Rastriya Tv বাংলা

Rastriya Tv বাংলা Rastriya 7 - Today's Breaking News, Top Stories, Headlines, India & World News.

15/08/2025

আজ ১৫ই আগষ্ট, ভারতের স্বাধীনতা দিবস, দেশজুড়ে গর্ব, আনন্দ ও দেশপ্রেমের জোয়ার বইছে ভারতবর্ষের আকাশ জুড়ে। ১৯৪৭ সালের এই সেই দিন যেদিন দীর্ঘ সংগ্রাম আত্মত্যাগ ছিঁড়ে ফেলে ব্রিটিশ শাসনের শিকল। শুরু হয় স্বাধীন ভারতের উড়ান।শুরু হয় এক নতুন সূচনা যে ঐতিহ্য এখনো আমরা যত্ন সহকারে পালন করে চলেছি, স্কুলে, পাড়ার মোড়ে, ক্লাবে সমস্ত জায়গায় পতাকা উত্তোলন, প্রভাত ফেরী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নানান প্রতিযোগিতার মাধ্যমে প্রত্যেকেই আনন্দ করে থাকে।স্বাধীনতার এই দিনটি শুধুই একটি দিন নয়, প্রত্যেকটি ভারতবাসীর গর্বের দিন, সংগ্রামের ইতিহাস, আত্মত্যাগের প্রতীক, নতুন সূচনা।

29/07/2025

"২০১১ সালে রবীন্দ্রনাথ জাতীয় সংগীত রচনা করেছিলেন" এবাবা আমি বলিনি বলছেন এক তৃণমূল নেতা

29/07/2025

কবি সুভাষ মেট্রো স্টেশনের পিলারে ফাটল, অনির্দিষ্টকালের জন্য বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন।

29/07/2025

বাংলাদেশে পরিকাঠামো ভারতের থেকে ভালো, তাই বাংলাদেশিরা ভারতে আসতে চাইবে না- দাবি মহুয়ার

29/07/2025

"পহেলগাঁও হামলা চালানো জঙ্গিরা পাকিস্তানি নাও হতে পারে"... এ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ছিল

28/07/2025

Speaking in Lok Sabha during Special Discussion on India’s strong, successful and decisive ‘Operation Sindoor’
Rajnath Singh

28/07/2025

দিন-রাত যারা পুলিশকে গালিগালাজ করেন এটা তাদের জন্য। কিন্তু এই কাজটা সরকারের করা উচিত কিন্তু সেই সরকারের কাজ একজন পুলিশ কর্মী কে করতে হচ্ছে। কিন্তু কেনো করতে হবে প্রশ্ন এটাই রখলাম আমি সরকারের কাছে ?

26/07/2025

নানাভাবে আমাকে বদনাম করা, আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। এর আগেও রটানো হচ্ছে আমি নাকি দল ছেড়ে দিচ্ছি অন্য দলে যাচ্ছি। কিন্তু এসবের পরও ষড়যন্ত্রকারীরা সফল না হওয়ার পর একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। ভিডিওটি অত্যন্ত নোংরা এবং সেই ভিডিওর সঙ্গে আমার নাম জুড়ে দেওয়া হচ্ছে। তাই আমি আইনের দ্বারস্থ হয়েছি। সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছি। যে বা যারা আমার বিরুদ্ধে এইভাবে ষড়যন্ত্র করছে সেটির সঠিক তদন্ত পুলিশ করবে সেই আশা রাখছি, নাহলে আমি আদালতের দ্বারস্থ হব।

26/07/2025

কার্গিল বিজয় দিবস প্রতি বছর ২৬শে জুলাই পালিত হয়। এই দিনে, ভারত ১৯৭১ সালের কার্গিল যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে জয় লাভ করে। এই যুদ্ধটি ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে একটি সশস্ত্র সংঘাত, যা মে থেকে জুলাই, ১৯৯৯ পর্যন্ত চলেছিল এবং লাদাখের কার্গিল জেলায় সংঘটিত হয়েছিল।
যুদ্ধটি শুরু হয়েছিল যখন পাকিস্তানি সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করে এবং কার্গিল অঞ্চলের বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্বত চূড়া দখল করে নেয়। ভারতীয় সেনাবাহিনী, 'অপারেশন বিজয়' নামে একটি অভিযানের মাধ্যমে, প্রায় দুই মাস ধরে চলা এই যুদ্ধে পাকিস্তানি বাহিনীকে হটিয়ে তাদের অবস্থান পুনরুদ্ধার করে।
এই যুদ্ধে ভারতীয় সেনাবাহিনী ও বিমানবাহিনী উভয়ই অংশ নেয় এবং তারা পাকিস্তানের দখল করা এলাকা পুনরুদ্ধার করতে সক্ষম হয়। ২৬শে জুলাই, ভারতীয় সৈন্যরা কার্গিলের চূড়ায় বিজয় পতাকা উত্তোলন করে এবং এই দিনটি কার্গিল বিজয় দিবস হিসাবে পালিত হয়।
এই দিনটি শুধু ভারতীয় সেনাবাহিনীর বীরত্বেরই নয়, সেই সঙ্গে কার্গিল যুদ্ধে প্রাণ হারানো সৈন্যদের আত্মত্যাগেরও স্মারক। প্রতি বছর এই দিনে, শহীদ সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং তাদের বীরত্বের কথা স্মরণ করা হয়।

112 Air India pilots reported sick, an event that occurred shortly after the   crash. This information was shared today ...
26/07/2025

112 Air India pilots reported sick, an event that occurred shortly after the crash. This information was shared today in Parliament by MoS Civil Aviation, Murlidhar Mohol , in response to a parliamentary question. Air India

26/07/2025

Cambodian Multiple-Launch Rocket System (MLRS) against targets in Thailand.

26/07/2025

The Royal Thai Army has officially published footage showing drone strikes on a Cambodian weapons depot and additional military positions near Cambodia-Thailand border.

Address

Paschim Bardhaman
Durgapur
713217

Alerts

Be the first to know and let us send you an email when Rastriya Tv বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share