Syed Mosharaf Hossain

Syed Mosharaf Hossain Hi! I’m, Syed Mosharaf Hossain
popularly known as Deep in my friends’ circle.

21/09/2025
"আজ দেশের রাজধানী নয়াদিল্লিতে কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়ায় Positive Barta দাঁড়া আয়োজিত National Awareness Conclave ...
06/09/2025

"আজ দেশের রাজধানী নয়াদিল্লিতে কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়ায় Positive Barta দাঁড়া আয়োজিত National Awareness Conclave 2025-এ উপস্থিত থাকতে পেরে সত্যিই গর্বিত। দেশের সবুজ আন্দোলন ও সামাজিক পরিবর্তনের এই অসাধারণ মুহূর্তের অংশ হতে পারাটা আমার জীবনের বিশেষ অভিজ্ঞতা। 🌿🇮🇳"

22/08/2025

পূর্বস্থলী ২ গভর্মেন্ট আইটিআই কলেজে বাৎসরিক অনুষ্ঠান।

🌟✨ “কলরব-২০২৫” ✨🌟পূর্বস্থলী টু গভর্নমেন্ট আইটিআই ক্যাম্পাস আজ রঙ, সুর আর হাসিতে ভরে উঠল বার্ষিক সাংস্কৃতিক উৎসবে। 🎭🎶 উপস...
20/08/2025

🌟✨ “কলরব-২০২৫” ✨🌟
পূর্বস্থলী টু গভর্নমেন্ট আইটিআই ক্যাম্পাস আজ রঙ, সুর আর হাসিতে ভরে উঠল বার্ষিক সাংস্কৃতিক উৎসবে। 🎭🎶 উপস্থিত ছিলেন , পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চ্যাটার্জী মহাশয় , কলেজের প্রিন্সিপাল , সৈয়দ মোশারফ হোসেন মহাশয়, কলেজের ইনচার্জ বাপি দেবনাথ মহাশয়।
ছাত্রছাত্রীদের প্রতিভা, সৃজনশীলতা আর সমাজ সচেতনতার অনন্য মেলবন্ধন হয়ে উঠছে এ বছরের আসল আকর্ষণ। 💫

এই উৎসব প্রমাণ করছে—আমাদের শিক্ষার্থীরা শুধু দক্ষ প্রযুক্তিবিদ নয়, বরং সংস্কৃতিতেও সমান উজ্জ্বল। 🌈

#কলরব২০২৫

🌟 এক নতুন দিশা, এক নতুন প্রত্যয়! 🌟প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল’-এর প্রথম বার্ষিক অধিবেশন।সৌভাগ্য হয়েছে এই ঐত...
03/08/2025

🌟 এক নতুন দিশা, এক নতুন প্রত্যয়! 🌟
প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল’-এর প্রথম বার্ষিক অধিবেশন।
সৌভাগ্য হয়েছে এই ঐতিহাসিক মুহূর্তে উদ্বোধনী ভাষণে আমার বক্তব্য রাখার।

এই ভাবনার আলোকে সূচনা হল এক নতুন সংস্থা—‘বেঙ্গল পাবলিক স্কুল’, যার লক্ষ্য— সম্মিলিত প্রচেষ্টা, মানবিক মূল্যবোধ ও সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে রাজ্যের প্রতিটি শিশুর জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা।

29/07/2025

🌟 জাতীয় গ্রেডিংয়ে ভারতের সেরা তিনে পূর্বস্থলী-II গভঃ আইটিআই! 🇮🇳
ভারত সরকারের ডাইরেক্টর জেনারেল অফ ট্রেনিং কর্তৃক পরিচালিত গ্রেডিংয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১০ এর মধ্যে ৯.৬ স্কোর অর্জন করে সারা দেশের সরকারি আইটিআইগুলির মধ্যে যুগ্মভাবে তৃতীয় স্থান লাভ করেছে আমাদের প্রতিষ্ঠান! 🏆
এই সাফল্যের পেছনে রয়েছে আমাদের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তনী, শুভানুধ্যায়ী, পশ্চিমবঙ্গ সরকার ও জেলা প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টা। সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। 🙏
কারিগরি শিক্ষায় ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে অষ্টম ও মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের পূর্বস্থলী-২ গভর্মেন্ট আইটিআই-তে স্বাগতম জানাই।

Address

Tilaboni
Durgapur
713385

Alerts

Be the first to know and let us send you an email when Syed Mosharaf Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Syed Mosharaf Hossain:

Share