15/08/2025
আজ ১৫ই আগষ্ট, ভারতের স্বাধীনতা দিবস, দেশজুড়ে গর্ব, আনন্দ ও দেশপ্রেমের জোয়ার বইছে ভারতবর্ষের আকাশ জুড়ে। ১৯৪৭ সালের এই সেই দিন যেদিন দীর্ঘ সংগ্রাম আত্মত্যাগ ছিঁড়ে ফেলে ব্রিটিশ শাসনের শিকল। শুরু হয় স্বাধীন ভারতের উড়ান।শুরু হয় এক নতুন সূচনা যে ঐতিহ্য এখনো আমরা যত্ন সহকারে পালন করে চলেছি, স্কুলে, পাড়ার মোড়ে, ক্লাবে সমস্ত জায়গায় পতাকা উত্তোলন, প্রভাত ফেরী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নানান প্রতিযোগিতার মাধ্যমে প্রত্যেকেই আনন্দ করে থাকে।স্বাধীনতার এই দিনটি শুধুই একটি দিন নয়, প্রত্যেকটি ভারতবাসীর গর্বের দিন, সংগ্রামের ইতিহাস, আত্মত্যাগের প্রতীক, নতুন সূচনা।