Durgapur Surparishad Musical Academy

Durgapur Surparishad Musical Academy A School of Tagore Culture

অভিনন্দন টিম! আমরা আনন্দিত ।শ্রদ্ধা বিচারকদের। শুভেচ্ছা ও অনেক অভিনন্দন আয়োজকদের।
19/12/2025

অভিনন্দন টিম! আমরা আনন্দিত ।
শ্রদ্ধা বিচারকদের। শুভেচ্ছা ও অনেক অভিনন্দন আয়োজকদের।

Result
DCAC- Annual Central Cultural Competition - 2025
BRINDA GAN

১৫ ও ১৬ নভেম্বর এই প্রতিযোগিতায় সবকটি বিষয়ের শ্রদ্ধেয় বিচারকরা আসছেন শহরের বাইরে থেকে। আমাদের লক্ষ্য নিরপেক্ষ বিচার ও...
06/11/2025

১৫ ও ১৬ নভেম্বর এই প্রতিযোগিতায় সবকটি বিষয়ের শ্রদ্ধেয় বিচারকরা আসছেন শহরের বাইরে থেকে। আমাদের লক্ষ্য নিরপেক্ষ বিচার ও যোগ্যতমের নির্বাচন। প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে অংশগ্রহণের শংসাপত্র।
বিষয়গুলি হল :- আবৃত্তি:-বিভাগ- ক/খ/গ।
অংকন:- বিভাগ - ক /খ /গ।
রবীন্দ্রসংগীত- বিভাগ - ক /খ /গ।
শাস্ত্রীয়সংগীত:- বিভাগ- ক /খ।

থাকছে সমবেতসংগীত প্রতিযোগিতা:- রবীন্দ্রসংগীত (যেকোনো প্রকৃতি পর্যায়ের গান)।

সমবেত সংগীত প্রতিযোগিতায় কমপক্ষে পাঁচজনের দল অথবা সর্বাধিক দশ জনের দল হতে হবে। প্রতিযোগিতা একেবারে মঞ্চানুষ্ঠানের মতোই হবে। অংশগ্রহণ করাই যেখানে সবচেয়ে আনন্দের বিষয়।

(বিশদে জানতে ফর্মের ছবিগুলি জুম করে দেখে নিতে হবে)

বিশেষ দ্রষ্টব্য:- যাঁরা দূরে থাকেন তাঁরা এই নাম্বারে অনলাইনে ফর্ম ফিলাপ করতে পারেন :-

+91 98741 26828

23/10/2025
সত্বর যোগাযোগ করুন ফর্মে দেওয়া ফোন নাম্বার গুলিতে। Online  form fill up করার জন্য যোগাযোগ করুন শুধু মাত্র  এই ফোন নম্বর...
15/10/2025

সত্বর যোগাযোগ করুন ফর্মে দেওয়া ফোন নাম্বার গুলিতে।
Online form fill up করার জন্য যোগাযোগ করুন শুধু মাত্র এই ফোন নম্বরে :- +91 98741 26828.

আজ দুর্গাপুর সুরপরিষদ মিউজিক্যাল একাডেমি আমন্ত্রিত সংগীত পরিবেশনের জন্য। অনুষ্ঠান আয়োজনে অন্বেষা সংস্কৃতিক সংস্থা।
06/09/2025

আজ দুর্গাপুর সুরপরিষদ মিউজিক্যাল একাডেমি আমন্ত্রিত সংগীত পরিবেশনের জন্য। অনুষ্ঠান আয়োজনে অন্বেষা সংস্কৃতিক সংস্থা।

বর্ষ শেষেমিলবো এসে------🎵🎶🎼🎵🎶🎼🎵🎶
25/03/2025

বর্ষ শেষে
মিলবো এসে------🎵🎶🎼🎵🎶🎼🎵🎶

"আন্‌ বাঁশি-- আন্‌ রে তোর আন্‌ রে বাঁশি,উঠল সুর উচ্ছ্বাসি   ফাগুন-বাতাসে।আজ   দে ছড়িয়ে    শেষ বেলাকার কান্না হাসি--সন্ধ্...
17/03/2025

"আন্‌ বাঁশি-- আন্‌ রে তোর আন্‌ রে বাঁশি,
উঠল সুর উচ্ছ্বাসি ফাগুন-বাতাসে।
আজ দে ছড়িয়ে শেষ বেলাকার কান্না হাসি--
সন্ধ্যাকাশের বুক-ফাটা সুর বিদায়-রাতি করবে মধুর,
মাতল আজি অস্তসাগর সুরের প্লাবনে॥"

আপনাদের উজ্জ্বল উপস্থিতি আমাদের প্রাণিত করবে 🙏

প্রতি বছরের মতোই  ২৪ নভেম্বর  অর্থাৎ গতকাল, বিশিষ্ট সংগীত- সাহিত্যানুরাগী ও সাংস্কৃতিক সংগঠক স্বর্গীয় বিমলকান্তি রায় স...
25/11/2024

প্রতি বছরের মতোই ২৪ নভেম্বর অর্থাৎ গতকাল, বিশিষ্ট সংগীত- সাহিত্যানুরাগী ও সাংস্কৃতিক সংগঠক স্বর্গীয় বিমলকান্তি রায় স্মরণে তাঁর পরিবার ও দুর্গাপুর সুরপরিষদ মিউজিক্যাল একাডেমি আয়োজন করে থাকে সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এইবছরও তাঁদের বাসভবনে আমন্ত্রিত শহরের কয়েকজন গুনী শিল্পী ও শিক্ষকদের উপস্থিতিতে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হলো তাঁকে। আন্তরিক ঘরোয়া পরিবেশে এদিন সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন বিশ্বায়ন রায়, মানসী মুখার্জী, পর্ণা মুখার্জি, কস্তুরী দত্ত মন্দিরা ব্যানার্জি ও আনন্দিতা রায়। যন্ত্রানুষঙ্গে ছিলেন সমীর রায়(তবলা), বিথিন রায়(তবলা) ও বিশ্বায়ন রায়(এসরাজ)।আবৃত্তি পরিবেশনে ছিলেন প্রিয়ব্রত মুখার্জি ও অঞ্জনা দীক্ষিত। সমগ্র অনুষ্ঠানে সব গুনী শিল্পীদের সাথে শুরু থেকে শেষ অবধি উপস্থিত ছিলেন সংগীত আচার্য শ্রী বিমল মিত্র ও বিশিষ্ট সাহিত্যিক শ্রী সৌম্যশঙ্কর বন্দ্যোপাধ্যায় । সমীর রায় ও পরিমল মুখার্জির স্মৃতিচারণে সকলেই নস্টালজিক হয়ে পড়েন। শিল্পীদের হাতে স্মারক উপহার তুলে দেন নীলিমা রায়, বিমল মিত্র, সৌমশংকর বন্দ্যোপাধ্যায়, অঞ্জনা দীক্ষিত ও মীনাক্ষী বন্দ্যোপাধ্যায়।

Address

11/14 Vivekananda Road, A-Zone
Durgapur
713204

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm

Telephone

+918101054493

Alerts

Be the first to know and let us send you an email when Durgapur Surparishad Musical Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Durgapur Surparishad Musical Academy:

Share