুমাইয়া, অধিকর্তা, সিএমটিআই (বেঙ্গালুরু) – প্রিসিশন ইঞ্জিনিয়ারিং, CAD/CAM প্রযুক্তি ও অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং ব্যবহার করে উৎপাদন খাতকে আরও উন্নত করার প্রয়াসের কথা বলেন।

ডঃ এন. সি. মুর্মু, অধিকর্তা, সিএসআইআর-সিএমইআরআই – ইনস্টিটিউটের রোবোটিক্স, উন্নত উপকরণ এবং পরিবেশবান্ধব প্রযুক্তিতে অগ্রণী ভূমিকাকে তুলে ধরেন এবং স্মার্ট ও টেকসই ফাউন্ড্রি ব্যবস্থার ভবিষ্যৎ দিশা দেন।

🔹 প্রযুক্তিগত অধিবেশন ও মূল বক্তৃতা

সেমিনারের মূল অংশজুড়ে ছিল একাধিক প্রযুক্তিগত অধিবেশন, যেখানে বক্তারা শিল্পক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা ও উদ্ভাবনী অনুশীলন শেয়ার করেন। উল্লেখযোগ্য বক্তারা ছিলেন:

শ্রী সতিস কুমার (CNH Material)

শ্রী প্রবীণ বি (HAL, বেঙ্গালুরু)

শ্রী অভিষেক কুমার গৌতম (RDSO, লখনউ)

তাঁরা অটোমোবাইল, এরোস্পেস এবং রেলওয়ে ফাউন্ড্রির বাস্তব প্রয়োগ ও উন্নয়ন নিয়ে আলোচনা করেন।

🔹 শিক্ষাবিদ ও গবেষকদের অবদান

ডঃ পার্থ প্রতিম চট্টোপাধ্যায় (NIAMT-এর প্রাক্তন অধিকর্তা) ধাতববিদ্যায় সাম্প্রতিক অগ্রগতির দিক তুলে ধরেন।

শ্রী অমিত রায় (San Ceramics) শিল্পভিত্তিক বাস্তব অভিজ্ঞতার আলোকে মূল্যবান মতামত প্রদান করেন।

ডঃ হিমাংশু খান্ডেলওয়াল (NIAMT) ও ডঃ রাজেশ প্রসাদ বার্নওয়াল (CMERI) তাঁদের গবেষণাভিত্তিক আলোচনায় ফাউন্ড্রি শিল্পে IoT সংহতকরণের উপরে বিশেষ গুরুত্ব দেন। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে প্রক্রিয়া দক্ষতা, নিরাপত্তা ও টেকসই উন্নয়নের সম্ভাবনা তুলে ধরেন।

🔹 ইন্টারঅ্যাক্টিভ সেশন ও অংশগ্রহণ

বক্তৃতার শেষে অনুষ্ঠিত হয় এক প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব, যেখানে অংশগ্রহণকারীরা বাস্তব সমস্যার সমাধান ও সহযোগিতার সুযোগ নিয়ে খোলামেলা আলোচনা করেন।

সেমিনারে মোট ৬৩ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন, যা ফাউন্ড্রি শিল্পে ভবিষ্যৎ সম্ভাবনা ও উদ্ভাবনের প্রতি আগ্রহের পরিচায়ক।

07/09/2025

Blood Moon 2025 Live | WATCH: Blood Moon Live During Lunar Eclipse
"আপনাদের কেমন লাগছে কমেন্টস এর মাধ্যমে অবশ্যই জানাবেন "

07/09/2025

শুরু হলো চন্দ্রগ্রহণ

06/09/2025

Raghu Dakat - Bengal Tour | Jhilmil Laage Re - Song Launch at Malda HighlightDevSohini Sarkar Idhika PaulAnirban Bhattacharya

Address

Durgapur Station Area
713213

Website

Alerts

Be the first to know and let us send you an email when News 24x7 Alert posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share