25/11/2024
প্রতি বছরের মতোই ২৪ নভেম্বর অর্থাৎ গতকাল, বিশিষ্ট সংগীত- সাহিত্যানুরাগী ও সাংস্কৃতিক সংগঠক স্বর্গীয় বিমলকান্তি রায় স্মরণে তাঁর পরিবার ও দুর্গাপুর সুরপরিষদ মিউজিক্যাল একাডেমি আয়োজন করে থাকে সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এইবছরও তাঁদের বাসভবনে আমন্ত্রিত শহরের কয়েকজন গুনী শিল্পী ও শিক্ষকদের উপস্থিতিতে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হলো তাঁকে। আন্তরিক ঘরোয়া পরিবেশে এদিন সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন বিশ্বায়ন রায়, মানসী মুখার্জী, পর্ণা মুখার্জি, কস্তুরী দত্ত মন্দিরা ব্যানার্জি ও আনন্দিতা রায়। যন্ত্রানুষঙ্গে ছিলেন সমীর রায়(তবলা), বিথিন রায়(তবলা) ও বিশ্বায়ন রায়(এসরাজ)।আবৃত্তি পরিবেশনে ছিলেন প্রিয়ব্রত মুখার্জি ও অঞ্জনা দীক্ষিত। সমগ্র অনুষ্ঠানে সব গুনী শিল্পীদের সাথে শুরু থেকে শেষ অবধি উপস্থিত ছিলেন সংগীত আচার্য শ্রী বিমল মিত্র ও বিশিষ্ট সাহিত্যিক শ্রী সৌম্যশঙ্কর বন্দ্যোপাধ্যায় । সমীর রায় ও পরিমল মুখার্জির স্মৃতিচারণে সকলেই নস্টালজিক হয়ে পড়েন। শিল্পীদের হাতে স্মারক উপহার তুলে দেন নীলিমা রায়, বিমল মিত্র, সৌমশংকর বন্দ্যোপাধ্যায়, অঞ্জনা দীক্ষিত ও মীনাক্ষী বন্দ্যোপাধ্যায়।